আমি বাংলাদেশেরই মেয়ে

Rate this item
(2 votes)

শ্রাবন্তী। অভিনেত্রী। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র 'শিকারী'র মহরত অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী। ঢাকা সফর ও অভিনয় নিয়ে কথা বলেছেন তিনি

 

শুনেছি, আপনার পূর্বপুরুষের ভিটা এ দেশে?
হ্যাঁ। ঠিকই শুনেছেন। আমার দাদু ও নানুর বাড়ি বরিশাল। সে হিসেবে আমি বাংলাদেশেরই মেয়ে। পরিবারের কাছ থেকে বাংলাদেশের অনেক গল্প শুনেছি। তাই এখানে আসার ইচ্ছে অনেক দিনের। তবে এবার সময় সংকটের কারণে দাদু বাড়ি ঘুরে যেতে পারব না। এই ভেবে মন কিছুটা খারাপ। তবে পরের বার আর মিস করব না। 

তাহলে এত দেরিতে কেন এলেন?
নানাভাবে সুযোগ খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। পরিবার, বন্ধু বা নিজ উদ্যোগে আসার সুযোগটাও ছিল না। যখন এদেশের ছবিতে অভিনয় করার প্রস্তাব পেলাম, তখন আর দেরি করিনি। 

বাংলাদেশে এসে কেমন লাগছে?

উত্তরটা এক কথায় দেওয়া সম্ভব নয়। কারণ এদেশের মানুষ সম্পর্কে অনেক দিন থেকে শুনে আসছি। এদেশে আসা ও এখানকার মানুষের সঙ্গে কিছু সময় কাটানোর ইচ্ছে অনেক দিনের। বাংলাদেশে পা রাখার পর অন্য রকম লাগছিল। এয়ারপোর্টের চারপাশ, রাস্তাঘাট, আশপাশের মানুষ সব ভালোভাবে দেখছিলাম। বাংলাদেশ সম্পর্কে শোনা কথার সঙ্গে দেখার মিল খুঁজে পেলাম। অনেক সুন্দর, এদেশের মানুষ খুব ভালো। 

ঢাকায় এসে বাড়ির খাবার খেতে চেয়েছেন?
হ্যাঁ। এদেশের খাবারের অনেক প্রশংসা শুনেছি। কিন্তু কখনও পরখ করা হয়নি। তাই আসার পর, এদেশের ইলিশ খাওয়ার কথা বলেছি। তা ছাড়া হোটেলের খাবারের চেয়ে বাসার খাবার খেতে পছন্দ করি। আমি নিজেও ভালো রাঁধতে জানি। 

'শিকারী' ছবিতে আপনার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। তার অভিনীত কোনো ছবি কি দেখেছেন?
আমি শুনেছি, নায়ক শাকিব খান নাকি এখানকার কিং! তার অভিনীত ছবি দেখা হয়নি। কিন্তু ইউটিউবে তার অনেক গান ও সিনেমার দৃশ্য দেখেছি। 

বাংলাদেশের কোনো শিল্পীর সঙ্গে কাজ করেছেন?
এখানকার ফেরদৌসের সঙ্গে কলকাতায় মাঝেমধ্যেই দেখা হয়। তার সঙ্গে 'ফাইটার'-এ কাজও করেছি। 

'শিকারী' নিয়ে আপনি কতটুকু আশাবাদী?
দুই বাংলার যৌথ প্রযোজনার 'শিকারী'র গল্প, অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজনা প্রতিষ্ঠান_ সব মিলিয়ে শতভাগ আশাবাদী। অন্যদিকে, এদেশে আমার জনপ্রিয়তাও কম নয়। আমি জানি, এদেশের মানুষ আমার অভিনীত ছবি দেখেন।

আপনি কীভাবে জানেন, এদেশের দর্শক আপনার অভিনীত ছবি দেখেন?
এই ইন্টারনেটের যুগে সব জানা সম্ভব। ফেসবুকে আমার অনেক বাংলাদেশি ভক্ত রয়েছেন, যারা আমাকে এদেশ সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন। তাদের মাধ্যমেই জেনেছি, আমি কতটুকু জনপ্রিয়। 

এ বার একটু কাজের কথায় ফিরি। 'গয়নার বাক্স', 'বুনো হাঁস'- এত প্রশংসিত হওয়া সত্ত্বেও অন্য ধারার ছবি আর করছেন না কেন?
কে বলেছে করছি না? করছি তো। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'ধূমকেতু' করছি। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে। আমি আসলে সব ধরনের ছবি করতে চাই। মসালাদার চলচ্চিত্রও দারুণ লাগে।

 

0 awesome comments!
Scroll to Top