সন্তান জন্ম দিল ১১ বছরের কিশোরী

Rate this item
(4 votes)

গর্ভপাতের অনুমতি দেয়নি সরকার। সন্তানের জন্ম দিল প্যারাগুয়ের ১১ বছরের ধর্ষিতা কিশোরী। ওই কিশোরীর মায়ের আইনজীবী এলিজাবেথ টোলারেস জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছে ওই কিশোরী। মা ও সন্তান-দুজনেই সুস্থ রয়েছে।

ওই কিশোরীকে তার সৎ বাবা ধর্ষণ করে বলে অভিযোগ। এর ফলেই সে গর্ভবতী হয়ে পড়ে। সৎ বাবকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর মায়ের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ দায়ের করা হয়েছে।

কিশোরীর মা তাঁর মেয়ের গর্ভপাতের অনুমতির আর্জি জানিয়েছিলেন। কিন্তু ওই অনুরোধ খারিজ করে দেয় সরকার। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত অধিকারিকরা। সেই সঙ্গে অনেক মানবাধিকার সংগঠনও সরকারের সমালোচনা করে।

প্যারাগুয়েতে গর্ভপাত নিষিদ্ধ। একমাত্র গর্ভবতীর প্রাণহানির আশঙ্কা থাকলেই গর্ভপাতের অনুমতি পাওয়া যায়। কিন্তু ওই কিশোরীর ক্ষেত্রে এমন আশঙ্কা ছিল না বলে সরকারি স্বাস্থ্য আধিকারিকরা জানিয়ে দেন। এ জন্যই তার গর্ভপাতের অনুমতি দেওয়া হয়নি।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top