0 awesome comments!
হাসিনের ১২.১২.১২
২০১২ সালের ১২ ডিসেম্বর দিনটি এক ইতিহাস হতে যাচ্ছে। এ দিনটি নিয়ে বিশ্ববাসির আগ্রহরও কমতি নেই। এরই মধ্যে এ দিনটিকে নিয়ে নানা পরিকল্পনা শুরু হয়েছে।
গায়ক হাবিব এরই মধ্যে জানিয়েছেন তিনি তার নতুন অ্যালবাম ‘স্বাধীন’ ১২.১২.১২ তারিখে বাজারে ছাড়বেন। jahanঅন্য দিকে ‘১২.১২.১২’ নামে একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন ভিট মডেল ও অভিনেত্রী হাসিন। এ নাটকে তিনি আনিসুর রহমান মিলনের সঙ্গে প্রথমবারের মত অভিনয় করবেন।
অনন্য মামুনের রচনায় নাটকটি পরিচালনা করছেন জিয়াউদ্দিন আলম। ১২ নভেম্বর থেকে ভালুকায় এ নাটকের শুটিং শুরু হবে। হাসিন জানান, ‘আমি বর্তমনে নাটকে অভিনয় খুব একটা করিনা। সংসার নিয়েই ব্যস্ত আছি। তারপরও এ গল্পটি আমার কাছে ভালো লেগেছে। তাই কাজটি করছি। আর নাটকটি দিয়ে ১২.১২.১২ বিষয়টিকেও সেলিব্রেট করা যাবে’।
Published in
Banglatainment