ভারতের উচিত বাংলাদেশকে ধন্যবাদ দেয়া

Rate this item
(1 Vote)
ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে ১ রানে বাংলাদেশের হার যেন ভারতকে এনে দিয়েছে বিশ্বকাপ জয়ের সুযোগ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারত আজ সেমিফাইনালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সুপার টেনে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পায় টিম ইন্ডিয়া। তবে কঠিন প্রতিপক্ষ হয়ে ভারতের সামনে দাঁড়ায় বাংলাদেশ।

ওই ম্যাচের পুরো সময়টা আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। বোলিং, ফিল্ডিং ব্যাটিং সব দিকেই ছিল নজরকাড়া পারফর্ম্যান্স। তবে শেষ ওভারের শেষ ৩ বলে যেন বাংলাদেশের ভারত বধের স্বপ্ন শেষ হয়ে যায়। ৩ বলে ২ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। তবে শেষ ৩ বলে একটি রান আউট এবং দুইটি ক্যাচসহ মোট তিন উইকেটের পতন ঘটে। ভারত ১ রানে জয় পায়।

পরের ম্যাচে অজিদের হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় ভারত। ভারত যদি বাংলাদেশের সঙ্গে ওই ম্যাচে হেরে যেত তাহলে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে দর্শক হয়ে সেমিফাইনাল দেখতে হতো। আর এ কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানাতে বললেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তার মতে, বাংলাদেশ এবং বিরাট কোহলির সুবাদে ভারত আজ সেমিফাইনালে। তাই ভারতের উচিত বাংলাদেশ এবং কোহিলকে সম্মান জানানো। ব্রিটেনের 'ডেইলি মেইলে' কপিল লিখেছেন, ভারতের উচিত বাংলাদেশ এবং কোহলিকে ধন্যবাদ জানানো।

বাংলাদেশ এবং কোহলির কারণে ভারত আজ সেমিফাইনাল খেলছে। বাংলাদেশ-ভারত ম্যাচের কথা উল্লেখ করে কপিল লিখেছেন, এ ধরনের ম্যাচে ১০টার মধ্যে ৯টা দলই জিতবে। তবে বাংলাদেশ জিততে পারেনি। ভারত কোনোরকমে হলেও দুর্দান্ত জয় পেয়েছিল। কপিল দেব লেখেন, টি২০ বিশ্বকাপে ১৭, ১৮ এবং ১৯তম ওভার খুবই গুরুত্বপূর্ণ।

যেটা ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে বুঝতে পেরেছিল। কেনন ওই ওভারগুলোতেই দারুণ ভাবে রান তাড়া করে সফলতা পায় টিম ইন্ডিয়া। কপিলের লেখায় প্রথম ৬ ওভারের গুরুত্বও উঠে এসেছে। প্রথম ছয় ওভারে যদি উইকেট হাতে রেখে খেলা যায় তাহলে শেষ চার ওভার হয়ে ওঠে আরো গুরুত্বপূর্ণ। কেননা, তখন বেশি করে রান তোলা যায়।
0 awesome comments!
Scroll to Top