শনি মন্দিরে নারীরা ঢোকায় ধর্ষণ বাড়বে

Rate this item
(1 Vote)
ভারতের মহারাষ্ট্রের শনি মন্দিরে প্রবেশের অনুমতি দিলে নারীরা আরও বেশি ধর্ষণের শিকার হবেন বলে ঘোষণা দিয়েছেন দ্বারকা-সারদাপীঠের শঙ্করাচার্য। 'শনি মন্দিরের গর্ভগৃহে নারীরা প্রবেশ করেছেন। মন্দিরের ভিতরে বসে শনিদেবের পুজো করছেন মেয়েরা।

কিন্তু এর ফলে তাঁদের ওপর শনির দৃষ্টি পড়বে, যার জেরে ধর্ষণের ঘটনা বাড়তে থাকবে' একটি সংবাদসংস্থাকে গতকাল সোমবার দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী।

বম্বে হাইকোর্টের নির্দেশ এবং সমানাধিকার আন্দোলনের চাপে পড়ে গত সপ্তাহে সুপ্রাচীন প্রথা ভাঙতে বাধ্য হয় মহারাষ্ট্রের শনি শিঙনাপুর মন্দির ট্রাস্ট। ৪০০ বছরের ঐতিহ্যে ছেদ টেনে মন্দিরের গর্ভগৃহে পুরুষ-নারী উভয়ের প্রবেশাধিকার মঞ্জুরের ঘোষণা করা হয়। হাইকোর্টের নির্দেশ এবং মন্দির ট্রাস্টের ঘোষণা অনুসারে সপ্তাহের শেষে তৃপ্তি দেশাইয়ের নেতৃত্বে গর্ভগৃহে শনিপূজো করেন ভূমাতা ব্রিগেডের সদস্যরা।

তবে এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগে গর্ভগৃহে নারীর প্রবেশাধিকার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বছর চুরানব্বইয়ের দ্বারকা-সারদাপীঠের মঠাধিপতি। তাঁর বিশ্বাস, 'এর ফলে নারীদের জীবনে দুর্ভাগ্য ঘনিয়ে আসবে। শনি হল পাপগ্রহ। তার পুজো করলে নারীর বিরুদ্ধে অপরাধের সংখ্যা বাড়বে।'
0 awesome comments!
Scroll to Top