ছোট পর্দার পূর্ণিমা
বড় পর্দার পূর্ণিমা এবার ঈদে ছোট পর্দার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। কিন্তু পূর্ণিমার ভাষায়, ‘অন্য বছর আরও ব্যস্ত থাকি। কারণ, চার-পাঁচটি কাজ করা হয়, এবার করেছি তিনটি।’
এ বছর ঈদের কাজগুলোর মধ্যে পূর্ণিমা দারুণ মুগ্ধ হুমায়ূন আহমেদের লেখা যদি ভালো না লাগে তো দিও না মন টেলিছবিতে কাজ করে। পরিচালনা করেছেন রায়হান খান। পূর্ণিমা বললেন, ‘আমার খুব ভালো লাগছে। কারণ, আমাকে মাথায় রেখে স্যার এই টেলিছবিটি লিখেছিলেন। আমি শুনে তো অবাক! চ্যানেল আই থেকে নাকি স্যারকে আগেই জানানো হয়েছিল, এই টেলিছবিতে অভিনয় করব আমি। লেখা শেষ হওয়ার পর তিনি ইবনে হাসানকে (পরিচালক, বিপণন) ফোন করে বলেছিলেন, “মেয়েটিকে বলো, ওর ইংরেজি উচ্চারণগুলো যেন স্পষ্ট হয়। আর আমাকে কাজটা দেখানোর চেষ্টা করো।” আমি স্যারের কথা রাখার চেষ্টা করেছি।’
এই টেলিছবির শুটিং হয়েছে সুইজারল্যান্ডে। পূর্ণিমার কষ্ট, হুমায়ূন আহমেদকে শেষবারের মতো দেখতে পারেননি তিনি। আর এই কাজটিও দেখে যেতে পারলেন না হুমায়ূন আহমেদ।
পূর্ণিমা জানান, তাঁর অন্য দুটি কাজ হলো, ইশতিয়াক আহমেদের গল্পটা যেন কেমন এবং এস এ হক অলীকের বাসবই ভালো।