দাগ নিয়ে ব্যস্ত মীম

Rate this item
(2 votes)

আমার আছে জল’ ছবিটি দেখে অনেকেরই হয়তো মনে হয়েছিল দিলশাদ চরিত্রটি যেন বিদ্যা সিনহা মিমের জন্যই তৈরি করা হয়েছে। তার সাবলীল অভিনয়ের মুগ্ধতা গ্রাস করে ভক্তদের। তবে সেখানে অভিনয়ের পর কেউ ধারণাও করে বসেন বাণিজ্যিক সিনেমায় মানিয়ে যাওয়ার মতো মেয়ে হয়তো নন তিনি। কিন্তু একের। সম্প্রতি মুক্তি পাওয়া ‘সুইটহার্ট’ তো বটেই, হাতে থাকা কাজগুলোও এরই প্রমাণ।

তারেক শিকদারের সিনেমা দাগের শুটিং চলছে। এ নিয়েই মূলত ব্যস্ততা। এ সিনেমায় আমার বিপরীতে আছেন বাপ্পি। এখানে আমি একজন চিত্রশিল্পী। আমার আঁকা ছবি দেখে বাপ্পি আমার প্রেমে পড়ে। কিন্তু সে আমাকে খুঁজে পায় না সহজে। এমন গল্প নিয়ে দাগ। সিলেটেই অধিকাংশ শুটিং হবে। তবে কিছু গানের দৃশ্য ধারণের জন্য ঢাকা কিংবা এর বাইরে কোথাও যাওয়া হতে পারে। সুইটহার্টের প্রতিক্রিয়া আমি সিলেটে থাকাকালীনই ১৯ ফেব্রুয়ারি সিলেটে মুক্তি পেয়েছে সুইটহার্ট। যেদিন মুক্তি পেয়েছে, সেদিনই সিলেটের বিভিন্ন হলে সন্ধ্যা ৬টা ও রাত ৯টার শো হাউজফুল। সিনেমাটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছি। আমি যেমনটা আশা করেছিলাম, তেমনটাই যেন হয়েছে।

ভালোবাসা দিবসের দুদিন আগে মুক্তি পেয়েছে এটি। এরই মধ্যে বিভিন্ন হলে ঘুরে দেখেছি সিনেমাটি। হলভর্তি মানুষ চোখে পড়েছে। এছাড়া অনেক হল কর্তৃপক্ষ জানিয়েছে সপ্তাহান্তে সিনেমার কাটতি ভালো। সব শো হাউজফুল হয়েছে। দর্শক ভালোভাবে নিয়েছে, এটাই তো আমি চেয়েছিলাম। আমার ভক্তরা এ সিনেমায় আমার অভিনয়ের প্রশংসা করেছে। ‘ব্ল্যাক’-এর ভুলগুলো ব্ল্যাক দিয়ে মূলত আমার বাণিজ্যিক ঘরানার সিনেমায় আসা। এর পরের সিনেমা সুইটহার্ট। ব্ল্যাকে অভিনয় করে আমার মনে হয়েছে এটা ভালো হয়েছে। সেখানে আমার অভিনয়ের কোনো ভুল চোখে পড়েনি। ব্ল্যাক ও সুইটহার্ট— দুটি দুই ধরনের গল্প। ব্ল্যাক মুক্তির আগেও আমি আশাবাদী ছিলাম। পাইরেসি না হলে সেটাও ব্যবসাসফল সিনেমা হতে পারত। অন্যদিকে সপ্তাহ পেরিয়ে সুইটহার্ট দর্শকের হূদয় ছুঁয়ে যাওয়ায় আমি আনন্দিত।

এখানে আমরা সবাই বাংলাদেশী অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছি বলেই হয়তো ভালো লাগাটা আরো কয়েক ধাপ বেশি। বড় পর্দায় রিয়াজের সঙ্গে এই প্রথম… রিয়াজ ভাই অসাধারণ অভিনয় করেন। তার সঙ্গে সিনেমায় আমার প্রথম কাজ হলেও নাটকে আমরা একসঙ্গে কাজ করেছি। রিয়াজ ভাইয়ের সিনেমার দর্শক অনেক। তার জনপ্রিয়তার কাছে আমরা আসলে মলিন। চেয়েছি দর্শক যাতে সুইটহার্ট দেখতে এসে তার সঙ্গে আমাদেরকেও একটু দেখে যায়। ছোট পর্দায় আবার কবে ছোট পর্দা ছেড়ে দিইনি।

আবার শুরু করব নাটক, টিভিসির কাজ কিন্তু আগে হাতে থাকা কাজগুলো গুছিয়ে নিই।টি চরিত্রে পাবে। এ ছবিতে আমি ভাল অভিনয়ের চেষ্টা করেছি।

অন্যদিকে, জায়েদ খান বলেন, ছবিটির কাজ শেষ পর্যায়ে। খুব শীঘ্রই এটি প্রেক্ষাগৃহে উঠবে বলে আশা রাখছি। ত্রিভুজ প্রেমের এই ছবিতে দর্শকদের আনন্দ দেওয়ার মতো সব উপাদানই রয়েছে। 

0 awesome comments!
Scroll to Top