0 awesome comments!
দুনিয়ার সবচেয়ে ভয় ধরিয়ে দেওয়া সেলফি
ভয় পেয়ে গেছে সোশ্যাল মিডিয়ার একটা অংশ। হ্যাঁ, ভাল করে দেখুন সেলফিটা। @itsthemans-নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে কয়েক দিন আগে পোস্ট করা হয় এই ছবিটি। ছবিতে দেখা যাচ্ছে প্রেমিক যুগল সেলফিতে হাসিমুখে তাকিয়ে আছে। তাদের পিছনে আছে একটা আয়না।
ওই আয়নার ছবিটাতেই যত গোলমাল। ছবিটা ভাল করে দেখলে দেখা যাবে সেলফিতে মহিলার ছবির পিছনে আয়নায় ঘাড়টা ঘোরানো আছে। এই ছবিটি রেকর্ড পরিমানে শেয়ার হচ্ছে। অনেকেই বলছেন, ছবিটা দেখেই ভয় লাগছে। কী করে ঘাড় একেবারে পিছনে ঘুরিয়ে থাকতে পারা যায়!
ফোটোশপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ফোটোশপের কারসাজিটা সেক্ষেত্রে বেশ উচ্চমানের বলতে হবে। সেটা যাই হোক, বলা যায়, এটাই এখন দুনিয়ার সবচেয়ে ভয় ধরিয়ে দেওয়া সেলফি।
ওই আয়নার ছবিটাতেই যত গোলমাল। ছবিটা ভাল করে দেখলে দেখা যাবে সেলফিতে মহিলার ছবির পিছনে আয়নায় ঘাড়টা ঘোরানো আছে। এই ছবিটি রেকর্ড পরিমানে শেয়ার হচ্ছে। অনেকেই বলছেন, ছবিটা দেখেই ভয় লাগছে। কী করে ঘাড় একেবারে পিছনে ঘুরিয়ে থাকতে পারা যায়!
ফোটোশপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ফোটোশপের কারসাজিটা সেক্ষেত্রে বেশ উচ্চমানের বলতে হবে। সেটা যাই হোক, বলা যায়, এটাই এখন দুনিয়ার সবচেয়ে ভয় ধরিয়ে দেওয়া সেলফি।
Published in
Khobor Tobor

চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডের জন্য টাকা নিয়েও খুন না করায় ২১ বছর…
বৃষ্টিতে ছাতা নয় এমন বৃষ্টিতে বাটি নিয়ে বেরোন। হ্যাঁ, যদি…
ছেলেদের একটু সুন্দর করে কিংবা স্টাইলিশভাবে থাকার পেছনের কারণ কিন্তু…
প্রায় ১৪ মাইল জায়গা জুড়ে একটি রসহস্যময় বস্তুর ছবি ধরা…
দিনের পর দিন এক ভূতুড়ে হাসিতে বুক কাঁপে পরিবারের। দিন… 