২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে থাকছে বাংলাদেশ!

Rate this item
(1 Vote)
২০২৩ ওয়ানডে ব্শ্বিকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ভারতের সঙ্গে যৌথভাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও। বেসরকারি টেলিভিশন চ্যানেল কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন সম্ভাবনার কথা জানিয়েছেন। ভারত শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ২০১১ বিশ্বকাপ সফলভাবে আয়োজন, এছাড়া ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন এবং এ বছর জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। ৬ বছরের মধ্যে তিনটি বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ আয়োজক দেশ হিসেবে সফলতা ও স্বার্থকতা দেখাতে পেরেছে বলে মনে করেন আইসিসির প্রধান নির্বাহী। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটি ভারতের সঙ্গে বাংলাদেশের মাটিতেও অনুষ্ঠিত হতে পারে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেননি ডেভ রিচার্ডসন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। আর ২০২৩ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশও যৌথ ভাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা আছে, আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কথায় এমন ইঙ্গিতই মিলল।
0 awesome comments!

বাংলাটেইনমেন্ট সর্বাধিক পঠিত

Scroll to Top