সাপের সঙ্গে সেলফি তোলার জরিমানা দেড় লাখ ডলার
সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কামড় খেয়ে চিকিৎসাব্যয় বাবদ যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে দেড় লাখ ডলারের খেসারত গুনতে হচ্ছে। দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ডিয়াগো শহরের ওই ব্যক্তির নাম ফসলার। খবর এনডিটিভির
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে র্যাটল সাপের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন ফসলার নামের ওই ব্যক্তি। ঝোপের ভেতর থেকে সাপটিকে টেনে বের করে সেলফি তোলার জন্য তার সঙ্গে পোজ দিচ্ছেলেন ফসলার। এসময় বিরক্ত হয়ে সাপটি তার বাহুতে কামড়ে দেয়। আর এখন চিকিত্সার জন্য তাকে হাসপাতালের এক লাখ ৫৩ হাজার ১৬১ ডলার গুণতে হচ্ছে! কারণ তার চিকিৎসা করতে গিয়ে দুটি হাসপাতাল তাদের সব বিষবিরোধী ওষুধ ব্যবহার করেছে। অার এতেই এত বিল হয়েছে।
তবে ফসলারের চিকিৎসা বীমা রয়েছে। ফলে সংশ্লিষ্ট কোম্পানিটি এখন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করছে। ফসলার বলেন, 'কামড় খাওয়ার পর আমার সারা শরীর কাঁপছিল। আমার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমার জিহ্বা আমার মুখ থেকে বেরিয়ে আসছিল, চোখগুলো যেন সঙ্গে থাকছিল না।'
ফসলারের নিজের একটি পোষা র্যাটল সাপ ছিল। কিন্তু আক্রমণের শিকার হওয়ার পর সেটিকে তিনি জঙ্গলে ছেড়ে দিয়েছেন।