গুডবাই বিন্দু

Rate this item
(1 Vote)
অভিনেত্রী যেন বিন্দু পরপর তিনটি ছবি করার পর গুডবাই জানালেন সিনেমাকে- নিজেই এমনটি জানালেন সম্প্রতি। বিন্দু বলেন, ‘আমি নাটকের মানুষ। আমি আগে টেলিভিশনে ব্যস্ত ছিলাম। আর এখনো সেদিকেই মনোযোগ দিতে চাই। এখন আর সিনেমা করতে ভালো লাগছে না।

তাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমাতে আর অভিনয় করবো না।’ কিন্তু সিনেমার নায়িকা হওয়ার বাসনা নিয়েই শোবিজ অঙ্গনে এসেছিলেন। লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে ‘দারুচিনি দ্বীপ’ ছবির নায়িকা হতে এসে প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন বিন্দু। এরপর সবার কাছেই বিন্দু বলেছেন তার স্বপ্ন হচ্ছে সিনেমায় প্রতিষ্ঠা পাওয়া।

তবে কথা হলো তার যদি সিনেমায় অভিনয় করতে ভালো না লেগেই থাকে তাহলে তিনি পত্রিকায় তার স্বপ্নের কথা বলবেনই বা কেন। আবার চারটি সিনেমায় অভিনয়ইবা করবেন কেন? তবে কি তিনি একবার না পারলে দেখ শতবার কথায় বিশ্বাসী হয়ে এগুচ্ছিলেন। কিন্তু সেটাও যেন কাল হলো।

অনেকেরই ধারনা হতাশা থেকেই এমন সিদ্ধন্ত নিয়েছেন বিন্দু। ‘দারুচিনি দ্বীপ’-র পর পিরিতের ‘আগুন জ্বলে দ্বিগুন’ ছবির মাধ্যমে অনেক শখ করে সম্পূর্ণ বাণিজ্যিক ধারার সিনেমাতে নাম লেখান তিনি। ছবিতে কিছুটা খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনায়ও আসেন। কিন্তু সিনেমাটি পুরোপুরি ফ্লপ হলে আমাহত হন বিন্দু।

এরপর নতুন আশা নিয়ে অভিনয় করেন জাগো সিনেমায়। এখানে গুরুত্বহীন চরিত্রে অভিনয় করে সমালোচনায় পড়তে হয় তাকে। তারপরেও হাল ছাড়েন না তিনি। শুরু করেন সোহেল আরমান পরিচালিত প্রথম সিনেমা এই তো প্রেমতে ছবির কাজ। সিনেমাটিতে বিন্দু এক হিন্দু পুরোহিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমাটির ৬০ভাগ কাজ শেষ হলেও বর্তমানে ছবিটির নির্মাণ কাজ অনিশ্চিত হয়ে পড়ায় সিনেমার প্রতি এক ধরনের অনীহা চলে আসে। আর এ কারনেই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তিনি।
0 awesome comments!

বাংলাটেইনমেন্ট সর্বাধিক পঠিত

Scroll to Top