মানুষের আত্মার ওজন ২১ গ্রাম

Rate this item
(1 Vote)
আত্মায় বিশ্বাস করেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। অনেকেই মনে করেন এই পৃথিবীতে মরে যাওয়ার পরও মানুষের আত্মা ঘুরে বেড়ায়। আত্মা নিয়ে অনেক অমীমাংসিত রহস্যের কথাও শোনা যায়। তবে যদি বলা হয় আত্মার ওজন তাহলে চমকে উঠতেই হবে। তাহলে জেনে নেয়া যাক ঘটনাটি কি? ১৯০১ সালে ডানকন ম্যাকডোউগাল মানুষের আত্মা আছে কিনা তা পরীক্ষা করার চেষ্টা করেন।

বিজ্ঞানীদের সামনে তিনি মৃত্যুর আগের মুহূর্তে ও পরের মুহূর্তে হাসপাতালের মোট ৬ জন রোগীর ওজন করেন। ৬ জন রোগীর ক্ষেত্রেই দেখা যায় মৃত্যুর পরে ২১ গ্রাম ওজন কমেছে। ডানকন বলেন, ওই ২১ গ্রাম আসলে মানুষের আত্মার ওজন। অবশ্য বিজ্ঞানীরা ডানকনের এই যুক্তি খারিজ করে দেন। তবে মৃত্যুর পর ২১ গ্রাম ওজন কেন কমে গেল তার ব্যাখ্যা অবশ্য তারা (বিজ্ঞানীরা) দিতে পারেননি!
0 awesome comments!
Scroll to Top