শর্ত দিয়ে সাইফকে বিয়ে করেন কারিনা
কারিনা আর অর্জুনকে নিয়ে এখন গসিপে মুখর বলিউড। কারিনার একের পর এক মন্তব্য বিতর্কে ক্রমশই ঘি ঢেলে চলেছে। এরই মধ্যে সাইফকে বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কারিনা। কারিনার নতুন ছবি 'কি অ্যান্ড কা' মুক্তি পাওয়ার অপেক্ষায়। আর এ সময়ে মন্তব্যের কারণে বলিউডে সবচেয়ে আলোচিত কারিনা কাপুর। অতি সম্প্রতি বলেছেন যে অর্জুন কাপুর খুব হ্যান্ডসাম বলেই নাকি ছবিতে এত ঘন ঘন তাঁকে চুমু খেয়েছেন তিনি।
অর্জুনকে সেক্সি বলেও উল্লেখ করেছেন তিনি। তার পরেই আবার এক বিস্ফোরণ। মিডিয়ার সামনে জানিয়েছেন কেন তিনি সাইফকে বিয়ে করেছিলেন। কারিনার কথায়, তিনি কাজ করতে চান আর প্রচুর টাকা রোজগার করতে চান। সাইফ এই দুই অ্যাম্বিশনের পথে কাঁটা হয়ে দাঁড়াননি, তাই বিয়ে। বেশ স্পষ্ট করেই নায়িকা জানান, সাইফ মেনে নিয়েছিলেন বলেই বিয়ে, না হলে বিয়েই হত না। এই জন্যেই কি 'কি অ্যান্ড কা' ছবিতে ওয়র্কিং ওম্যান-এর চরিত্রটি এত প্রিয় কারিনার? আর সেই অভিনয় করতে করতেই কি হঠাৎ করে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন তিনি? না হলে কথায় কথায় অর্জুন অর্জুন করছেন কেন? আর বিয়ে নিয়েই বা হঠাৎ কথা বলতে গেলেন কেন?

ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষতিপূরণ কয়েক কেজি গম! হ্যাঁ, অনেকটা…
অন্ততপক্ষে দুটো বিয়ে করতেই হবে। দেশের সব পুরুষের জন্য এমনই…
নতুন বৌয়ের ঘোমটা সরানোর পর আনন্দের পরিবর্তে মনটা ভেঙে গেল…
ব্রাজিলের উত্তরাঞ্চলের মানুয়াসে অনুষ্ঠিত হয় মিস আমাজান খেতাব জিতেছেন ক্যারোলিনা…
মাঝ আকাশেই এক বিমান থেকে উঠে পড়া যাবে আরেক বিমানে।… 