বন্দুক নিয়ে স্কুলে ঢুকবেন শিক্ষকরা!

Rate this item
(1 Vote)

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাকতুনখোয়া প্রদেশের স্কুলে বন্দুক নিয়ে ঢুকতে পারবেন শিক্ষকরা। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর রাজধানীর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় ১৩২ শিশুসহ ১৫০ নিহত হওয়ার ঘটনায় এমন নিয়েছে কর্তৃপক্ষ। 
 
এ প্রসঙ্গে প্রাদেশিক শিক্ষামন্ত্রী আতিফ খান বলেছেন, স্কুলের সব শিক্ষককেই বাধ্যতামূলকভাবে অস্ত্র বহন করতে হবে না, তবে যারা অস্ত্র বহন করতে রাজী আছেন তাদের এ সংক্রান্ত অনুমতি দেয়া হবে।
 
প্রাদেশিক তথ্যমন্ত্রী মুশতাক গানি এ সিদ্ধান্ত নিশ্চিত করে জানান, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে ৩৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পাহারা দেয়ার মতো পর্যাপ্ত সংখ্যক পুলিশের যোগান দেয়া প্রাদেশিক সরকারের জন্য সম্ভব হচ্ছে না। এ কারণেই শিক্ষকদের অস্ত্র রাখার অনুমতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
 
শিক্ষকদেরকে আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ গত সপ্তাহ থেকে দেয়া শুরু হয়েছে। নারী শিক্ষিকাদের সর্বশেষ ব্যাচকে মঙ্গলবার থেকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে জানা গেছে।
 
দুই দিনের প্রশিক্ষণে শিক্ষকদের আগ্নেয়াস্ত্র ব্যবহার শেখানো হয় বলে জানিয়েছেন পেশোয়ারের পুলিশ সদর দফতরের প্রশিক্ষক মোহাম্মদ লতিফ।

0 awesome comments!
Scroll to Top