0 awesome comments!
কৃষককে বিয়ে করলেন মন্ত্রী
সি এ অনিল কুমার নামের এক কৃষককে বিয়ে করলেন কেরলের উপজাতি ও যুবকল্যাণমন্ত্রী পি কে জয়লক্ষ্মী। গতকাল রবিবার চিরাচরিত হিন্দু উপজাতি প্রথা মেনে গাঁটছড়া বাঁধেন তিনি।
আলোচিত ওই বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমেন চন্ডী, বিরোধী দলনেতা তথা সাবেক মুখ্যমন্ত্রী ভি এস অচ্যূতানন্দনসহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা।
জানা গেছে, জয়লক্ষ্মীর স্বামী তাঁর বাবার সম্পর্কিত নাতি। কুরুচিয়া উপজাতিভুক্ত জয়লক্ষ্মী প্রথা মেনে বিয়ের সময় কোনও কথা বলেননি। উপজাতিদের মধ্য কুরুচিয়া ব্রাহ্মণ পর্যায়ভুক্ত। জয়লক্ষ্মীর আগেই তিন বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। বয়স ৩০ বছর হলেও রাজনৈতিক কাজকর্মে জড়িত থাকায় এতদিন বিয়ে করা হয়ে ওঠেনি তার।
Published in
Khobor Tobor