শেষ পর্যন্ত লজ্জা নিবারণ!

Rate this item
(2 votes)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে সম্প্রতি অনুষ্ঠিত শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় নগ্ন ভাস্কর্য। শিল্পকর্মটি সেখানকার নবীন শিক্ষক কনক কুমার পাঠকের। শেষ পর্যন্ত শিল্পকর্মটির লজ্জা নিবারণের জন্য খবরের কাগজ মুড়িয়ে দেওয়া হয়। আর খবরের সঙ্গে দেওয়া ডান পাশের ছবিটি দেশের বাইরের। যাতে পাশ্চাত্য ভাবধারা ফুটিয়ে তোলা হয়েছে।

গত ৪ মার্চ সকালে প্রদর্শনীটির সমাপনী অনুষ্ঠানে শিল্পকর্মটির দিকে তাকিয়ে যে কারোরই হয়তো আমির খানের পিকে ছবির কথা মনে হয়েছিল। এদিকে চারুকলা বিভাগের একজন শিক্ষক জানিয়েছেন, আমাদের সমাজ ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি অন্য দেশের মতো না হওয়ায় শিল্পকর্মটি এভাবে পেপারে মুড়িয়ে রাখতে হয়েছে। অন্যকিছু দিয়ে বা অন্য কোনভাবেই এটা প্রদর্শিত করা যেতো কিস্তু সেটা দেরি হয়ে গেছে। এর কারণ হিসেবে তিনি প্রদর্শনীর ক্যাটলগে শিল্পকর্মটি এভাবেই উপস্থাপন করা হয়েছে বলে জানান।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top