0 awesome comments!
বৃষ্টি নামাতেই বানানো হচ্ছে কৃত্রিম পাহাড়!
বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলির মধ্যে এটি একটি। এখানে পর্যাপ্ত তেলের ভান্ডার। আর তেলের খনির পাশাপাশি এই শহর যেন টাকার খনিও।
এই শহরের রাস্তায় রাস্তায় যেন 'গড়াগড়ি খায়' নোটের বান্ডিল। আভিজাত্য, বিলাসিতার চাদরে মোড়া এখানকার নগরজীবন। কিন্তু এই শহরেই একটা জিনিসের খুব অভাব। আর সেটা হল বৃষ্টি। কখন দুই ফোঁটা বৃষ্টি আসবে তার অপেক্ষায় থাকে এই দেশ। তবে এবার হয়তো এই দশা থেকে মুক্তি পেতে যাচ্ছে দুবাই। উন্নত প্রযুক্তি ব্যবহারে বরাবরই প্রথম সারিতে থাকা দুবাই এবার বৃষ্টি আনতেও নিয়ে এল উদ্ভাবনী পরিকল্পনা।
বৃষ্টি আনার জন্য বানানো হচ্ছে আস্ত একটা কৃত্রিম পাহাড়। এ নিয়ে দেশীয় বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন মার্কিন বিজ্ঞানীরা। কৃত্রিম এই পাহাড় তৈরি হলে তা পিছনে ফেলে দেবে দুবাইয়ের স্কাইলাইন বুর্জ খালিফাকে। উচ্চতায় ওই পাহাড় ছাড়িয়ে যাবে ৮০০ মিটার। উচ্চতা হবে প্রায় ২০০০ মিটার। এই পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে উপরে উঠে যাবে গরম বাতাস। তারপর ঠান্ডা হয়ে সেই বাতাস থেকেই নামবে বৃষ্টি। কৃত্রিম এই পাহাড় তৈরি করতে খরচ পড়ছে প্রায় ১৫০০ কোটি টাকা।
Published in
Khobor Tobor