সেরা অভিনেতা ফেরদৌস-চঞ্চল

Rate this item
(1 Vote)

২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার চূড়ান্ত করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেকোনো সময় পুরস্কারের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে। ওই সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন—

সেরা অভিনেতা যৌথভাবে ফেরদৌস (গঙ্গাযাত্রা) ও চঞ্চল চৌধুরী (মনপুরা)।
সেরা অভিনেত্রী পপি (গঙ্গাযাত্রা)।

সেরা পার্শ্বচরিত্রে অভিনেতা শহিদুল আলম সাচ্চু (বৃত্তের বাইরে)।
সেরা পার্শ্বচরিত্রে অভিনেত্রী নিপুণ (চাঁদের মতো বউ)।
সেরা খলচরিত্রে অভিনেতা মামুনুর রশীদ (মনপুরা)।
সেরা কৌতুক অভিনেতা এ টি এম শামসুজ্জামান (মন বসে না পড়ার টেবিলে)।

সেরা পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড (গঙ্গাযাত্রা)।
সেরা ছবি মনপুরা (অঞ্জন চৌধুরী—মাছরাঙা)।
সেরা সংগীতপরিচালক আলম খান (এবাদত)।
সেরা সুরকার কুমার বিশ্বজিৎ (স্বামী-স্ত্রীর ওয়াদা)।
সেরা নৃত্যপরিচালক তানজিল (আমার প্রাণের প্রিয়া)।
সেরা শিশুশিল্পী সৈয়দা অহিদা সাবরিনা (গঙ্গাযাত্রা)।

বিশেষ শাখায় শিশুশিল্পী জারকান (প্রিয়তমেষু)।
সেরা কাহিনিকার সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড (গঙ্গাযাত্রা)।
সেরা চিত্রনাট্যকার গিয়াসউদ্দিন সেলিম (মনপুরা)।
সেরা সংলাপ রচয়িতা মুজতবা সউদ (চাঁদের মতো বউ)।
সেরা পুরুষ সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ (স্বামী-স্ত্রীর ওয়াদা)।
সেরা নারী সংগীতশিল্পী যৌথভাবে চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি (মনপুরা)।
সেরা গীতিকার কবির বকুল (স্বামী-স্ত্রীর ওয়াদা)।
সেরা চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (বৃত্তের বাইরে)।
সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ (বৃত্তের বাইরে)।
সেরা সম্পাদনা জুনায়েদ হালিম (বৃত্তের বাইরে)।
সেরা শিল্পনির্দেশক কলন্তর (গঙ্গাযাত্রা)।
সেরা মেকআপম্যান খলিলুর রহমান (গঙ্গাযাত্রা)।
সেরা পোশাক ও সাজসজ্জা দিলীপ সিং (গঙ্গাযাত্রা)।


এর বাইরে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হবে। জুরি বোর্ডের বিচারে এবারের আজীবন সম্মাননা পাচ্ছেন সুলতানা জামান। স্মারক সম্মাননার সঙ্গে তিনি পাবেন এক লাখ টাকার সম্মানী। শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য প্রযোজক পাবেন ৫০ হাজার টাকার সম্মানী। এবং অন্য বিজয়ীরা পাবেন ৩০ হাজার টাকার সম্মানী। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমানের নেতৃত্বে এবারের জুরি বোর্ডে ছিলেন সুরথ কুমার সরকার, সুলতানুল ইসলাম চৌধুরী, কামরুন্নাহার, সুবর্ণা মুস্তাফা, ফারুক, আলমগীর, আবদুল লতিফ বাচ্চু, আজিজুর রহমান, সাদি মহম্মদ ও আলম খান।

0 awesome comments!

বাংলাটেইনমেন্ট সর্বাধিক পঠিত

Scroll to Top