সুহানার বলিউডে আত্মপ্রকাশ নিয়ে মুখ খুললেন শাহরুখ

Rate this item
(2 votes)
মেয়ে সুহানা খানকে নিয়ে এবার সরাসরি মুখ খুললেন শাহরুখ খান। এর আগে বহুবার সন্তানদের ব্যক্তিগত জীবনে সংবাদমাধ্যমের 'অযাচিত অনুপ্রবেশ' নিয়ে আপত্তি করতে দেখা গিয়েছে তাকে।

তবে সুহানার বলিউডে আত্মপ্রকাশ নিয়ে সরাসরি মুখ খুললেন তিনি।
সম্প্রতি লাগাতার শিরোনামে থাকা সুহানা নিয়ে বাবা শাহরুখ বলেন, "আমি পরম্পরা ব্যাপারটায় বিশ্বাস করি না। আমার সন্তানরা জীবনে যা হতে চায়, সেটা হলেই আমি খুশি হব। ওরা অভিনেতা না হলেও আমি ওদের একই রকম ভালবাসব। "

বলিউড বাদশা আরও বলেন, "আমার বাবা কখনও অভিনয় করেননি। কিন্তু আমি অভিনয় জগতে এসেছি। তার মানে আমার সন্তানদেরও ফিল্ম দুনিয়ায় আসতেই হবে তার কোনও মানে নেই। যেখানে আমার অভিভাবকরা আমাকে কখনও ফিল্মি দুনিয়ায় আসার কথা বলেনি, তাহলে আমি কেন সেই কথা আমার সন্তানদের বলব?"

সম্প্রতি বলিউড রিপোর্টারদের কড়া নজরে রয়েছেন সুহানা। বাবাকে লুকিয়েই সুহানা ছবির অডিশান দিয়েছেন বলে খবর প্রকাশিত হয় পেজ থ্রিতে।

তবে শাহরুখ বরাবরই চেয়েছেন তার সন্তানরা পড়াশোনা শেষ করেই অভিনয়ে আসুক। সেই অবস্থান থেকে এক চুল না সরেই শাহরুখ জানালেন নিজের মনের কথা।
0 awesome comments!
Scroll to Top