তরুনীকে হত্যা করে মাংস খেল নরখাদক!
সিরহোয়ি আর্মস হোটেল গৃহহীনদের অস্থায়ী আস্তানা হিসেবে পরিচিত। এই অস্থায়ী আবাসনে ২২ বছরের এক তরুণীকে হত্যা করে তার মাংস খুবলে খেল ৩৪ বছরের এক ব্যক্তি৷ এই ঘটনা ব্রিটেনের ওয়েলসের৷
ওয়েলসের সিরহোয়ি আর্মস হোটেল থেকে ফোন আসে স্থানীয় পুলিশের কাছে৷ ফোনে ঘটনাটি শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি ডিউটি অফিসার৷ কিন্তু কর্তব্যরত পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একেবারে হতবাক।
এই হোটেলে আস্তানা নেন ম্যাথিউ উইলিয়ামস৷ ওই হোটেলেই অন্যতম বাসিন্দা ছিলেন সেরিস মেরি ইয়েম৷ সকালে তাকে ঘর থেকে না বেরোতে দেখে সন্দেহ হয় হোটেলকর্মীদের৷ জোর করে ঘরে ঢুকতে গেলে ভিতর থেকে গলা পাওয়া যায় ম্যাথিউর৷
পুলিশকে খবর দিলে, গায়ের জোরে দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ৷ দেখা যায় মেরিকে হত্যা করে ম্যাথিউ তার একটি চোখ ও মুখের কিছুটা খেয়ে ফেলেছে৷ এর পরই নরখাদককে লক্ষ করে ৫০ হাজার ভোল্টের টেসার ছোড়ে পুলিশ৷ তাতেই মৃত্যু হয় তার৷
সঙ্গিনীর ওপর আক্রমণ করার অভিযোগে কারাদণ্ড হয়েছিল ম্যাথিউর৷ মাত্র দু'সপ্তাহ আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে৷ অনুমান, মেরি তার আততায়ীকে আগে থেকে চিনতেন।

ভয় পেয়ে গেছে সোশ্যাল মিডিয়ার একটা অংশ। হ্যাঁ, ভাল করে…
সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক তুঘলকী কা- ঘটে গেছে। আল-কাসিমি…
সম্প্রতি দীপাবলি উপলক্ষে কর্মচারীদের ফ্ল্যাট উপহার দিয়েছিলেন সাবজি ঢোলাকিয়া। এবার…
এটা আর পাঁচটা এটিএম-এর মত নয়। আমরা যেমন কার্ড পাঞ্চ…
যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণে এক সৈন্যের পুরুষাঙ্গের একাংশ উড়ে যায়। এবার অস্ত্রোপচারের… 