প্রথম দেখাতেই তালাক!
নতুন বৌয়ের ঘোমটা সরানোর পর আনন্দের পরিবর্তে মনটা ভেঙে গেল বরের। বৌয়ের মুখের ওপরই তাই বলে দিলেন, আপনি আপনার স্বপ্নের রাজকন্যা না। আমি দুঃখিত আপনাকে তালাক দেওয়া ছাড়া আমার উপায় নেই। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মদিনায়। খবর ডেইলি মেইলের
মদিনার কিছু অঞ্চলের প্রথা অনুযায়ী বিয়ের আগে একজন আরেকজনকে সামনা-সামনি দেখার সুযোগ পান না। তারাও প্রথা মেনে না দেখেই বিয়ে করতে রাজি হন। পারিবারিকভাবে বিয়ের আগে বরকে ওই তরুণীর একটি ছবি দেখানো হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, তালাকের কথা শোনার পর কনে প্রায় মূর্চ্ছা যান। বিয়েতে আগত অতিথিরা বিষয়টি একটি সমাধানে আনার চেষ্টাও করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
বরের এক বন্ধু পোস্ট করেছেন, 'ওর দায়িত্বহীন মনোভাবে ব্যথিত হয়েছি। এর ফল ওকে ভোগ করতে হবে। তার জানা উচিত সৌন্দর্য চেহারায় নয়, চরিত্রে। আজকালকার কিছু তরুণ মূল্যবোধ এবং নৈতিকতার চেয়ে শুধু বাহ্যিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। আশা করি সৃষ্টিকর্তা তাকে আরো ভালো স্বামী মেলাবেন যে তাকে মূল্যায়ন করবে।

সেলফি নিয়ে উত্সাহের আতিশয্যে আবারও প্রাণ গেল দুই ব্যক্তির! দু'টো…
সমাজ জীবনে পালিয়ে বিয়ে করা, কোর্টম্যারেজ করা কিংবা পারিবারিকভাবে বিয়ে…
ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরের একটি অফিসের ভিতর ভৌতিক পরিবেশের সিসিটিভি ফুটেজ।কর্মীদের…
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় ছোট শহর ডরসেটের মেয়র নির্বাচিত হয়েছেন…
বাজছে মিউজিক। তাল মিলিয়ে গিটার বাজাচ্ছেন শিল্পীরা। কিন্তু মজার ব্যাপার… 