ছেলেদের যে ভুলগুলো মেয়েদের কাছে বিরক্তিকর

Rate this item
(3 votes)

ছেলেদের একটু সুন্দর করে কিংবা স্টাইলিশভাবে থাকার পেছনের কারণ কিন্তু মেয়েদের সামনে নিজেকে আকর্ষণীয় করে তোলা। এবং বুদ্ধি করে স্টাইল করলে খুব সহজেই নিজেকে আকর্ষণীয় দেখাতে পারেন ছেলেরা। কিন্তু কিছু কিছু ব্যাপারে ছেলেদের ফ্যাশন সেন্স মেয়েদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

 

অনেক ঢোলা শার্ট বা স্যুট

ফর্মাল লুকে ছেলেদের সব চাইতে বেশি আকর্ষণীয় দেখায়। কিন্তু আপনি যদি অনেক ঢোলা ধরণের ফর্মাল শার্ট পরে ফর্মাল লুকে আসতে চান তবে তা একেবারেই আকর্ষণীয় হবে না।

পাতলা কাপড়ের পোশাক

অনেকে মনে করতে পারেন পাতলা কাপড়ে তৈরি পোশাক পরে নিজেদের শরীরের এবং ভেতরের আন্ডারগার্মেন্টসের খানিকটা আবছা অবয়ব দেখতে বেশ লাগে। কিন্তু জেনে রাখুন মেয়েদের কাছে এই জিনিসটি সব চাইতে বেশি অপছন্দের।

পোশাকের সাথে মেলে না এমন মোজা

ওপরে ফিটফাট থাকার পাশাপাশি পরিপাটি থাকতে হবে ভেতরেও। অনেকেই আছেন জুতো এবং প্যান্টের ভেতর দিয়ে মোজা দেখা যাবে না চিন্তা করে উদ্ভট এবং অদ্ভুত রঙের মোজা পরে বসে থাকেন যা পোশাকের সাথে একেবারেই বেমানান।

ম্যাচিং করে কাপড় পরা

মেয়েরা ম্যাচিং করে কাপড় পরতে অনেক বেশি পছন্দ করে থাকেন, কিন্তু ছেলেদের কাপড় ম্যাচিং করে পরার বিষয়টা মেয়েদের কাছে একেবারেই অপছন্দের।

চকচকে কাপড়

ছেলেদের ফ্যাশনের আরেকটি ভুল যা মেয়েদের কাছে একেবারেই অপছন্দের তা হলো চকচকে কিংবা ঝলমলে কাপড়ের পোশাক অথবা ঝলমলে ডিজাইন করা পোশাক।

ঘামের গন্ধযুক্ত এবং কুঁচকে থাকা কাপড়

মেয়েরা স্টাইলিশ লুকের ছেলে অনেক বেশি পছন্দ করেন। আর স্টাইলিশ থাকতে আপনাকে অনেক দামী পোশাক পরতে হবে না। আপনি যে পোশাকই পরুন না কেনো তা অবশ্যই পরিষ্কার এবং পরিপাটি করে ইস্ত্রি করা থাকা প্রয়োজন।

অতিরিক্ত টাইট পোশাক

অতিরিক্ত ঢিলে পোশাক যেমন অপছন্দ মেয়েদের তেমনই অপছন্দ অতিরিক্ত টাইট পোশাক। আপনি যদি নিজের বাইসেপ দেখানোর জন্য অনেক টাইট পোশাক পরেন তবে সেটিও আপনাকে আকর্ষণীয় করে তুলতে পারবে না একেবারেই।

নিচু করে প্যান্ট পরা

ছেলেদের ইদানীংয়ের ফ্যাশনে প্যান্ট নিচু করে পরার স্টাইল চলে আসছে। সমস্যা হলো ছেলেরা ভাবেন এতে তাদের অনেক স্মার্ট দেখায় কিন্তু ব্যাপারটি মোটেও মেয়েদের কাছে আকর্ষণীয় কিছু নয়।

 

 

0 awesome comments!
Scroll to Top