আত্মহত্যা থেকে বাঁচালো সি-লায়ন
আজ থেকে প্রায় ১৫ বছর আগে কথা। মানসিক অবসাদে ভুগতে থাকা অস্ট্রেলিয়ার কেভিন হাইনস আত্মহত্যা করতে গিয়েছিলেন৷ এজন্য পানিতে ঝাঁপও দিয়েছিলেন তিনি। কিন্তু ঝাঁপ দিয়েও বেঁচে গেলেন এ অস্ট্রেলিয়ান। সেই কেভিন আজ অবসাদগ্রস্ত মানুষকে আত্মহত্যার চেষ্টা করা থেকে আটকানোর ব্রত নিয়েছেন৷
জানা যায়, ২০০০ সালে সান ফ্রানসিস্কোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ থেকে জলে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলেন কেভিন৷ কিন্তু, জলে পড়ার পরও মারা যাননি তিনি৷ ভেবেছিলেন, একটু পরেই ডুবে যাবেন৷ কিন্তু, পানির তলায় একটি জীব তার চারপাশে ঘুরতে শুরু করে৷
প্রথমে ভয় পেয়ে কেভিন মনে করেছিলেন, হয়তো কোনো হাঙর৷ কিন্তু, কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন, পানির মধ্যে তার চার দিকে ঘুরতে থাকা ওই জীবটির উদ্দেশ্য তার প্রাণরক্ষা করা৷ ওই জীবটি যে একটি সি-লায়ন তা-ও বুঝতে পারেন তিনি৷ সে দিন যত বারই ডুবে যাওয়ার অবস্থায় এসেছিলেন কেভিন প্রতিবারই জোরে ধাক্কা দিয়ে তাকে ভাসিয়ে রেখেছিল ওই সি-লায়নটি৷
সি লায়নের চেষ্টায় প্রাণে বেঁচে যাওয়া কেভিন বদলে যান এমনই যে সেদিনের পর কত অবসাদগ্রস্ত মানুষকে যে আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছেন তার ইয়ত্তা নেই।

মাত্র ৪ ঘণ্টায় আপনি চাঁদে যেতে পারবেন। শুনে চমকে গেলেন…
সি এ অনিল কুমার নামের এক কৃষককে বিয়ে করলেন কেরলের…
হোটেলে নববধূকে রেখে পালিয়ে গেল বর আলমগীর। ঘটনা ঘটেছে সিলেটে।…
দক্ষিণ কোরিয়াতেও এখন জোরেশোরে বইছে ভোটের হাওয়া। আর সেই হাওয়াতেই…
বহু গবেষণায় প্রমাণিত হয়েছে যে ধূমপান আমাদের ত্বকের বয়সকে বাড়িয়ে… 