ধোনির নাম শুনলেই ক্ষোভে ফেটে পড়েন তিনি

Rate this item
(2 votes)

ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম শুনলেই ক্ষোভে ফেটে পড়েন দক্ষিণী নায়িকা রাই লক্ষ্মী। আর ক্ষোভ থাকবেই না বা কেন! ধোনির সঙ্গেই তো বহুদিন প্রেমে মজেছিলেন রাই। ২০০৯ সালে রীতিমতো চর্চায় থাকত ধোনির সঙ্গে রাই লক্ষ্মীর সম্পর্ক। সেই সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক আগেই। এম এস ধোনির ঘরে এখন সাক্ষীর পদচারণা। এমনকী, ধোনি-সাক্ষীর সংসার আলো করে এসেছে তাদের মেয়ে। ধোনির সঙ্গে প্রেমের সেই সম্পর্ক আর স্মরণ করতে চান না রাই।

কারণ, ধোনির সঙ্গে তার সম্পর্ক কাঁটায় ভরা ছিল বলে বিশ্বাস করতে চান তিনি। ধোনির পরে একাধিক প্রেমের সম্পর্ক হয়েছে রাই-এর। তার প্রশ্ন, মিডিয়া তা নিয়ে কিছু প্রশ্ন করতে চায় না কেন। সব সময়েই তার আর ধোনির সম্পর্কের উপরে প্রশ্ন। এতেই বিরক্ত তিনি।

0 awesome comments!
Scroll to Top