0 awesome comments!
নীল ছবি দেখার ক্ষেত্রে টেক্কা দিচ্ছে নারীরাও
এতদিন পুরুষরাই নীল ছবির প্রতি আকৃষ্ট বলে বদনাম ছিল। কিন্তু, তথ্য-পরিসংখ্যান বলছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই যুগের নারীরাও কোন অংশে কম যায় না। মার্চের আন্তর্জাতিক নারী দিবসে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল নীল-দুনিয়ায় কাজ করা বিখ্যাত ওয়েবসাইট। বুধবার তারা একটি পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, দুনিয়াজুড়ে নীল ছবি দেখার ক্ষেত্রে সমান তালে টেক্কা দিচ্ছে নারীরাও।
উন্নত বিশ্ব তো বটেই, ভারত-পাকিস্তান-বাংলাদেশের মতো আংশিক রক্ষণশীল দেশগুলিতে আঁধার নামতে পর্নে আসক্ত হয়ে পড়ছেন নারীরা৷ পর্নহাবের পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে পর্নহাবের নিয়মিত মোট দর্শকের ২৪ শতাংশ হচ্ছে নারী৷ সংখ্যার হিসেবে প্রায় প্রতিদিন দুনিয়াজুড়ে ৬ কোটি নারী নিয়মিত নীলছবি দেখেন। পর্নহাব প্রকাশিত সমীক্ষা বলছে, তারা নীলছবিগুলিকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছেন।
বিশ্বজুড়ে ‘Lesbian’ নীলছবি দেখতে সবচেয়ে পছন্দ করে নারীরা। ভারতের অধিকাংশ মেয়েরাই এই ক্যাটাগরির নীলছবি দেখতে খুবই পছন্দ করে। ভারতের মতোই লেসবিয়ানে আসক্ত পাকিস্তান এবং বাংলাদেশের মেয়েরা। জার্মানি, তুর্কির মেয়েরা বেশি পছন্দ করে ‘Teen’ ক্যাটাগরি নীল ছবি দেখতে। ওই সমীক্ষায় ধরা পড়েছে, চেক রিপাবলিকের মেয়েরা বেশি পছন্দ করে ‘female friendly’ ক্যাটাগরির নীলছবি দেখতে।
উন্নত বিশ্ব তো বটেই, ভারত-পাকিস্তান-বাংলাদেশের মতো আংশিক রক্ষণশীল দেশগুলিতে আঁধার নামতে পর্নে আসক্ত হয়ে পড়ছেন নারীরা৷ পর্নহাবের পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে পর্নহাবের নিয়মিত মোট দর্শকের ২৪ শতাংশ হচ্ছে নারী৷ সংখ্যার হিসেবে প্রায় প্রতিদিন দুনিয়াজুড়ে ৬ কোটি নারী নিয়মিত নীলছবি দেখেন। পর্নহাব প্রকাশিত সমীক্ষা বলছে, তারা নীলছবিগুলিকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছেন।
বিশ্বজুড়ে ‘Lesbian’ নীলছবি দেখতে সবচেয়ে পছন্দ করে নারীরা। ভারতের অধিকাংশ মেয়েরাই এই ক্যাটাগরির নীলছবি দেখতে খুবই পছন্দ করে। ভারতের মতোই লেসবিয়ানে আসক্ত পাকিস্তান এবং বাংলাদেশের মেয়েরা। জার্মানি, তুর্কির মেয়েরা বেশি পছন্দ করে ‘Teen’ ক্যাটাগরি নীল ছবি দেখতে। ওই সমীক্ষায় ধরা পড়েছে, চেক রিপাবলিকের মেয়েরা বেশি পছন্দ করে ‘female friendly’ ক্যাটাগরির নীলছবি দেখতে।
Published in
Khobor Tobor