ব্রিটেনে সমকামী বিয়ের সুযোগ নিচ্ছেন বাংলাদেশি ছাত্ররা!

Rate this item
(1 Vote)

ব্রিটেনে স্থায়ী হতে বাংলাদেশি ছাত্ররা বেছে নিচ্ছেন 'গে ম্যারিজ' বা 'সমকামী বিয়ে'র পথ। গত বছরের ১৪ মার্চ ব্রিটেনে সেইম সেক্স ম্যারিজ বা সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করার পর প্রথম সমলিঙ্গের বিয়ে অনুষ্ঠিত হয় ২৯ মার্চ ২০১৪ সালে। এরপর গত কয়েকমাসে বেশ কয়েকটি গে ম্যারিজের আইনী প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে বলে জানান ইষ্ট লন্ডনের একটি সলিসিটার ফার্ম (আইনি পরামর্শক প্রতিষ্ঠান)।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই ফার্মের আইনজীবী জানান, গে মেরিজের আইন পাশ হওয়ার পর অনেক বাংলাদেশি ছাত্র এখন এই পথ বেছে নিয়েছেন। তারা এখন পর্যন্ত চারটি সমলিঙ্গের বিয়ের আবেদন করেছেন। তবে এক্ষেত্রে ভিসা আবেদনে প্রমাণ করতে হয় তারা আসলেই একজন আরেকজনের সঙ্গে থাকছেন।

অনুসন্ধানে জানা গেছে এইসব ব্যবস্থা করে দেওয়ার জন্য এক শ্রেণির দালালও রয়েছে। অনেকে ব্রিটিশ পাসপোর্টধারীদের সঙ্গে ছাত্রদের এইভাবে কন্ট্রাক্ট ম্যারিজ করিয়ে থাকেন। এসব বিয়েতে ১০ হাজার থেকে ১৫ হাজার পাউন্ড লেনদেন হয়ে থাকে বলেও জানা গেছে।

কথা হয় সেজান (ছদ্মনাম) নামে এক বাংলাদেশি ছাত্রের সঙ্গে। বাংলাদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স শেষ বর্ষের ফাইনালের আগে ঝোঁকের মাথায় চলে এসেছিলেন লন্ডনে উচ্চশিক্ষার আশায়। কিন্তু লন্ডনে এসে ৫ বছরে কিছুই হয়নি। পার্ট টাইম কাজ করে ইউনিভার্সিটি আর খরচ মেটানো কষ্টকর। তাই একজন বন্ধুর পরামর্শে পাকিস্থানী দালালের মাধ্যমে এইভাবে স্থায়ী হওয়ার পথ বেঁচে নিয়েছেন।

তবে সত্যিকার হোক অথবা কন্ট্রাক্ট ম্যারিজ হোক বর্তমান আইনে ব্রিটেনে স্পাউস ভিসা নিয়ে স্থায়ী হতে চাইলে একসাথে ৫ বছর থাকার প্রমান দেখাতে হয়।

0 awesome comments!
Scroll to Top