0 awesome comments!
মৃত ব্যক্তির দেহ থেকে পুরুষাঙ্গ প্রতিস্থাপন
যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণে এক সৈন্যের পুরুষাঙ্গের একাংশ উড়ে যায়। এবার অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে ওই জওয়ানের পুরুষাঙ্গ। গোটা বিশ্বে এমন অস্ত্রোপচার এর আগেও হয়েছে। তবে সেটা মাত্র দু'বার। প্রথমবার ২০০৬ সালে চীনে এই অস্ত্রোপচার হয়। সেইবার পুরুষাঙ্গ প্রতিস্থাপন সফল হয়নি। পরে ২০১৪ সালে পুরুষাঙ্গ প্রতিস্থাপনে প্রথম সাফল্য পায় দক্ষিণ আফ্রিকার ডাক্তাররা।
আর আমেরিকাতে এবারই প্রথম। সদ্যমৃত ব্যক্তির দেহ থেকে পুরুষাঙ্গ ওই জওয়ানের দেহে প্রতিস্থাপিত হবে। যদি অস্ত্রোপচার সফল হয়, তবে মূত্রত্যাগে কোনো সমস্যা হবে না। ওই অঙ্গে অনুভূতি ফিরে এলে যৌনসঙ্গমেও থাকবে না কোনো প্রতিবন্ধকতা। আপাতাত চলছে ডোনারের খোঁজ ও মৃতের পরিবারের সম্মতি।
Published in
Khobor Tobor