সারিকার নির্ঘুম রাত
নাটকের শুটিংয়ের জন্য তিন রাত নির্ঘুম পার করলেন অভিনয়শিল্পী সারিকা। আফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘গল্পটা এক রাতের অথবা অনাগত অনেক রাতের’। সম্প্রতি বনানী, উত্তরা ও মিরপুরের বিভিন্ন স্থানে এই নাটকের শুটিং হয়েছে।
সারিকা বলেন, ‘কয়েক মাস আগে “ছেলেটি আমাকে বাঁচিয়েছিল” শিরোনামের একটি টেলিছবির জন্য আমাকে টানা পাঁচ রাত শুটিং করতে হয়েছে। ওই টেলিছবির গল্পটা ছিল বেশ চমত্কার। এবারের নাটকটির গল্পটাও বেশ সুন্দর। অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে রাত জেগে শুটিংয়ের ফাঁকে আমরা অনেক মজাও করেছি।’
শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে সারিকা বলেন, ‘তিন রাত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শুটিং করেছি। আর দিনের বেলা ঘুমিয়েছি। নাটকটি আমার অভিনয়জীবনের নতুন অভিজ্ঞতা। কাজটি করে আমি মুগ্ধ।’
‘গল্পটা এক রাতের অথবা অনাগত অনেক রাতের’ নাটকে সারিকা অভিনয় করেছেন সজলের বিপরীতে।