0 awesome comments!
ভারতের ৫ গুপ্তস্থান, যেখানে চলে ন্যুড পার্টি
ন্যুড বিচের প্রসঙ্গ উঠলেই, আলোচনায় ঢুকে পড়ে ফ্রান্স, ইতালি, ব্রাজিল বা অস্ট্রেলিয়া। কিন্তু ভারতেও যে ন্যুড বিচ রয়েছে, অনেকেরই তা অজানা। বা কেউ জানলেও তা নিয়ে বিস্তারিত আলোচনায় যান না।
তার একটা কারণ হতে পারে, দেশের আইন অনুযায়ী 'পাবলিক ন্যুড' বৈধ নয়। কেউ তা ভাঙলে, জরিমানা হতে পারে। বিষয়টি আদালত পর্যন্তও গড়াতে পারে। তবে দেশে এমন কিছু বিচ আছে, যেখানে ন্যুড নিয়ে কারও মাথাব্যথা নেই। ন্যুডিস্ট পর্যটকরা সবসময় স্বাগত নীচের এই পাঁচ সৈকতে।
১) অগতি আইল্যান্ড বিচ, লাক্ষাদ্বীপ অগভীর হ্রদ, প্রবাল প্রাচীর আর তাল-নারকেল সারিতে মায়াবী এক পরিবেশ! অনাবৃত বুকে কোন সুন্দরীকে দেখলে, বিস্মিত হবেন না। লাক্ষাদ্বীপের এই সৈকতে এটা স্বাভাবিক চিত্র। এখানে মাঝেমধ্যে পর্যটকের সম্পূর্ণ নগ্ন শরীরও নজরে পড়বে।
২) ওম বিচ, গোকর্ণ এই বিচের গড়নটাই 'ওম'-এর মতো বলে, নাম হয়েছে ওম বিচ। কর্ণাটকের এই বিচে গেলে দেখবেন, প্রায় নগ্ন শরীরে, বিকিনি পরে অনেকেই নিজের মতো করে, আপন খেয়ালে রোদ পোহাচ্ছেন।
৩) প্যারাডাইস বিচ, গোকর্ণ ভারতের ন্যুড বিচের একটি কর্ণাটকের গোকর্ণের এই প্যারাডাইস বিচ। নিরিবিলি এই বিচে অনেকেই আসেন। সকলেই জানেন এই বিচের কথা, কিন্তু চট করে কেউ-ই আপনাকে সেখানে নিয়ে যেতে রাজি হবেন না। নৌকোর মাঝিরাও ওই সৈকতের কাছাকাছি যেতে লজ্জা পান।
৪) মারারি বিচ, কেরালা শরীরের আব্রু নিয়ে যাঁদের কোন রকম মাথাব্যথা নেই, খোলামেলা শরীরে, প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাটাতে চান, কেরালার মারারি বিচ হতে পারে তাঁদের গন্তব্যের সৈকত।
৫) ওজরান বিচ, গোয়া প্রচুর ভিড়ভাট্টা এড়াতেই আড়ালে রয়ে গেছে এই সমুদ্রসৈকত। গোয়ার পরিচিত বিচের মধ্যে নেই ওজরান। যে কারণে এই সৈকতে সবার জন্য পৌঁছনোও সহজ নয়। লোকেলোকারণ্য গোয়ার অন্য সমুদ্র সৈকতের সঙ্গে এই বিচকে কোন ভাবেই মেলাতে পারবেন না। চারপাশের কোলাহল থেকে দূরে, নিরিবিলি, অন্যরকম এক রোমাঞ্চকর পরিবেশ।
তবে, পাবলিক ন্যুড যে অবৈধ তা মাথায় রেখেই চলতে হবে। অন্যের নেত্রপীড়ার কারণ হলে, অবশ্যই জরিমানা হবে।
তার একটা কারণ হতে পারে, দেশের আইন অনুযায়ী 'পাবলিক ন্যুড' বৈধ নয়। কেউ তা ভাঙলে, জরিমানা হতে পারে। বিষয়টি আদালত পর্যন্তও গড়াতে পারে। তবে দেশে এমন কিছু বিচ আছে, যেখানে ন্যুড নিয়ে কারও মাথাব্যথা নেই। ন্যুডিস্ট পর্যটকরা সবসময় স্বাগত নীচের এই পাঁচ সৈকতে।
১) অগতি আইল্যান্ড বিচ, লাক্ষাদ্বীপ অগভীর হ্রদ, প্রবাল প্রাচীর আর তাল-নারকেল সারিতে মায়াবী এক পরিবেশ! অনাবৃত বুকে কোন সুন্দরীকে দেখলে, বিস্মিত হবেন না। লাক্ষাদ্বীপের এই সৈকতে এটা স্বাভাবিক চিত্র। এখানে মাঝেমধ্যে পর্যটকের সম্পূর্ণ নগ্ন শরীরও নজরে পড়বে।
২) ওম বিচ, গোকর্ণ এই বিচের গড়নটাই 'ওম'-এর মতো বলে, নাম হয়েছে ওম বিচ। কর্ণাটকের এই বিচে গেলে দেখবেন, প্রায় নগ্ন শরীরে, বিকিনি পরে অনেকেই নিজের মতো করে, আপন খেয়ালে রোদ পোহাচ্ছেন।
৩) প্যারাডাইস বিচ, গোকর্ণ ভারতের ন্যুড বিচের একটি কর্ণাটকের গোকর্ণের এই প্যারাডাইস বিচ। নিরিবিলি এই বিচে অনেকেই আসেন। সকলেই জানেন এই বিচের কথা, কিন্তু চট করে কেউ-ই আপনাকে সেখানে নিয়ে যেতে রাজি হবেন না। নৌকোর মাঝিরাও ওই সৈকতের কাছাকাছি যেতে লজ্জা পান।
৪) মারারি বিচ, কেরালা শরীরের আব্রু নিয়ে যাঁদের কোন রকম মাথাব্যথা নেই, খোলামেলা শরীরে, প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাটাতে চান, কেরালার মারারি বিচ হতে পারে তাঁদের গন্তব্যের সৈকত।
৫) ওজরান বিচ, গোয়া প্রচুর ভিড়ভাট্টা এড়াতেই আড়ালে রয়ে গেছে এই সমুদ্রসৈকত। গোয়ার পরিচিত বিচের মধ্যে নেই ওজরান। যে কারণে এই সৈকতে সবার জন্য পৌঁছনোও সহজ নয়। লোকেলোকারণ্য গোয়ার অন্য সমুদ্র সৈকতের সঙ্গে এই বিচকে কোন ভাবেই মেলাতে পারবেন না। চারপাশের কোলাহল থেকে দূরে, নিরিবিলি, অন্যরকম এক রোমাঞ্চকর পরিবেশ।
তবে, পাবলিক ন্যুড যে অবৈধ তা মাথায় রেখেই চলতে হবে। অন্যের নেত্রপীড়ার কারণ হলে, অবশ্যই জরিমানা হবে।
Published in
Khobor Tobor