মানুষের মন দিয়ে চলবে গাড়ি!
অভিনব এ গাড়িটি বাজারে এলে আর গাড়ি চালাতে স্টিয়ারিং ধরে বসে থাকার প্রয়োজন হবে না। কারণ গাড়িটি আপনার মনের ভাষা অনুধাবন করে সে অনুযায়ী গন্তব্যে নিয়ে যাবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
চীনের একটি বিশ্ববিদ্যালয় সম্প্রতি মন নিয়ন্ত্রিত গাড়ির প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। সম্প্রতি তারা গাড়িটির পরীক্ষাও চালিয়েছে। এতে গাড়ির স্টিয়ারিং হুইল কিংবা অ্যাক্সিলারেটর ব্যবহার করতে হবে না চালককে।
চীনের তিয়ানজিন রাজ্যের নাকাই ইউনিভার্সিটি এ গাড়িটি উদ্ভাবন করেছে। তারা এ গবেষণায় চীনের গাড়ি নির্মাতা গ্রেট ওয়াল মটরসের সহযোগিতা নিয়েছে।
গাড়িটি চালানোর জন্য চালকের মাথায় একটি হেডসেট ব্যবহার করতে হয়। এতে রয়েছে ১৬টি সেন্সর। ব্যবহারকারীরা তাদের মস্তিষ্কে যে চিন্তা করবেন তার তরঙ্গ অনুধাবন করবে সেন্সরগুলো। এরপর তা যন্ত্রে প্রসেস করে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির দিক পরিবর্তনে ব্যবহার করা হয়।
সংবাদ সংস্থা জানায়, গাড়িটির পরীক্ষামূলক চালনা সম্পন্ন হলো বুধবার। এ সময় গাড়িটিকে মনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে সামনে ও পেছনে চলতে এবং লক ও আনলক করতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটিং অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডুয়ান ফেং বলেন, এ প্রযুক্তিটি বাস্তবে উৎপাদনে আনতে আরো অনেক কাজ করতে হবে। তবে এ প্রযুক্তি প্রচলিত হলে গাড়ি চালাতে অক্ষম ব্যক্তিরাও গাড়ি চালাতে সক্ষম হবে বলে জানিয়েছেন তিনি।