বিদেশে গিয়ে লুঙ্গি ডান্স শেখালেন শাহরুখ

Rate this item
(2 votes)
কিং খান, বলিউডের ‘বাদশা’ তিনি। ছবির পর্দায় প্রযোজকদের কথা মতো নাচানাচি করলেও, এবার তিনি খবরের শিরোনামে এসেছেন এক প্রযোজককে নাচের স্টেপ শিখিয়ে। ব্রেট র‌্যাটনার। হলিউডের নামী প্রযোজক তো বটেই, তাঁর ঝুলিতে রয়েছে ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ ও ‘রাশ আওয়ার’-এর মতো ব্লকবাস্টার অ্যাকশান প্যাক্‌ড ছবিও।

বলিউড বাদশা শাহরুখ খান, সেই ব্রেট র‌্যাটনারকেই এবার ‘লুঙ্গি ডান্স’-এর স্টেপ শেখালেন। তাও আবার ভরা সভাগৃহে, স্টেজের উপরে। কিন্তু শিক্ষকের ক্যারিশমা এতটাই যে, ছাত্র ব্রেট খুব সহজেই তা শিখে ফেলেন।

গত শুক্রবার, স্যান ফ্রানসিস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৬০তম অনুষ্ঠান উদ্‌যাপিত হয়। সেখানেই শাহরুখ খানকে সম্মান প্রদান করা হয়। এবং সামনা-সামনি কথোপকথনের এক ফাঁকে ব্রেট র‌্যাটনারকে নাচ শেখাতে উদ্যত হন শাহরুখ।

শাহরুখের সঙ্গে কথা বলে অভিভূত হলিউড প্রযোজক-পরিচালক ব্রেট র‌্যাটনার এমন কথাও বলেন যে, হলিউডের জ্যাকি চ্যান, দ্যা রক, টম হ্যাঙ্কস ও টম ক্রুজের সম্মিলিত রূপ হলেন শাহরুখ খান।
0 awesome comments!
Scroll to Top