বিদেশি কনডোমে নিষেধাজ্ঞা

Rate this item
(4 votes)

বিদেশ থেকে যে কোনো ধরণের কনডোম আমদানি ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া সরকার। দেশটিতে এইচ আইভিতে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া এই উদ্যোগ নেওয়া কথা জানানো হয়েছে। এক পরিসংখ্যানে ২০১০ সালে রাশিয়া যতজন এইডস রোগে আক্রান্ত হয়েছে, গত পাঁচ বছরে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।

রাশিয়া সরকার বলছে, এই নিষেধাজ্ঞার ফলে প্রেমিক-প্রেমিকার আরও শৃঙ্খলাপরায়ণ হবেন, আর সংযত, সঙ্গী ঠিক করার ব্যাপারে সংখ্যায় না, কোয়ালিটিতে জোর দেবে। এমনও বলা হয়েছে, এতে রাশিয়ার যুবসমাজ শরীর নয় মনের শৃঙ্খলে বাধা পড়বে।

রাশিয়ান সরকারের এই সিদ্ধান্তকে হাস্যকর বলছেন, দেশের অধিকাংশ মানুষ। অপেক্ষাকৃত সস্তায় ভাল মানের বিদেশি কনডোম-এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। রাশিয়ার এইডস সেন্টারের এক কর্মী বলছেন, ভাল মানের কনডোম তৈরি এখনও রাশিয়ায় হয় না। আশা করা যায় এবার সেটা হবে।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top