টাকার গন্ধে কোমা থেকে জাগলেন রোগী

Rate this item
(2 votes)

এক বছর ধরে হাসপাতালের বিছানায় কোমায় আচ্ছন্ন রোগীর জ্ঞান ফিরেছে টাকাটর গন্ধে। চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে চীনের শেনঝেনের একটি হাসপাতালে।

জিয়াও লি কোমায় যাওয়ার আগে সাইবার ক্যাফেতে বসে ব্যবসার নানা পরিকল্পনা নিয়ে প্রায় এক সপ্তাহ থেকে গবেষণা করছিলেন তিনি। এই সময়টুকু পুরোপুরি নির্ঘুম কাটান। ২০১৩ সালের আগস্ট মাসে কোমায় চলে যান তিনি। এরপর চীনের শেনঝেনের একটি হাসপাতালে এক বছরের বেশি সময় ধরে কোমায় থাকেন লি।

লি'র ইচ্ছা ছিল অনেক টাকা উপার্জন করবে। হাসপাতালের এক নার্স এটা শুনে কয়েকটি ব্যাঙ্ক নোট কোমায় আচ্ছন্ন লি'র নাকের কাছে ধরেন। আর তাতেই জেগে ওঠেন লি। হাসপাতালের ডাক্তার লিউ তাং জানিয়েছেন, 'আমরা লি'র পরিবারকে জিজ্ঞাসা করি নির্দিষ্ট কোন জিনিসের পিছনে প্রায় পাগল ছিল লি? আমরা শুনলাম টাকার জন্য লি অস্থির থাকতো। স্রেফ পরীক্ষামূলক একটা ১০০ ইউয়ানের নোট তার নাকের কাছে ধরা হয়, আর তাতেই লি'র হাতে আঙুল নড়ে ওঠে। যেন নোটটা নেয়ার চেষ্টা করছিল লি। এরপর চোখের পাতাও কাঁপতে শুরু করে তার।'

তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না লিকে। পুরোপুরি সুস্থ হতে বেশ অনেকটা সময় লাগবে তার।

0 awesome comments!
Scroll to Top