১১ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্ক!

Rate this item
(1 Vote)

বর্তমানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে একটি বিরতিহীন বিমানের সময় লাগে ৭ ঘণ্টা। অথচ নতুন নকশার একটি জেট বিমান যুক্তরাজ্যের লন্ডন থেকে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পেরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছাতে পারবে মাত্র ১১ মিনিটে। আর নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ার সিডনি যেতে ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে বিমানটি সময় নেবে মাত্র ৩০ মিনিট। স্ক্রিমার নামের ওই আকাশযানের ধারণাটি দিয়েছেন কানাডার প্রকৌশলী ও নকশাকার চার্লস বম্বার্ডিয়ার।

তিনি দাবি করেন, বিমানটি ১০ জন আরোহী নিয়ে এক ঘণ্টার কম সময়ে ১২ হাজার ৪২৭ মাইল বা ২০ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারবে। খবরে বলা হয়, ডানার সঙ্গে যুক্ত রকেট বাড়তি গতি দিয়ে উড়োজাহাজটিকে ৪০ হাজার ফুট উঁচুতে তুলে দেবে। তারপর সুপারসনিক ইঞ্জিন চালু করে আকাশযানটি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি গতিতে চলতে শুরু করবে।

0 awesome comments!
Scroll to Top