চাঁদে যেতে ৪ ঘণ্টা!

Rate this item
(2 votes)

মাত্র ৪ ঘণ্টায় আপনি চাঁদে যেতে পারবেন। শুনে চমকে গেলেন তো? তাহলে জেনে নিন ৪ ঘণ্টায় চাঁদে যাওয়া সম্ভব কিভাবে হবে? মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সম্প্রতি এমন একটি যান তৈরি করেছে, যা ৪ ঘণ্টায় পৌঁছে দেবে চাঁদে। আলো চাইতে বেশি গতিবেগে ছুটবে সেই যান। তীব্র গতিসম্পন্ন এই মহাকাশযানটির নাম ‘ওয়্যার্প ড্রাইভ’। খবর টাইমস অব ইন্ডিয়া।

নতুন যানটির পরীক্ষামূলক উৎক্ষেপনেও সাফল্য পেয়েছে বলে দাবি করেছে নাসা। নাসা জানিয়েছে, আলোর থেকেও বেশি গতিতে চাঁদে পৌঁছে দেবে ‘ওয়্যার্প ড্রাইভ’। এই যানে প্রয়োজন হবে না রকেট জ্বালানিরও। গত এক দশক ধরে ‘ওয়্যার্প ড্রাইভ’ ইঞ্জিনের ওপর গবেষণা চালাচ্ছে নাসা। তবে এখনই এই প্রযুক্তি বাণিজ্যিক ভাবে চালু করতে চাইছে না নাসা। আরও কয়েকবার পরীক্ষার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

0 awesome comments!
Scroll to Top