তাজমহল বানিয়ে সম্রাট শাহজাহানকে বৃদ্ধের চ্যালেঞ্জ

Rate this item
(1 Vote)

সম্রাট শাহজাহান স্ত্রীর স্মৃতি ধরে রাখতে নির্মাণ করেছিলেন তাজমহল। এবার আরেকটি তাজমহল নির্মাণ করে সম্রাট শাহজাহানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ।

ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরের কসেরকলা গ্রামের বাসিন্দা ফৈজুল হাসান কাদরি পেশায় ছিলেন পোস্টমাস্টার। স্ত্রী বেগম তজমুলিকে বড্ড ভালোবাসতেন নিঃসন্তান ফৈজুল। ২০১১ সালের ডিসেম্বরে মৃত্যু হয় তজমুলি বেগমের। মৃত্যুর সময় স্ত্রীকে কথা দেন যে, তার স্মৃতিতে তিনি বানাবেন ছোট একটি তাজমহল।

২০১২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ফৈজুল বানাতে শুরু করেছেন 'তাজমহল'। স্মৃতিসৌধ তৈরির আগে কারিগরদের ঘুরিয়ে এনেছেন আগ্রার আসল তাজমহলে। তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন নকশা। নিজের জমি বিক্রি করলেন, বিক্রি করলেন স্ত্রীর গয়না। আর প্রভিডেন্ট ফান্ড থেকে মোট ১১ লাখ টাকা জোগাড় করেছেন ফৈজুল। নির্মাণ করলেন 'ছোট তাজমহল'। ভবিষ্যতে এটি রাজ্যের একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top