0 awesome comments!
ন্যান্সি ও অনুপম
‘আমাকে আমার মতো থাকতে দাও’ শীর্ষক ‘অটোগ্রাফ’ ছবির এ গানটি দিয়ে কলকাতায় এখন ভীষণ জনপ্রিয় অনুপম। এবার এ গায়ক, সুরকার ও গীতিকার গান গাইলেন ঢাকার চলচ্চিত্রে। রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রের টাইটেল গানে কণ্ঠ দিলেন তিনি। তাঁর সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। ‘তোমারে কীভাবে দিন কাটে, তোমার কোন স্বপ্নে ঘুম ভাঙে/এভাবেই ফিরে আসা যায়, যদি ভালোবাসা যায়’—গানটি লিখেছেন ও সুর করেছেন অনুপম নিজেই।
জানা গেছে, সম্প্রতি কলকাতায় গানটিতে ভয়েস দেন অনুপম। এরপর তিনি ট্র্যাকটি পাঠালে ঢাকার পিওর সাউন্ড স্টুডিওতে ন্যান্সির কণ্ঠ ধারণ করা হয়।
এ প্রসঙ্গে ন্যান্সি প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটি চোরাবালি ছবির শিরোনাম সংগীত। অন্য রকম একটি গান। আসলে গানটির মধ্য দিয়ে চোরাবালি চলচ্চিত্রের আবহটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মিলাবেন ইন্দ্রনীল ও জয়া আহসান।
উল্লেখ্য, চোরাবালি রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র।
জানা গেছে, সম্প্রতি কলকাতায় গানটিতে ভয়েস দেন অনুপম। এরপর তিনি ট্র্যাকটি পাঠালে ঢাকার পিওর সাউন্ড স্টুডিওতে ন্যান্সির কণ্ঠ ধারণ করা হয়।
এ প্রসঙ্গে ন্যান্সি প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটি চোরাবালি ছবির শিরোনাম সংগীত। অন্য রকম একটি গান। আসলে গানটির মধ্য দিয়ে চোরাবালি চলচ্চিত্রের আবহটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মিলাবেন ইন্দ্রনীল ও জয়া আহসান।
উল্লেখ্য, চোরাবালি রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র।
Published in
Banglatainment