Rashifall (7)
কেমন যাবে আপনার ২০২০
মেষ
এ রাশির জাতকের পক্ষে বর্তমান বর্ষটি শুভাশুভ মিশ্র ফললাভের বৎসর। তবে অশুভ অপেক্ষা শুভফলের আধিক্যই লক্ষিত হয়। সারা বছরই মাঝেমধ্যে কোনও না কোনও শারীরিক ক্লেশভোগ করতে হবে। উদরপীড়া (প্লীহা-যকৃৎ সংক্রান্ত ব্যাধি), মূত্রাশয় ও ফুসফুস সংক্রান্ত রোগ, শ্লেষ্মা, শিরঃপীড়া প্রভৃতি শারীরিক ক্লেশের কারণ হবে। একাধিক বার আঘাতপ্রাপ্তিও অসম্ভব নয়। অর্থোপার্জন অনেক হবে। ব্যয়ও হবে বেশি, সুতরাং সঞ্চয় হবে অল্প। নিজের বা পরিবারের সদস্যগণের চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় করতে হতে পারে। তবে দারিদ্রের লক্ষণ নেই। কর্মে পদোন্নতি ও বিদেশগমন যোগ দেখা যাচ্ছে। ঔষধের ব্যবসায় ও ভূমিক্রয়বিক্রয় কর্মে অধিক উন্নতিলাভের যোগ বিদ্যমান। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে সামান্য মনোমালিন্য হতে পারে, তবে তা বড় আকার ধারণ করবে না। হিতকারী একাধিক বন্ধু থাকলেও অধিক সংখ্যক বন্ধুর দ্বারা অনিষ্টের আশঙ্কাই প্রবল। পিতা-মাতার, বিশেষত মাতার, শারীরিক অবস্থা চিন্তা ও উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। লেখাপড়ায় ও পরীক্ষায় সাফল্যের আশা আছে বটে, কিন্তু খুব বেশি ভাল ফল হবে বলে মনে হয় না। সন্তান-সন্ততির আচরণ মন্দ হবে না এবং তাদের বিদ্যাশিক্ষার ব্যাপারে আনন্দলাভের যোগ বিদ্যমান। ধর্মাচরণে মন আকৃষ্ট হবে। সদ্গুরুলাভ ও তাঁর উপদেশে আধ্যাত্মিক উন্নতিলাভ সম্ভব। শত্রু সম্বন্ধে বিশেষ সতর্ক থাকতে হবে। হঠকারী সিদ্ধান্তের ফলে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে না হয়, সে দিকে দৃষ্টি রেখে ধীর ও শান্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ সার্ব্বিক মঙ্গলপ্রদ হবে। এ বৎসর স্থাবর সম্পত্তিলাভের বৎসর। নূতন গৃহনির্মাণ যোগও দৃষ্ট হয়।
অর্থ: ব্যবসার দিকে অর্থ নিয়ে একটু টানাটানি হতে পারে, কিন্তু নিজের বুদ্ধিমত্তায় সেটা মিটিয়ে নিতে সক্ষম হবেন। পাওনা অর্থ আদায়ে একটু দেরি হবার যোগ। বুদ্ধির ভুলে অর্থ নষ্ট।
পরিবার: পরিবারের সকল সদস্যদের সঙ্গে সারা বছরই আনন্দে দিন কাটবে। স্বামী-স্ত্রীর ভিতর ঝগড়া ও ভালবাসা মিলিয়ে থাকবে। সন্তানের ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে।
সম্পর্ক: সম্পর্ক নিয়ে কোনও প্রকার চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। নতুন কোনও সম্পর্ক খুব ভাল করে চিন্তা ভাবনা করে ঠিক করুন।
জীবিকা: জীবিকার জন্য বাইরে যেতে হতে পারে। চাকুরির স্থানে কোনও অশান্তি থেকে একটু দূরে থাকুন। ব্যবসার জন্য সময় মধ্যম প্রকার। বাড়তি কোনও ব্যবসা চিন্তা করে ঠিক করুন।
বৃষ
এ রাশির জাতকের পক্ষ বৎসরটি খুব শুভ। কেবল মাত্র, মাঝে মাঝে কিঞ্চিৎ শারীরিক ক্লেশ ও অধিক অর্থব্যয় চিত্তচাঞ্চল্যের কারণ হতে পারে। প্লীহা-যকৃৎ সংক্রান্ত পীড়া, শিরঃপীড়া ও গলদেশ বিষয়ক ব্যাধিতে ক্লেশভোগ করতে হবে। অর্থোপার্জন ক্রমশ বৃদ্ধি পাবে। উপার্জিত অর্থের পরিমাণও হবে প্রচুর। ব্যয় অধিক হলেও সঞ্চিত অর্থের পরিমাণ নগন্য হবে না। এ বৎসর একাধিক স্থাবর সম্পত্তিলাভ হবে। লটারি প্রভৃতিতে প্রাপ্তির আশা অমূলক নয়। কর্মের জন্য দেশ-বিদেশ গমন সম্ভব। পদমর্যাদা বৃদ্ধিরও যোগ রয়েছে। নব গৃহনির্মাণ ও পুরাতন গৃহ সংস্কারে অনেক অর্থব্যয় হতে পারে। বিদ্যাশিক্ষায় মন আকৃষ্ট হবে না, পরীক্ষার ফল হবে মধ্যম। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে মনোমালিন্য এমনকি বিরোধও ঘটতে পারে। পত্নীর সঙ্গে বিরোধে লিপ্ত না হওয়া অবশ্য কর্তব্য। পত্নীর স্বাস্থ্য বিশেষ ভাল থাকবে না। পিতা-মাতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। বন্ধুবর্গের সঙ্গে রূঢ় আচরণ না করলে প্রায় সকল বন্ধুর দ্বারাই উপকার সাধিত হবে। পুরাতন শত্রুর ষড়যন্ত্রে বিপাকে পড়া অসম্ভব নয়। একাধিক নূতন শত্রু সৃষ্টি হবে। বর্তমান বর্ষে আঘাত প্রাপ্তির আশঙ্কা রয়েছে জেনে অতি সাবধানে চলাফেরা করতে হবে এবং সুকৌশলে শত্রুদের কাছ থেকে দূরে থাকতে হবে। সন্তান-সন্ততির শারীরিক ক্লেশ ও বিদ্যাচর্চায় অনীহা উদ্বেগের কারণ হবে। ধর্মকৃত্যে মন আকৃষ্ট হবে না। বর্তমান এবং ভবিষ্যৎ মঙ্গল চিন্তা করে ধর্মাচরণে প্রবৃত্ত হওয়া একান্ত আবশ্যক। একগুঁয়েমি ভাব ত্যাগ করলে সার্বিক সুফল লাভ হবে।
অর্থ: ফটকা কোনও আয় আসতে পারে, লটারি পাওয়ার যোগ দেখা যচ্ছে। আর্থিক ব্যাপারে কষ্ট কেটে যাবে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি হলেও টাকা পেয়ে যাওয়ার সম্ভবনাই বেশি। ব্যবসার ব্যাপারে কোনও অপবাদ আসতে পারে।
পরিবার: পরিবারে একটি বিবাদ লেগে থাকবে। স্বামী-স্ত্রী মনোমালিন্য বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনও প্রকার মতের অমিল হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে।
সম্পর্ক: বাইরের কোনও মহিলা বা পুরুষের সঙ্গে নতুন ভাবে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ভাল কোনও সম্পর্ক শত্রুতার কারণে নষ্ট হতে পারে। প্রেমের দিকে কোনও বিবাদ বৃদ্ধি হলেও মিটে যাবে।
জীবিকা: কর্মস্থানে কোনও শত্রু দ্বারা ক্ষতি হবার সম্ভবনা আছে। খুব সতর্ক থাকতে হবে। ব্যবসার দিকে লাভের পরিমাণ বাড়বে। আয় করতে একটু দূরে যেতে হতে পারে। চাকুরির স্থানে অশান্তি থেকে মুক্তি।
মিথুন
এ রাশির জাতক বর্তমান বর্ষে অনেক প্রতিকূলতার সম্মুখীন হবেন। সমগ্র বৎসরই দৈহিক ক্লেশভোগ করতে হবে। নানা কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে। আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন হয়ে পড়বে। আয় মন্দ হবে না, কিন্তু ব্যয় হবে প্রচুর। সুতরাং সঞ্চয়ের আশা স্বল্প। একাধিক বার ঋণগ্রস্ত হওয়াও অসম্ভব নয়, ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হবার যোগ রয়েছে। ঐ প্রাপ্য সম্পত্তি নিয়ে স্বজনবর্গের সঙ্গে বিরোধ এমনকি মামলা-মোকদ্দমায় লিপ্ত হয়ে পড়তে পারেন। ভ্রাতা-ভগ্নী ও তৎস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সদ্ভাবে চিড় ধরা অসম্ভব নয়। পিতৃ-মাতৃ স্বাস্থ্যের অবনতির লক্ষণ স্পষ্ট। দাম্পত্য জীবনে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলেও বিচ্ছেদের আশঙ্কা নেই। বৎসরের প্রথম ভাগে অবিবাহিতের বিবাহযোগ লক্ষিত হয়। নতুন বন্ধুলাভের যোগ যেমন রয়েছে তেমনি একাধিক পুরাতন বন্ধুর সঙ্গে তিক্ততা সৃষ্টি ও যোগাযোগ ছিন্নের আশঙ্কা রয়েছে। ঘনিষ্ঠ কোনও বন্ধুর দ্বারা অনিষ্টের আশঙ্কা প্রবল। সন্তানদের আচরণে সামান্য স্বেচ্ছাচারিতা চিন্তা ও দুঃখের কারণ হলেও তা স্থায়িত্ব লাভ করবে না, বরং একটি সন্তানের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। আত্মীয়বর্গের মধ্যে একাধিক শত্রু সৃষ্টি বিশেষ চিন্তার কারণ হয়ে পড়তে পারে। ধর্মাচরণে সচেষ্ট হয়েও মানসিক চঞ্চলতা হেতু সুফল লাভের আশা অত্যল্প। অধিক স্বার্থপরতা, রূঢ় ভাষণ, স্বমত স্থাপনে উগ্রচেষ্ট প্রভৃতি দোষ পরিত্যাগ করতে হবে। ঈশ্বরে দৃঢ় বিশ্বাস স্থাপন পূর্বক ধর্মাচরণে মনযোগী হলে কর্মে আশাতিরিক্ত সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি ও অর্থাগম বৃদ্ধির সুযোগলাভ ত্বরাণ্বিত হবে।
অর্থ: এ বছর প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা। ব্যবসার দিকে অর্থ নিয়ে চিন্তা থাকবে। বাড়তি কোনও ব্যবসা না করাই ভাল। পাওনা অর্থ আসতে পারে।
পরিবার: এই বছর পরিবারে দিকে কোনও চিন্তা বাড়বে না। সকলের সঙ্গে যোগাযোগ ভাল থাকবে। পরিবারের সকলের মন জয় করতে সক্ষম হবেন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি।
সম্পর্ক: নতুন কোনও সম্পর্ক খুব ভাল হবে, ভাল যোগাযোগ আসবে। প্রেমের দিকে চিন্তা থাকবে না। বিবাহ ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। পুরনো কোনও সম্পর্ক ঠিক থাকবে
জীবিকা: পুরোপুরি মনোযোগ জীবিকার ওপর রাখতে হবে, কারণ ব্যবসায় একটু চিন্তা বৃদ্ধি হতে পারে। আয় খুব ভাল হতে পারে । চাকুরির স্থানে কোনও ভাল যোগাযোগ আসতে পারে।
কর্কট
জাতক শুভ ফললাভ করবেন সুনিশ্চিত। অজীর্ণ, বায়ু-পিত্ত অম্লজনিত রোগ, নেত্রপীড়া প্রভৃতি কষ্টের কারণ হবে। এ বৎসর দীর্ঘ দিনের পুরাতন কোনও রোগের আরোগ্যলাভ সম্ভব। ধনভাব অতিশয় শুভ। বর্তমান বর্ষে অর্থোপার্জন খুব ভালই হবে, ব্যয় হবে অল্প। সুতরাং সঞ্চয় হবে প্রচুর। চাকুরিরত ব্যক্তির পদমর্যাদা বৃদ্ধি, অর্থাগম বৃদ্ধি, বিদেশ গমন, সুনামবৃদ্ধির যোগ বিদ্যমান। ব্যবসায়ীগণের পক্ষেও এ বৎসর সুবর্ণ সুযোগলাভের কাল সন্দেহ নেই। বিশেষত রফতানি বাণিজ্যে অধিক উন্নতিলাভ যোগ প্রবল। মধ্যে মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হবে, তবে তা স্থায়ী হবে না। নিজের বিশিষ্ট বিদ্যালাভ, পরীক্ষায় আশাতিরিক্ত সাফল্য প্রভৃতি যেমন বিশেষ আনন্দের কারণ হবে, তেমনই সন্তানের কৃতিত্বেও গৌরব বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থের প্রতি দৃষ্টি রাখা কর্তব্য। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে অসদ্ভাব ও সামান্য বিরোধের যোগ আছে বটে, তবে একটু সংযত থাকলে ঐ জাতীয় কুফলের কবল থেকে মুক্ত থাকা সম্ভব হবে। পিতা মাতার স্বাস্থ্যহানি বিশেষত মাতার স্বাস্থ্য নিয়ে ক্লেশভোগ চিন্তা ও উদ্বেগের সৃষ্টি হতে পারে। বন্ধুবর্গের সঙ্গে সদ্ভাব ক্ষুণ্ণ হবে না। ভ্রাতা বা ভগ্নী স্থানীয় কোনও বন্ধু দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রবল শত্রুজয়ী যোগ থাকবে বর্তমান বর্ষে। শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা নেই বলা চলে। ধর্মকার্যে বিঘ্ন সৃষ্টি হলেও বৎসরের শেষ ভাগে ধর্মাচরণে মতিস্থির হবে বলে মনে হয়। সদ্গুরুলাভের যোগ দৃষ্ট হয়।
অর্থ: এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক ব্যাপারে কোনও চাপ থাকবে না। এ বছরের মধ্য ভাগে আর্থিক বিষয়ে বাড়িতে চিন্তা বাড়তে পারে। কিন্তু, সকল বাধা অতিক্রম করতে সক্ষম হবেন।
পরিবার: কোনও বিবাদের কারণে বাড়িতে চিন্তা বাড়তে পারে। পরিবারের সকলের সঙ্গে মাঝে মধ্যেই বিবাদ বাধতে পারে। পারিবারিক অশান্তি নিয়ে কারও সঙ্গে আলোচনা না করাই শ্রেয়।
সম্পর্ক: প্রেমের ব্যাপারে কোনও বিবাদ থেকে মুক্তি। নতুন সম্পর্ক ভাল হবে। পুরনো সম্পর্ক একটু মানসিক চাপ বাড়াতে পারে। অন্য কোনও ব্যক্তির জন্য অশান্তি বৃদ্ধি।
জীবিকা: এ বছর জীবিকা নিয়ে খুব একটা চাপ বাড়বে না। জীবিকার কোনও পরিবর্তন হতে পারে। ব্যবসার সাফল্যে আনন্দ পেতে পারেন।
সিংহ
বর্তমান বর্ষে এ রাশির জাতকের খুব ভাল বছর। আয় বা উন্নতির দিকে খুব ভাল সুযোগ পাবেন, কিন্তু শরীরের কিছু কষ্ট যেমন উদরপীড়া, বায়ু-অম্ল-শ্লেষ্মা ঘটিত ব্যাধি, অর্শাদি গুহ্যরোগ, চরণে আধাতপ্রাপ্তি বা বেদনানুভব জনিত ক্লেশভোগ অবশ্যাম্ভবী। চক্ষু ও মূত্রাশয়ে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। প্রভূত অর্থব্যয় হলেও তুলনামূলক ভাবে অধিক ধনসঞ্চয়ে সক্ষম হবেন। অধিক ব্যয় হবে কিন্তু অসদ্বব্যয় হবে না। প্রশাসনিক কর্মে লিপ্ত ব্যক্তিগণ ও ব্যবসায়ীগণ, বিশেষত ঔষধ ব্যবসায়ীগণ, উন্নতিলাভ করবেন অনেক বেশি। বিশেষ কোনও কৃতিত্ব প্রদর্শনের ফলে খ্যাতিলাভ ও সম্পদ বৃদ্ধি হতে পারে। ভাতৃভাব শুভাশুভ মিশ্রিত। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে একাধিক বার সদ্ভাব ক্ষুণ্ণ হওয়ার উপক্রম হতে পারে, তথাপি সদ্ভাব ছিন্ন হবে না। কোন এক ভ্রাতার (সম্ভবত জ্যেষ্ঠ ভ্রাতার) শারীরিক ক্লেশের জন্য মানসিক দুঃখভোগ অসম্ভব নয়। ক্ষেত্র বিশেষে জ্যেষ্ঠ ভ্রাতার শারীরিক অবনতি ঘটতে পারে। পুত্র-কন্যাদের স্বাস্থ্যের অবনতি যোগ দৃষ্ট হয় না। তাদের আচরণে মধ্যে মধ্যে মনঃকষ্ট সৃষ্টি হতে পারে, তবে তা সাময়িক। একটি সন্তানের কৃতিত্বপূর্ণ কাজের জন্য মুখোজ্জ্বল হবে ও আনন্দ বৃদ্ধি পাবে। পরীক্ষার ফল নিজের অনুকুলে থাকবে। গৌরবর্ণ এক নূতন সদবন্ধুলাভ ও তাহার প্রচেষ্টায় জাতকের কর্মের প্রসার ও প্রসিদ্ধিলাভ যোগ লক্ষিত হয়। অবিবাহিতদের বিবাহ, বিবাহিতের সুপুত্র লাভ সম্ভব। পিতৃ-মাতৃ স্বাস্থ্যের কিঞ্চিৎ অবনতি এবং তজ্জন্য অর্থব্যয়ের যোগ দৃষ্ট হয়। গুপ্তশত্রুর সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন। অবশ্য এ বৎসরে শত্রুকুল নতি স্বীকারে বাধ্য হবেন।
অর্থ: আর্থিক ব্যাপারে এ বছর খুব ভাল যোগাযোগ আসতে পারে। ব্যবসায় খুব ভাল উন্নতি হতে পারে। গোটা বছরই আর্থিক ব্যাপারে কোনও অসুবিধা হবে না।
পরিবার: বছরের মধ্য ভাগে বিবাহিত জীবন খুব ভাল কাটবে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কোনও ছোট বিবাদ হঠাৎ অনেক দূর যেতে পারে।
সম্পর্ক: এ বছর কোনও নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, তাতে অশান্তি বাড়তে পারে। পুরনো সম্পর্ক নিয়ে একটু চিন্তায় থাকতে হবে। নতুন প্রেমের পথে চিন্তা-ভাবনা করে পা বাড়ানো দরকার।
জীবিকা: এ বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা বাড়বে না। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। চাকরিতে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।
কন্যা
এ রাশির জাতকের পক্ষে বর্তমান বৎসরটি খুব শুভ। ব্যবসার দিকে এই রাশির জাতক জাতিকারা প্রবল উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসা ও চাকরির স্থানে সুনাম পাবেন খুব ভাল। সঞ্চয়ের খুব ভাল হবে। তবে জীবনযাত্রা নির্বাহে অধিক আর্থিক ক্লেশভোগের আশঙ্কা নেই। বছরে দু’বার কিছু ঋণ করতে হতে পারে। কর্মক্ষেত্রে গোলযোগ সৃষ্টি হবে না। বদলিরও সম্ভাবনা আছে। বর্তমান বর্ষে বিদেশগমন খুব শুভ ফলদায়ক হবে বলে মনে হয়। চাকরিজীবীর পদোন্নতিতে বিঘ্ন সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায়ে মন্দা ও কিছু অর্থনাশ যোগ দৃষ্ট হয়। বস্ত্র ও হোমিয়োপ্যাথি ওষুধের ব্যবসায়ীদের আশা আছে। দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল। অবিবাহিতের বিবাহ যোগ আছে। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। তাদের বিদ্যাচর্চার ফল শুভ হবে। ভাই-বোনদের সঙ্গে বিবাদ, মামলা-মোকদ্দমা প্রভৃতির আশঙ্কা রয়েছে। বন্ধুভাব শুভাশুভ মিশ্রিত। নিম্নশ্রেণির একাধিক বন্ধু (সহকর্মী) গোপনে ও প্রকাশ্যে বিরুদ্ধাচরণ করবে। বস্তুত, ওই বন্ধুদের আচরণ শত্রুর মতো হবে এবং তাদের চেষ্টা একেবারে বিফল হবে না। বাবা-মায়ের শরীর খুব ভাল থাকবে না। বিভিন্ন সমস্যায় মন বিক্ষিপ্ত থাকার ফলে ধর্মাচরণে বিশেষ মনোযোগ থাকবে না। তথাপি ধৈর্য্য সহকারে ঈশ্বর আরাধনায় মনোনিবেশ করলে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব হবে।
অর্থ: এই বছর আর্থিক ভাগ্য খুব ভাল। ব্যবসায় অর্থ নিয়ে চিন্তা থাকবে না। ঋণ নিতে হতে পারে গৃহ নির্মাণের জন্য। পাওনা টাকা আদায়ে দেরি হতে পারে।
পরিবার: পরিবারের সকলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে অশান্তি বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে কোনও সম্পত্তির ব্যাপারে বিবাদ বাড়তে পারে। স্ত্রী-র সঙ্গে বিবাদ লেগে থাকবে। সন্তান আপনার মতের বিরুদ্ধে কাজ করবে।
সম্পর্ক: এ বছর সম্পর্ক একটু ভাল হতে পারে। বাইরের কোনও সম্পর্ক নিয়ে বিবাদ বাড়বে। স্ত্রী-র সঙ্গে অন্য কোনও ব্যক্তির কারণে বিবাদ। পারিবারিক সম্পর্ক সুস্থিত থাকবে না।
জীবিকা: ব্যবসায়িক চিন্তা থেকে মুক্তি। চাকরিস্থলে ছোট অশান্তি থেকেই যাবে। খরচ বেশি হওয়ার জন্য সঞ্চয় কম হতে পারে। ব্যবসার দিকে আর্থিক জোগান ভাল থাকবে।
তুলা
এ রাশির জাতকের পক্ষে বর্তমান বর্ষটি শুভাশুভ মিশ্রিত। এ বৎসরে মধ্যে মধ্যে নানাবিধ রোগ ভোগ করতে হবে। উদরসংক্রান্ত ব্যাধি, দুষ্টক্ষত, আঘাতপ্রাপ্তি, রক্তপাত, অস্থিভঙ্গ, শিরা-উপশিরা স্বাভাবিক কর্মের ব্যতিক্রম, বায়ু ও রক্তচাপ আধিক্য প্রভৃতির মধ্যে একাধিক যোগে শারীরিক ক্লেশভোগ অনস্বীকার্য। কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি, ধনোপার্জনে বিঘ্ন, মাত্রাতিরিক্ত ধন ব্যয়, প্রভৃতির পলে মধ্যে মধ্যে দিশেহারা অবস্থার সৃষ্টি হতে পারে। ঋণগ্রস্ত হওয়া অসম্ভব নয়। শিক্ষক, অধ্যাপক ও গবেষকগণের মর্যাদাহানির যোগ প্রবল। চিকিৎসা ও সঙ্গীতশিল্পীদের পক্ষে ধনাগমের ক্ষেত্রে অবস্থা অনেকাংশে অনুকূল। অন্যান্য কর্মে লিপ্ত ব্যক্তিগণ অনেক জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য জীবনে অল্প সমস্যা সৃষ্টি ও তার জন্য শান্তিভঙ্গ সম্ভব। পত্নীর স্বাস্থ্যের প্রতিও বিশেষ দৃষ্টিদান আবশ্যক। কারণ এ বৎসর পত্নীর স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। বৎসরের শেষভাগে অবিবাহিতের বিবাহ হতে পারে। তাদের পরীক্ষার ফল শুভ হবে। জাতকের নিজের পরীক্ষার ফল আশানুরূপ হবে বলে মনে হয় না। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে সামান্য মনোমালিন্যের যোগ রয়েছে বটে, তবে তা বৃহদাকার ধারণ করবে না। কিংবা তাদের সঙ্গে বিরোধও ঘটবে না। পিতা-মাতা উভয়েরই, বিশেষত পিতার জীবনসংশয়কর পীড়া অসম্ভব নয়। পিতৃসম্পত্তি লাভে ঝঞ্ঝাট সৃষ্টি হবে। বন্ধুভাব বড়ই অশুভ। বন্ধুবিচ্ছেদ কিংবা বন্ধুর দ্বারা অনিষ্টসাধন যোগ প্রবল। হিতকারী ভ্রাতৃস্থানীয় কোনও বন্ধুর আকস্মিক বিয়োগে অথবা মরণাপন্ন ব্যাধির ফলে বিশেষ চিন্তিত হয়ে পড়তে পারেন। শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। শত্রুর দ্বারা অনিষ্টও হবে অনেক। অতএব, শত্রুর বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকা অবশ্যকর্তব্য। বাধাবিঘ্ন ঘটলেও এ বৎসর ধর্মাচরণে মনোনিবেশ সম্ভব হবে। সদগুরুলাভ ও আধ্যাত্মিক উন্নতিলাভ যোগ প্রবল।
অর্থ: এ বছর আর্থিক ব্যাপারে খুব ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় খুব ভাল অর্থ আসবে। চাকরিস্থলে কোনও বাধা থেকে মুক্তি লাভ। উন্নতির জন্য ভাল বছর। সঞ্চয় মধ্যম।
পরিবার: এ বছর পরিবারের জন্য খুব ভাল। ভাইয়ে ভাইয়ে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। স্ত্রী-সন্তানের সঙ্গে খুব ভাল সম্পর্ক থাকবে।
সম্পর্ক: সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে কোনও ভাল খবর আসবে। পুরনো কোনও সম্পর্ক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। নতুন কোনও সম্পর্ক না করাই ভাল।
জীবিকা: ব্যবসা থেকে খুব ভাল আয় হতে পারে। চাকরিস্থলে উন্নতির যোগ। আগের বছরের তুলনায় এ বছর আয় বাড়তে পারে। সব মিলিয়ে এ বছর জীবিকার দিকটা ভালই যাবে।
বৃশ্চিক
এই বছর আগের বছরের তুলনায় একটু ভাল হতে পারে, তবে খুব ভাল নয়। এই বছরের শেষের দিকে একটু ভাল উন্নতির যোগ আছে কিন্তু শারীরিক ভাবে একটু কষ্ট পেতে হতে পারে। নেত্ররোগ, শিরঃপীড়া, বাতরোগ, আঘাতপ্রাপ্তি, রক্তদুষ্টি, অজীর্ণ প্রভৃতি জাতকের দৈহিক ক্লেশের প্রধান কারণ হবে। পিত্তধার, জননেন্দ্রিয় ঘটিত ক্লেশভোগ চরম আকার ধারণ করবে পারে। ধনোপার্জন খারাপ হবে না। কিন্তু ব্যয়াধিক্য বশত সঞ্চয় হবে অল্প। অসৎ পথে ধনাগমের সুযোগ আসতে পারে। তবে ওই সুযোগ গ্রহণ করলে বিপদ ঘটবে। সমগ্র বৎসর, বিশেষত প্রথমার্ধে কনিষ্ঠভ্রাতার স্বাস্থ্যের সংশয়কারী অবস্থার সৃষ্টি হতে পারে। জাতকের নিজের মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়া ও কারাদণ্ড ভোগের যোগ রয়েছে। পত্নীভাগ পূর্বাপেক্ষা শুভ। এ বৎসর পত্নীর শরীরের উন্নতি হবে এবং পত্নীর ভাগ্যে এ বৎসর ধনলাভ যোগ বিদ্যমান। সন্তানদের স্বাস্থ্য ভাল থাকবে না। তাদের লেখাপড়া ও পরীক্ষাফল আশাপ্রদ নয়। একটি সন্তানের (সম্ভবত প্রথম সন্তানের) অনুচিত আচরণ বংশের সম্মান নষ্ট করতে পারে। বাহিরে ব্যবসায় বেশি লাভবান হবেন না। শত্রুর চক্রান্তে মানহানি, ধনসম্পদ নষ্ট, গৃহে অগ্নিদাহ প্রভৃতি ঘটলে আশ্চর্য হবেন না। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে অধিক বিপদ ঘটবে বলে মনে হয়। বন্ধুর দ্বারা উপকারের আশা কম। কোনও এক নিকট বন্ধুর বিশ্বাসঘাতকতায় চরম বিপদের সম্মুখীন হতে পারেন। পিতার শারীরিক অবস্থার সামান্য অবনতি ঘটলেও তাঁর অকালমৃত্যুর আশঙ্কা নেই। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদ লাভে বঞ্চিত হতে পারেন। ধর্মাচরণে আগ্রহ বৃদ্ধি পেতে পারে, কিন্তু ধৈর্যের অভাব ও নানাবিধ সমস্যার জন্য নিবিষ্ট মনে ধর্মাচরণ সবসময় সম্ভব হবে না।
অর্থ: আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। খরচ বাড়তে পারে। তাই, সঞ্চয় একটু কম হবে। ব্যবসায় পাওনা অর্থের ব্যাপারে চাপ বাড়তে পারে। চাকরিস্থলে টাকাপয়সা আটকে যেতে পারে।
পরিবার: পরিবারে সকলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। মায়ের সঙ্গে কোনও ছোট কারণে এ বছর বিবাদ বাড়তে পারে। ভাইয়ে ভাইয়ে সমস্যা মিটে যেতে পারে।
সম্পর্ক: গোপন শত্রুর কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। বাড়িতে সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে। কারণ, বছরের মধ্য ভাগে বিবাদ বাধার সম্ভাবনা প্রবল। বাইরের কোনও সম্পর্কের ব্যাপারে চাপ বাড়তে পারে।
জীবিকা: জীবিকার ব্যাপারে কোনও রকমের চিন্তা বাড়তে পারে। ব্যবসার দিকে চাপ বৃদ্ধি। চাকরিস্থলে বিবাদ বাড়তে পারে। যতই চাপ বাড়ুক, ঋণ না করাই শ্রেয়। শেয়ারে একটু বাধা আসতে পারে।
ধনু
এই বছর অর্থভাগ্য খুব ভাল যাবে না। ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে। তবে শরীরের দিকে একটু কষ্ট বাড়তে পারে, যেমন অজীর্ণ, বাত, শিরা-উপশিরায় রক্ত চলাচলের বৈষম্য প্রভৃতি দৈহিক ক্লেশের কারণ হবে। লোভ ত্যাগ করে পরিমিত খাদ্যগ্রহণে যত্নবান থাকুন, না হলে দীর্ঘকাল পেটের রোগ ভোগ করতে হবে। উগ্রস্বভাব ত্যাগ করে শান্তভাব ধারণ ও মার্জিত ভাষায় কথা বলার চেষ্টায় অনেক সমস্যার কবল থেকে মুক্ত থাকতে পারবেন। এ বৎসর কোনও বিবাদ-বিসংবাদে লিপ্ত হবেন না। কারণ ওই বিবাদ দীর্ঘস্থায়ী হয়ে অনেক ক্ষতি করবে। শরীরের প্রতি যত্ন করা একান্ত আবশ্যক। ধনোপার্জন ভালই হবে। ব্যয় বেশি হলেও অর্থাভাবজনিত ক্লেশভোগ করবেন না। সঞ্চিত অর্থের পরিমাণ নগণ্য হবে না। নতুন গৃহনির্মাণ যোগ লক্ষিত হয়। পুরাতন গৃহের সংস্কারসাধনও সম্ভব হবে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন। সন্তানের দেহপীড়ার জন্য মনোকষ্টের আশঙ্কা আছে। একাধিক বার সন্তানদের সঙ্গে মতবিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, তবে তা স্থায়ী হবে না। ভ্রাতা-ভগ্নীদের স্বাস্থ্যহানির আশঙ্কা প্রবল। এ বৎসরে পরীক্ষায় শুভফলের আশা করতে পারেন। কোনও প্রতিযোগিতামূলক কর্মে বিশেষ কৃতিত্ব প্রদর্শন ও প্রশংসা লাভের যোগ বিদ্যমান। আপনার কাছ থেকে উপকারপ্রাপ্ত ব্যক্তিগণ আপনার নিন্দায় মুখর হবেন এবং আপনার অনিষ্টে আনন্দলাভ করবেন। পিতা-মাতার স্বাস্থ্যের অবনতি আপনার মনোবেদনার কারণ হবে। অবিবাহিতের বিবাহ এবং তজ্জনিত অশান্তি কিংবা পূর্ববিবাহিতের পত্নীর স্বাস্থ্যহানির জন্য মানসিক ক্লেশ অবশ্য স্বীকার্য। বিবাহের পর কর্মোন্নতি, ভাগ্যোন্নতি ও অর্থাগম বৃদ্ধির আশা করতে পারেন। কর্মসূত্রে বিদেশ গমন ও অধিক উন্নতিলাভেও আপনার পত্নীভাগ্য সহায়ক হবে। প্রশাসনিক কর্মে কিংবা রফতানিমূলক কর্মে অধিক উন্নতিলাভ যোগ দৃষ্ট হয়। ধৈর্য না হারালে গবেষণার ব্যাপারে সুফললাভ যোগ দৃষ্ট হয়। এ বৎসর আপনার অনিষ্ট করতে কেউ সক্ষম হবে না। অবশ্য আপনার বিরুদ্ধাচরণের সুযোগ যাতে তাঁরা না পান সে বিষয়ে আপনার প্রখর দৃষ্টি রাখতে হবে। ধর্ম-কর্মে মতি থাকবে এবং সদ্গুরুলাভ করে ঈশ্বর আরাধনায় ব্রতী হতে পারবেন।
অর্থ: আর্থিক চিন্তা মিটে যেতে পারে। তবে অর্থ বাদে বাকি ক্ষেত্রে একটু অভাব থাকতে পারে। ব্যবসায় মন্দা বাড়তে পারে। অফিসে একটু চিন্তা বাড়বে। তবে কোনও সমস্যাই দীর্ঘস্থায়ী হবে না।
পরিবার: পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে। অশান্তি যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়াই ভাল। প্রতিবেশীর সঙ্গে একটু বুঝে চলুন। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন। স্ত্রীকে একটু সময় দিন। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।
সম্পর্ক: কিছু সম্পর্ক খুব ভাল থাকলেও কিছু সম্পর্কে চিড় ধরতে পারে। নতুন সম্পর্কের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বাড়িতে সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য সকলের মন জুগিয়ে চলুন।
জীবিকা: জীবিকার ব্যাপারে তেমন কোনও সমস্যা নেই বললেই চলে। অফিসে খুব বুঝে চলবেন, গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ছোট কোনও কারণে অশান্তির সৃষ্টি করতে পারে। ব্যবসায় বিবাদ বাড়তে পারে।
মকর
এই রাশির জাতকের পক্ষে বর্তমান বর্ষটি অনেকাংশে শুভবর্ষ। মধ্যে মধ্যে কিছু শারীরিক ক্লেশভোগ ও অভ্যন্তরীণ সমস্যা ভিন্ন অন্য সকল বিষয়েই শুভফল লাভের আশা বিদ্যমান। বায়ু-পিত্ত-রক্তব্যাধি, চক্ষুরোগ, বাতজ বেদনা দৈহিক কষ্টের কারণ হতে পারে। তবে সে কষ্ট সহ্যের সীমা অতিক্রম করবে না। ধনোপার্জন হবে প্রচুর, কিঞ্চিৎ অধিক ব্যয় করতে হলেও সঞ্চয় হবে অনেক। যে কোনও কর্মে লিপ্ত জাতক আর্থিক স্বাচ্ছন্দ্যলাভ করবেন। শিক্ষক, চিকিৎসক, ঔষধ ব্যবসায়ী ও রফতানিকর্মে লিপ্ত ব্যক্তিগণ অন্যদের অপেক্ষা অধিক অর্থোপার্জনের সুযোগ পাবেন এবং সফল হবেন। বিজ্ঞান-গবেষক ও প্রত্নতত্ত্ব বিষয়ক গবেষকগণ বিশেষ খ্যাতি লাভ করবেন। কর্মসূত্রে একাধিক বার বিদেশ গমনের প্রয়োজন হতে পারে এবং সে গমন শুভফলদায়ক হবে। পুত্র-কন্যার সংস্কারকর্মে, বিশেষত বিবাহসংস্কার কর্মে অধিক অর্থব্যয় হবে। এ বৎসর সন্তানদের স্বাস্থ্য পূর্বাপেক্ষা অনেক ভাল থাকবে। বিদ্যাচর্চাতেও তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরীক্ষার ফল শুভ হবে। উজ্জ্বল শ্যামবর্ণ একটি পুত্রের বিশেষ কোনও কৃতিত্বে আহ্লাদিত হবেন। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে একাধিক বার মনোমালিন্য সৃষ্টি হতে পারে, তবে তা স্থায়ী হবে না। কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর স্বাস্থ্যের অবনতির জন্য চিত্তচাঞ্চল্য অসম্ভব নয়। একাধিক বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ বৎসর বন্ধুর দ্বারা বিশেষ উপকারের আশা না করাই ভাল। নিম্নবর্ণীয় কৃষ্ণবর্ণ এক বন্ধু এই জাতকের কর্মক্ষেত্রে এবং উপার্জন পথে বিঘ্ন সৃষ্টির প্রয়াস পাবে, তবে বিশেষ সফল হবে না। পূর্ব শত্রুর অবসানের যোগ দৃষ্ট হয় বটে, তবে সে যোগ দুর্বল। অবিবাহিত ব্যক্তির বিবাহযোগ বিদ্যমান, আর ওই যোগ বৎসরের পরার্ধে প্রবল হবে। বিবাহিত ব্যক্তির দাম্পত্য সুখে চিড় ধরবে না, বরং পত্নীর সাফল্য এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদের জন্য বিশেষ আনন্দিত ও লাভবান হবেন। পত্নীর শারীরিক অবস্থার অবনতি ঘটবে না, তবে বায়ু ও অম্লরোগে মাঝেমধ্যে সামান্য কষ্ট হতে পারে। শত চেষ্টা করেও ধর্মাচরণে অধিক দূর অগ্রসর হওয়া সম্ভব হবে না। ধর্মকৃত্যে বাধাবিঘ্ন অনেক ঘটবে। তথাপি ঈশ্বর আরাধনায় সচেষ্ট থাকা প্রয়োজন।
অর্থ: এই বছর অর্থ ভাগ্য একটু আগের থেকে ভাল হতে পারে। আগের ঋণ একটু করে শোধ হতে পারে। ব্যবসার থেকে একটি অর্থ আসতে পারে। চাকুরির দিকে মধ্যম ভাব।
পরিবার: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। ভাই বা বোনের সঙ্গে কোনও কারণে অশান্তির যোগ আছে। বাবার অর্থ নিয়ে বিবাদের আশঙ্কা।
সম্পর্ক: হঠাৎ পুরনো কোনও সম্পর্ক আবার ঠিক হতে পারে। প্রেমে নতুন ইঙ্গিত পাবেন। বাড়িতে স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক মানসিক আনন্দ এনে দেবে। বাইরের কিছু সম্পর্ক ঠিক থাকবে না।
জীবিকা: এই বছর জীবিকা একটু ভাল হতে পারে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। নতুন কোনও জীবিকার পরিকল্পনা করতে পারেন।
কুম্ভ
বর্তমান বর্ষে কুম্ভরাশির জাতক ব্যবসায় প্রচুর আয় করতে পারবেন। ভাল কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম পেতে পারেন। বাড়তি কোনও ব্যবসার দিকে যেতে পারেন। শরীর খুব ভাল থাকতে না-ও পারে। বায়ু ও রক্তচাপ বৃদ্ধি, আমাশয়াদি উদরপীড়া, বৃক্ক ও মূত্রাশয় ঘটিত বোগ, বাতব্যাধি প্রভৃতি দৈহিক ক্লেশের কারণ হবে। তবে অচল হয়ে পড়ে থাকার আশঙ্কা নেই। পায়ে আঘাত লাগলে অধিক কষ্টের কারণ হবে। অর্থোপার্জন ভাল হবে। ব্যয় কিছু বেশি হলেও সঞ্চয়ের পরিমাণ কম হবে না। অসহায় হবেন না। ব্যবসায় কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। তথাপি উপার্জন ব্যাহত হবে না। জন্মস্থান থেকে দক্ষিণদিকে কর্মে সহজে সাফল্য যোগ দৃষ্ট হয়। ভূমি ক্রয়-বিক্রয় যোগ। গৃহ নির্মাণে প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ে এবং অস্ত্র ব্যবসায়ে লিপ্ত ব্যক্তিগণ অন্যান্যদের চেয়ে বেশি সুযোগ লাভ করবেন। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। কন্যার আকস্মিক কোনও রোগের জন্য বিশেষ চিন্তিত হয়ে পড়তে পারেন। সন্তানদের বিবাহ ব্যাপারে চিন্তা-উদ্বেগ ও মনঃকষ্টের যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। ভ্রাতৃ বিরোধের আশঙ্কা প্রবল। তাদের সঙ্গে মামলা মোকদ্দোমাও চলতে পারে। ভ্রাতা-ভগ্নিদের স্বাস্থ্যও ভাল থাকবে না। জাতকের নিজের পরীক্ষায় সাফল্যলাভ ব্যহত হবে না। পত্নীর স্বাস্থ্যহানির আশঙ্কা অমূলক নয়। একাধিক ভাল বন্ধুলাভের যোগ দৃষ্ট হয়। বন্ধুর অধিকাংশই এই জাতকের হিতসাধনে ব্রতী থাকবেন। পিতার শরীর ভাল বলা চলে না। তাঁর জীবনাবসানও অসম্ভব নয়। মায়ের শরীর অপেক্ষাকৃত ভাল থাকবে। তঁর সঙ্গে মতানৈক্যের অবসান ঘটতে পারে। শত্রুর বিষয়ে সতর্ক থাকা একান্ত কর্তব্য। ধর্মাচরণে বাধা-বিঘ্ন সৃষ্টি হলেও সচেষ্ট থাকলে সাফল্যলাভ ও তার সুফল প্রাপ্তির আশা অমূলক নয়। সদগুরুর উপদেশ এবং পিতৃস্থানীয় কোন ব্যক্তির সৎ পরামর্শে অনেক লাভবান হবেন।
অর্থ: ব্যবসায় মনোযোগ টিকিয়ে রাখতে পারলে ভাল অর্থ আসতে পারে। অফিসে উন্নতির যোগ থাকলেও বছরের শেষের দিকে সমস্যা আসতে পারে। বাড়তি কোনও ব্যবসা থেকে আয় হতে পারে।
পরিবার: বাড়িতে সকলের সঙ্গে ভাল সম্পর্ক থাকতে পারে। গুরুজনের প্রতি ভক্তি বাড়তে পারে। পরিবারে যদি কোনও বিবাদ থাকে, তা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সম্পর্ক: প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভাল থাকবে। বাড়িতে স্বামী-স্ত্রী সম্পর্কে উন্নতি হতে পারে। বন্ধুদের সঙ্গে ব্যবহার ভাল হতে পারে। নতুন সম্পর্ক হওয়ার খুব ভাল সময়।
জীবিকা: জীবিকার ক্ষেত্রে খুব ভাল উন্নতি দেখা যাচ্ছে। চাকরি ভাল যোগাযোগ আসতে পারে। ব্যবসায় আরও ভাল ফল পাবেন। তবে নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য বছরটা খুব ভাল নয়।
মীন
এ রাশির জাতক বর্তমান বর্ষে বহু সমস্যার সম্মুখীন হবেন। আবার অনেক সমস্যারই সহজ সামাধানের পথ খুঁজে পাবেন। শরীর মোটেই ভাল থাকবে না। সারা বছরই কোনও না কোনও রোগভোগ করতে হবে। শরীরে কোনও ক্ষত সৃষ্টি হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে ভাল চিকিৎসার ব্যবস্থা করবেন। তা না হলে বিপদে পড়তে পারেন। আঘাতপ্রাপ্ত রক্তপাত, অস্থিভঙ্গ প্রভৃতির আশঙ্কা বিদ্যমান। এ বছরে আপনার শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অনেক সময় আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন হয়ে পড়বে। আয় মন্দ হবে না, কিন্তু ব্যয় হবে প্রচুর। সুতরাং সঞ্চয়ের আশা ক্ষীণ। বরং ঋণ করতে বাধ্য হতে পারেন। কর্মস্থলে গোলযোগ সৃষ্টি, কিছু বদনাম ও অর্থক্ষতি সম্ভাবনা। বদলি হবারও আশঙ্কা আছে। ব্যবসায়ীগণ সন্তর্পণে অগ্রসর হবেন, না হলে অনেক ক্ষতি হতে পারে। ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। তাদের দ্বারা উপকৃত হবেন। কোন এক ভ্রাতার সাফল্যে আনন্দ অনুভব করবেন। তাদের স্বাস্থ্য ভাল থাকবে। সন্তানদের শরীর ভাল না-ও থাকতে পারে। তাদের আচরণও আপনার মনোবেদনার কারণ হবে। সন্তানদের লেখাপড়ায় মন আকৃষ্ট হবে না। পরীক্ষার ফলও বেশি শুভ হবে বলে মনে হয় না। এ জাতকের নিজেরও লেখাপড়ায় অনীহা ও পরীক্ষায় অসাফল্যের যোগ রয়েছে। পত্নীর স্বাস্থ্যহানি বিশেষ চিন্তার কারণ হবে। তার শরীরে অস্ত্রোপচারের যোগ দৃষ্ট হয়। আঘাত লাগা ও অগ্নিদাহের আশঙ্কা অমূলক নয়, বন্ধুভাব শুভাশুভ মিশ্র, দু-একজন ভিন্ন অপর কোনও বন্ধু বিশেষ উপকারে আসবে না। হিতসাধক কোন এক নিকট বন্ধুর আকস্মিক মৃত্যু আপনাকে বিচলিত করে তুলতে পারে। পিতৃস্বাস্থ্যের ক্রমাবনতির লক্ষণ স্পষ্ট। পিতৃবিয়োগের আশঙ্কা অমূলক নয়। মাতার শরীর খুব ভাল না থাকলেও তাঁর বড় ধরনের কোনও রোগভোগের আশঙ্কা নেই। একাধিক নতুন শত্রুর কবলে পড়ে বিব্রত বোধ করতে পারেন। কোন প্রতিবেশীর সঙ্গে পুরনো শত্রুতা সহসা বৃদ্ধি পেতে পারে। তবে বছরের মধ্যভাগে ঐ শত্রুতা অবসান হওয়ার যোগ দৃষ্ট হয়। বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার ফলে ধর্মাচরণে মনঃসংযোগ অসম্ভব হয়ে পড়বে। তথাপি চেষ্টায় সুফল পাবেন।
অর্থ: আর্থিক ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভাল হবে। অর্থ ভাগ্য খুব ভাল থাকবে এই বছর। ব্যবসায় অর্থ আসতে পারে। পাওনা টাকা আদায়ের ভাল সময়। নতুন কোনও ব্যবসা করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সঞ্চয় নিয়ে নিশ্চিন্ত থাকুন।
পরিবার: বছরের প্রথম দিকে পরিবারে কোনও ছোট বিবাদ বড় আকার নিতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনা করে সব কাজ করুন। ভাইয়ের সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে।
সম্পর্ক: অনেক দিনের পুরনো কোনও সম্পর্কে চিড় ধরতে পারে। প্রেমের ক্ষেত্রে বছরের মধ্যভাগে ভাল সময়। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল মন্দ মিশিয়ে থাকার যোগ দেখা যাচ্ছে।
জীবিকা: বছরের প্রথম দিকে জীবিকার জন্য দূরে যেতে হতে পারে। ব্যবসা ও চাকরি ক্ষেত্র ভাল যাবে। নিজের চেষ্টায় বাড়তি কিছু আয় হতে পারে। মোটের ওপর জীবিকা ভাল থাকবে এই বছর।
মেষ
ধন উপার্জন হবে অল্প। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না। যাঁরা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাঁদের আর্থিক চিন্তায় মাঝে মাঝে ব্যাকুল হতে হবে। ছোট ব্যবসায়ীগণও অনেক সমস্যার সন্মুখীন হবেন। উদরপীড়া, গুহ্যরোগ, শ্লেষ্মাঘটিত ব্যাধি ও নেত্ররোগের জন্য মাঝেমধ্যে কিছু কষ্টভোগ করতে হতে পারে। তবে কোনও গুরুতর রোগ বা শয্যাশায়ী হয়ে থাকতে হবে না বলে মনে হয়। পিতা-মাতার শারীরিক অবস্থা ভাল না-ও থাকতে পারে। তাঁদের স্বাস্থ্যভঙ্গ ও আচরণ বৈষম্যে মন ভারাক্রান্ত থাকবে, ভ্রাতা-ভগিনীদের আচরণে দুঃখিত ও চিন্তিত হওয়া অমূলক নয়। এ বছর তাঁদের সঙ্গে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাঁদের সঙ্গে সম্পত্তিঘটিত গোলযোগ মামলা-মোকদ্দমাতেও পরিণত হতে পারে। এ বছর পুত্রসন্তান লাভের আশা করা যেতেই পারে। বন্ধুদের মধ্যে বেশির ভাগই আপনার স্বপক্ষে থাকবে। আত্মীয়বর্গের সঙ্গে সত্তার সম্পর্ক স্থায়ী হবে না। পত্নীর আগের কোনও রোগ নিরাময়ের আশায় কিছু অর্থব্যয় অসম্ভব নয়। তবে নতুন করে তাঁর কোনও বড় রোগে ভোগার আশঙ্কা নেই। জরায়ুঘটিত কোনও রোগে অনেক দিন ধরে আক্রান্ত থেকে থাকেন তা হলে ওই রোগের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। অন্য দিকে উত্তরাধিকার সূত্রে হোক বা অন্য কোনও উপায়ে হোক, তাঁর ধনসম্পদলাভ (স্থাবর-অস্থাবর সম্পত্তি লাভও) হওয়ার সম্ভাবনা দৃষ্ট হয়। শত্রুর দ্বারা বেশি অনিষ্টের আশঙ্কা নেই। এ রাশির জাতকের এ বছরে উচ্চবর্ণীয় গৌরবর্ণ কোনও ব্যক্তির সহায়তায় অনেক সমস্যার সমাধান ও বিদ্যালাভের পথ সুগম হবে বলে অনুমিত হয়। ধর্মাচরণে প্রবৃত্ত হলে কিছু সুফল পাওয়া সম্ভব। উল্লিখিত সমস্যার প্রতিকার কল্পে প্রতি দিন ইষ্টমন্ত্র বা শিবমন্ত্র জপ কিংবা নবগ্রহ কবচ ধারণ কর্তব্য।
অর্থ: এই বছর অর্থ ভাগ্য খুব ভাল যাবে না। ব্যবসার দিকে অর্থ নিয়ে একটু চিন্তা বাড়বে। ঋণ নিতে হতে পারে গৃহনির্মাণের জন্য। পাওনা টাকা আদায়ে দেরি হতে পারে।
পরিবার: পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে একটু অশান্তি বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে কোনও সম্পত্তির ব্যাপারে বিবাদ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ লেগে থাকবে। সন্তান মতের বাইরে কাজ করবে।
সম্পর্ক: এই বছর সম্পর্কে একটু খরচ বাড়তে পারে। বাইরের কোনও সম্পর্ক নিয়ে বিবাদ বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে কোনও অন্য ব্যক্তির জন্য বিবাদ। পরিবারে সম্পর্ক ঠিক থাকবে না।
জীবিকা: ব্যবসার দিকে চিন্তা থেকে মুক্তি। চাকরির স্থানে ছোট অশান্তি থেকেই যাবে। খরচ বেশি হওয়ার জন্য সঞ্চয় কম হতে পারে। ব্যবসার দিকে অর্থ যোগান ভাল যাবে না।
বৃষ
বছরের শুরুতে রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে এ বছর উপার্জন মন্দ হবে না। ব্যয় বেশি হলেও, আয়ব্যয়ের সমতা থাকবে। সঞ্চয় বেশি না-ও হতে পারে। তবে ঋণ করতে হবে না। ব্যবসায়ীগণের পক্ষে বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অনেকের কাছেই আটকে থাকা টাকাপয়সা আদায় করতে হিমশিম খেতে হবে। হয়তো বা সব টাকা আদায় না-ও হতে পারে। বছরের বেশির ভাগ সময় শারীরিক-আর্থিক-মানসিক-পারিবারিক-পারিপার্শ্বিক কারণে মন বিশেষ চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে বলে মনে হয়, এবছর দৈহিক ক্লেশভোগের আশঙ্কা প্রবল। বায়ু ও রক্তচাপাধিক্য, শ্লেষ্মাধিক্য (সর্দি-কাশি), জ্বর, স্নায়ুদুর্বলতা প্রভৃতি কষ্টভোগের কারণ হতে পারে। অল্পস্বল্প আঘাত পাওয়াও সম্ভব। অনারোগ্য বা দুরারোগ্য কোনও কঠিন রোগভোগ অসম্ভব নয়। এ বছর বিদ্যালাভে কোনও কারণে বিঘ্ন আসতে পারে। পরীক্ষার ফল আশানুরূপ না-ও হতে পারে। সর্বক্ষেত্রে অধিক ধৈর্য অবলম্বন না করলে শান্তি বিঘ্নিত হবে। পত্নীর স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। তবে সন্তানদের স্বাস্থ্য ভাল থাকবে বলে মনে হয়। তাদের লেখাপড়ায় অমনোযোগ মানসিক কষ্টের কারণ হতে পারে। এ বছর ভাইবোনদের সঙ্গে সামান্য মনোমালিন্য বা মতবিরোধের যোগ আছে। তবে তাঁদের সঙ্গে বিচ্ছেদের কোনও সম্ভাবনা নেই। মাতৃ-ভাব অপেক্ষাকৃত শুভ। পিতার জীবনসংশয়কারী রোগের ফলে বিশেষ বিব্রত হয়ে পড়তে হবে। বন্ধুভাব শুভ নয়। শত্রুভাব অতিশয় অশুভ। গুপ্তশত্রুর দ্বারা অধিক অনিষ্টের আশঙ্কা অমূলক নয়। ধর্মাচরণে মন আকৃষ্ট হবে না। তথাপি ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মকর্মে মনোযোগী হওয়ার চেষ্টা করা কর্তব্য। ধর্মপথে অগ্রসর হওয়ার চেষ্টা করলে অশুভের উপশম ও কিছু শুভ ফললাভের আশা আছে। পঞ্চাঙ্গ স্বস্ত্যয়নে সুফল পাওয়া যাবে।
অর্থ: এই বছর অর্থের ব্যাপারে খুব ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসার দিকে খুব ভাল অর্থ আসবে। চাকরির স্থানে কোনও বাধা থেকে মুক্তিলাভ। উন্নতির জন্য ভাল বছর। সঞ্চয় মধ্যম।
পরিবার: এই বছর পরিবারের জন্য খুব ভাল বছর বলে গণ্য হতে পারে। ভাই-ভাই কোনও বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। স্ত্রী ও সন্তানের সঙ্গে খুব ভাল সম্পর্ক থাকবে।
জীবিকা: ব্যবসার দিকে খুব ভাল আয় আসতে পারে। চাকুরির স্থানে উন্নতির যোগ। আগের বছরের তুলনায় এই বছর আয় বাড়তে পারে। সব মিলিয়ে এই বছর জীবিকা ভাল যাবে।
সম্পর্ক: সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকতে পারে এই বছর। প্রেমের ব্যাপারে কোনও ভাল খবর আসবে। পুরনো কোনও সম্পর্ক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। নতুন কোনও সম্পর্ক না করাই ভাল।
মিথুন
বছরের শুরুতে রাশির উপরে শনির দৃষ্টি থাকার ফলে বছরটি সকল কাজে একটু বাধা বেশি থাকবে ও এই বছরটি শুভাশুভ মিশ্র বৎসর। শরীর বেশি ভাল না থাকতে পারে। শ্লেষ্মাধিক্য, বায়ুচাপাধিক্য ও শিরঃপীড়া শারীরিক ক্লেশের কারণ হতে পারে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা কর্তব্য। আঘাত পাওয়ার দুর্বল যোগ আছে। শারীরিক অবস্থা বেশি ভাল না হলেও আর্থিক অবস্থা ভাল থাকবে। এ বছর যথেষ্ট অর্থোপার্জন হবে সন্দেহ নেই। ব্যয়াধিক্যের যোগও ক্ষীণ। সুতরাং এ রাশির জাতক বর্তমান বছরে অধিক ধনসঞ্চয়ে সক্ষম হবে। ব্যবসায় অধিক উন্নতি লাভের যোগ লক্ষ্য করা যায়। আত্মীয় বিরোধ, বন্ধুবিচ্ছেদ, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া প্রভৃতির আশঙ্কা অমূলক নয়। পত্নীর স্বাস্থ্যের প্রতি সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। স্ত্রী বিয়োগের যোগকেও অস্বীকার করা যায় না। পত্নীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। সন্তানদের রোগভোগ যোগদৃষ্ট হয়। লেখাপড়ায় তাদের মনোযোগের অভাব ঘটবে। পরীক্ষার ফল ভাল না-ও হতে পারে। মাতা বা পিতৃভাব মোটামুটি শুভ বলা যায়। পিতা বা মাতার কাছ থেকে কিছু সম্পত্তি এ বছর লাভ হতে পারে। ভ্রাতৃভাব খুব একটা অশুভ নয়। এ বছর শত্রু দমনের বছর বলে ধরে নিতে পারেন। বিদ্যালাভে বিঘ্ন ঘটতে পারে বটে, কিন্তু পরীক্ষার ফল মন্দ হবে না। ধর্মভাব শুভ। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ধর্মাচরণে ব্রতী হলে সুফল পাওয়া যাবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মঙ্গলকর হবে।
জীবিকা: জীবিকার ব্যপারে কোনওরূপ চিন্তা বাড়তে পারে। ব্যবসার দিকে চাপ বৃদ্ধি, চাকরির স্থানে কোনও বিবাদ বাড়তে পারে। যতই চাপ বৃদ্ধি হোক, ঋণ না করাই শ্রেয়। শেয়ারে একটু বাধা আসতে পারে।
অর্থ: অর্থ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। খরচ বাড়তে পারে তাই সঞ্চয় একটু কম হতে পারে। ব্যবসার দিকে পাওনা অর্থের ব্যাপারে চাপ বাড়তে পারে। চাকরির স্থানে কোনও অর্থ আটকে যেতে পারে।
পরিবার: পরিবারে সকলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। মায়ের সঙ্গে কোনও ছোট কারণে এই বছর বিবাদ বাড়তে পারে। ভাই ভাই সমস্যা একটু মিটতে পারে।
সম্পর্ক: গোপন শত্রুর কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। বাড়িতে সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে কারণ বছরের মধ্যভাগে বিবাদ বাধার আশঙ্কা প্রবল। বাইরের কোনও সম্পর্কের ব্যাপারে চাপ বাড়তে পারে।
কর্কট
এই বছর রাশির উপরে রাহুর থাকার জন্য খরচ একটু বেশি হবে। শরীরের প্রতি নজর ও বিশেষ যত্ন নেওয়া আবশ্যক। পেটের রোগ, মাথায় আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে। ছোটখাটো রোগে এ বছর ভোগান্তি হতে পারে। একাধিক বার জ্বরাক্রান্ত হওয়ার যোগ আছে। এ বছর প্রচুর অর্থ উপার্জনের বছর মনে রেখে কাজে লিপ্ত থাকা দরকার। একাধিক কর্মের মাধ্যমে ধনাগম হবে। ঠিকাদারি কর্ম ও অন্য ব্যবসায় ধনলাভ হবে বেশি। ব্যয়াধিক্য যোগ থাকলেও অর্থ সঞ্চয় ভাল হবে। সন্তানদের স্বাস্থ্যহানির প্রবল যোগ দেখা যাচ্ছে। তাদের লেখাপড়া নিয়েও একটু চিন্তিত থাকতে হতে পারে। খুব ভাল করে চেষ্টা করলে পরীক্ষার ফল মোটামুটি ভাল হবে বলে ধরা যায়। একটি সন্তানের আচরণে শিষ্টতার অভাব হবে। তবে বছরের মাঝখানে নিজের শরীরের জন্য অর্থব্যয় হতে পারে। পত্নীর স্বাস্থ্যের হানি হতে পারে, এমনকি শরীরে কোথাও অস্ত্রোপচারও হতে পারে। পিতা বা পিতৃস্থানীয় কারও শরীর নিয়ে সমস্যা হতে পারে। মায়ের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলতে হবে বা ব্যবহার ঠিক রাখতে হবে, না হলে মতবিরোধ হতে পারে। বিদ্যালাভে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা থাকলেও প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপারে শুভ ফলের আশা করতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। বা নতুন বন্ধু হতে পারে। এবং কোনও বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। শত্রু থাকলেও তারা বেশি অনিষ্ট করতে পারবে না। ধর্মে বিশ্বাস থাকলেও ধর্মাচরণে মতি বিশেষ থাকবে না। কোনও মহাপুরুষের আশীর্বাদপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। নিজের ইষ্টদেবতার আরাধনা বা শিবমন্ত্র জপ করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে কোনও সন্দেহ নেই।
অর্থ: অর্থের ব্যাপারে কোনও চিন্তা থাকলে সেটা মিটে যেতে পারে। এই বছর একটু অভাবে দিন কাটতে পারে। ব্যবসার দিকে কোনও কারণে মন্দা বাড়তে পারে। চাকরির দিকে একটু চিন্তা বাড়বে। কিন্তু কোনও সমস্যাই অনেক দিন টিকে থাকবে না।
পরিবার: পরিবারে বিবাদ বাড়তে পারে, যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়াই ভাল। পাশের বাড়ির লোকের সঙ্গে বুঝে চলুন। ভাই ভাই একটু মিল রাখার চেষ্টা করুন। স্ত্রীকে একটু সময় দিন। মাথা ঠিক রাখার চেষ্টা করুন।
সম্পর্ক: সব সম্পর্ক খুব ভাল থাকবে, তবে কিছু সম্পর্কে একটু চিড় ধরতে পারে। নতুন কোনও সম্পর্কের ব্যাপারে একটু চিন্তাভাবনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বাড়িতে কোনও লোকের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য সকলের মন জুগিয়ে চলুন।
জীবিকা: জীবিকার ব্যাপারে কোনও চাপ নেই বললেই চলে। চাকরির স্থানে খুব বুঝে চলবেন। গুপ্ত শত্রু বৃদ্ধি। কোনও ছোট কারণ বিবাদের সৃষ্টি করতে পারে। ব্যবসার দিকে কোনও বিবাদ বাড়তে পারে।
সিংহ
সিংহ রাশির জাতকের পক্ষে ২০১৯ সব মিলিয়ে ভাল ফলের বছর। তবে বছরের প্রথম দিকে কোনও আঘাত লাগতে পারে, কারণ মঙ্গল এই রাশির উপরে দৃষ্টি দিয়ে আছে। এ বছর অর্থ উপার্জনের ক্ষেত্রে সুযোগ আসবে এবং প্রচুর ধনোপার্জন হবে। শুধু তাই নয়, এ বছরটি ধনসঞ্চয়ের পক্ষেও অতিশয় শুভ সময়। উপার্জিত অর্থের দুই-তৃতীয়াংশের অধিক সম্পদ সঞ্চিত থাকবে। এক-তৃতীয়াংশের কম ব্যয় হবে। কর্ম ক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, উন্নতমানের নতুন কর্মলাভ প্রভৃতির প্রবল যোগ বিদ্যমান। বিশেষ উন্নতিমূলক কর্মের জন্য স্থানান্তর গমন, এমনকি বিদেশ গমনও সম্ভব হতে পারে। ভ্রাতা-ভগ্নীদের দ্বারা উপকৃত হওয়ার যোগ রয়েছে। বন্ধুর দ্বারা অনিষ্টের আশঙ্কা নেই বটে, তবে ঈর্ষা পরায়ণ বন্ধুরূপী শত্রু সম্বন্ধে বিশেষ সতর্ক থাকা একান্ত প্রয়োজন। সন্তানের জন্য চিত্ত ব্যাকুল হতে পারে। এ বছর অবশ্য সন্তানের কৃতিত্বে বংশের মুখ উজ্জ্বল হওয়ার প্রবল যোগ আছে। সন্তানদের স্বাস্থ্য ভালই থাকবে বলে মনে হয়। বছরের শেষ ভাগে স্ত্রীর শরীর নিয়ে চিন্তা প্রবল। মায়ের থেকে বেশি বাবার কাছ থেকে উপকার পাওয়ার আশা রাখা যায়। সামাজিক কোনও কাজের সঙ্গে যুক্ত হওয়ার যোগ দেখা যাচ্ছে। উত্তেজিত হওয়া, অধিক চিন্তা করা, যে কোনও ধরনের বিবাদে লিপ্ত হওয়া প্রভৃতি এড়িয়ে চলা অবশ্যক। বিদ্যালাভে শুভাশুভ ফল লাভের যোগ দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য লাভ। নিজের ইষ্টদেবতার প্রতি মনোনিবেশ করার বিশেষ প্রয়োজন আছে। কৃষ্ণমন্ত্র জপ করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
অর্থ – এই বছর অর্থ ভাগ্য একটু আগের থেকে ভাল। আগের ঋণ একটু করে শোধ হতে পারে। ব্যবসার থেকে অর্থ আসতে পারে। চাকুরির দিকে মধ্যম ভাব। সঞ্চয়ের জন্য বছরটি খুব ভাল।
পরিবার – স্বামী-স্ত্রীর ভিতর বিবাদ মিটে যাবার সম্ভবনা। ভাই-বোনে কোনও কারণে বিবাদ হওয়ার যোগ আছে। পিতার অর্থ নিয়ে কোনও বিবাদ। পরিবারে সকলের অশান্তি থেকে মুক্তি লাভ।
সম্পর্ক – হঠাৎ পুরোন কোনও সম্পর্ক আবার ঠিক হতে পারে। প্রেমের কোনও নতুন ইঙ্গিত। বাড়িতে স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক হওয়ার জন্য মানসিক আনন্দ। বাহিরের সব সম্পর্ক ঠিক থাকবে না।
জীবিকা – এই বছর জীবিকা একটু ভাল হতে পারে। ব্যবসার দিকে কোনও ভাল সুযোগ আসতে পারে। চাকুরির স্থানে একটু হলেও উন্নতির যোগ। নতুন কোনও জীবিকার পরিকল্পনা করতে পারেন।
কন্যা
এ বছর অর্থ উপার্জনের যোগ আছে প্রচুর, কিন্তু তার সঙ্গে অর্থ নাশের যোগও বিদ্যমান। তথাপি উপার্জন ভাল হওয়ায় দারিদ্র জনিত ক্লেশভোগের আশঙ্কা নেই। বড় ব্যবসায়ীগণ তীব্র প্রতিযোগিতার সন্মুখীন হতে পারেন বটে, তবে সাফল্য আপনারই হবে। আলস্য, দীর্ঘসূত্রিতা, হতাশা প্রভৃতি ত্যাগ করে দ্বিগুণ উৎসাহে সাফল্যের জন্য যত্নবান হলে সব বাধা-বিপত্তি দূর হবে। শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক ও ঔষধ নির্মাণকারীগণের জন্য এটি অতিশয় সুবৎসর। লেখাপড়ায় সফল হওয়ার যোগ দৃষ্টমান। বাতরোগ, নেত্রপীড়া, প্লীহা-যকৃৎ সংক্রান্ত ব্যাধিতে ভোগান্তি হতে পারে। এ বছর শরীরের অসুস্থতার খুব একটা উন্নতি হবে না, আবার খুব অবনতিও লক্ষ্য করা যাচ্ছে না। পুত্র-কন্যাদের দৈহিক ক্লেশ ভোগের সম্ভবনা আছে। তবে বড় ধরনের কোনও রোগের সম্ভবনা নেই। তাদের পড়াশোনায় প্রথমের দিকে একটু বাধা আসবে, কিন্তু পরে সেই বাধা উত্তীর্ণ করে সফলতা পাবে। যদি কোনও সন্তান বিবাহের যোগ্য হয়, তা হলে এ বছর তার বিবাহ নিয়ে একটু ঝঞ্ঝাট থাকবে। ভাই-বোনদের সঙ্গে কোনও বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তাদের কোনও ব্যবহারে ক্ষুব্ধ হওয়ার সম্ভবনা আছে। মাতৃভাব শুভ নয়। তার সঙ্গে মতবিরোধের আশঙ্কা প্রবল। পিতার স্বাস্থ্যের বিশেষ কোনও পরিবর্তন নেই। তবে তাঁর সঙ্গেও সামান্য মতান্তর ঘটতে পারে। খুব বড় ধরনের কোনও বিরোধ হবে না। বন্ধুভাব ভাল পরিলক্ষিত হচ্ছে না, বরং অতিশয় অশুভ। বন্ধুর দ্বারা অনিষ্টের আশঙ্কা সমধিক পরিমাণে বিদ্যমান। এ বছর একাধিক গুপ্ত শত্রু থাকবে। বিশেষ করে কর্মের প্রতিযোগিতার জন্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। পত্নীর স্থান শুভ বলেই ধরা যায়। কিন্তু বছরের শেষের দিকে একটু বিবাদের যোগ দেখা যাচ্ছে। তার শরীর নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে। সদগুরু লাভ ও আধ্যাত্মিক উন্নতি লাভের প্রবল যোগ দৃষ্টমান। এক কথায় ধর্ম ভাব শুভ।
অর্থ – ব্যবসার দিকে মনোযোগ টিকিয়ে রাখতে পারলে ভাল অর্থ আসতে পারে। চাকুরির দিকে উন্নতির যোগ থাকলেও, বছরের শেষের দিকে সমস্যা আসতে পারে। বাড়তি কোনও আয় আসতে পারে। অর্থ আসবে যেমন, তেমন খরচও হবে অনেক। তবে অল্প হলেও সঞ্চয় বাড়ার সম্ভাবনাই বেশি।
পরিবার – বাড়িতে সকলের সঙ্গে ভাল ব্যবহার থাকতে পারে। গুরুজনের প্রতি ভক্তি বাড়তে পারে। পরিবারে যদি কোনও বিবাদ থাকে তা মিটে যাবার সম্ভবনা দেখা যাচ্ছে।
সম্পর্ক – প্রেমের দিকে সম্পর্ক ভাল থাকবে। বাড়িতে স্বামী-স্ত্রী সম্পর্ক উন্নতি হতে পারে। বন্ধুদের থেকে ব্যবহার খারাপ হতে পারে। নতুন সম্পর্ক হওয়ার খুব ভাল সময়।
জীবিকা – জীবিকার দিকে খুব ভাল উন্নতি দেখা যাচ্ছে। চাকুরির জন্য ভাল যোগাযোগ আসতে পারে। ব্যবসায় আরও ভাল ফল পাবেন। তীব্র প্রতিযোগিতা এলেও, জয়ের সম্ভাবনা প্রবল। তবে নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য বছরটা খুব ভাল নয়।
তুলা
বছরের প্রথম দিকে অর্থভাব খুব শুভ হলেও, বছরের মাঝখানে আর্থিক দিকে একটু সমস্যা দেখা দেবে। ব্যয়ও যেমন হবে, সঞ্চয় তারই মধ্যে হবে, তবে সঞ্চয়ের পরিমাণ কম। নতুন কর্মে নিযুক্ত হতে পারেন। চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। শরীর বেশি ভাল নাও থাকতে পারে। বায়ুর প্রকোপ বৃদ্ধি ও মুত্রাশয় ঘটিত রোগে অধিক ক্লেশ ভোগের আশঙ্কা আছে। চলাফেরায় সাবধানতা অবলম্বন বিশেষ জরুরি। যানবাহনে বাড়তি সাবধানতা নেওয়া প্রয়োজন। মার্চের শেষের দিক থেকে জুলাই পর্যন্ত অর্থব্যয়ের মূল সময়, সেই সময় খুব সাবধানে জীবনযাত্রা নির্বাহের চেষ্টা করা উচিত। সন্তানরা একটু অবাধ্য হয়ে উঠতে পারে। বড় ধরনের কোনও রোগ না হলেও, শরীর নিয়ে ছোটখাটো চিন্তা থাকবে। প্রেমের বিষয়ে অতিরিক্ত আবেগি হওয়া ঠিক হবে না। প্রেমের বিষয়ে কোনও গোলমাল সামনে এলে, নিজেকে গুটিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। একঘেয়েমি জীবনযাত্রার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। বছরের মাঝামাঝি ভ্রমণের যোগ পরিলক্ষিত হচ্ছে। পিতার স্বাস্থ্যের প্রতি নজর রাখা কর্তব্য। ভাই-বোনদের থেকে বিশেষ উপকার পাওয়ার আশা রাখতে পারেন। নারী শত্রুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভবনা আছে। ধর্মে খুবএকটা মতি দেখা যাবে না। কালীমন্ত্র জপে অনেকটা শান্তি পেতে পারেন।
অর্থ- অর্থের ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভাল হবে। অর্থ ভাগ্য খুব ভাল হবে এই বছর। ব্যবসার দিকে অর্থ আসতে পারে। পাওনা টাকা আদায়ের ভাল সময়। নতুন কোনও ব্যবসা করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সঞ্চয় নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকুন।
পরিবার – বছরের প্রথম দিকে পরিবারে কোনও ছোট বিবাদ বড় রূপ নিতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনা করে সব কাজ করুন। ভাই-ভাই কোনও বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে।
সম্পর্ক – অনেক দিনের পুরনো কোনও সম্পর্কে কোনও প্রকার চির ধরতে পারে। প্রেমের দিকে বছরের মধ্যভাগে ভাল সময়। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল মন্দ মিশিয়ে থাকার যোগ দেখা যাচ্ছে।
জীবিকা – বছরের প্রথম দিকে জীবিকার জন্য দূরে যেতে হতে পারে। ব্যবসা ও চাকুরিতে ভাল যাবে। নিজের প্রচেষ্টায় বাড়তি কিছু আয় বাড়তে পারে। দারুণ না হলেও, মোটের উপর জীবিকা ভাল থাকবে এই বছর।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির উপরে বৃহস্পতি থাকার জন্য ধনভাব শুভ। গত বছরের সঙ্গে যদি আর্থিক অবস্থার তুলনা করা হয়, তা হলে এক কথায় বলা যায় বৃশ্চিক রাশির আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। সঞ্চয়ের পরিমাণও খুব ভাল থাকবে না, কারণ আগের ঋণ শোধ করবার জন্য অর্থ খরচ হবে। উত্তরাধিকার সুত্রে ধন-সম্পত্তি লাভ, লটারি প্রভৃতিতে অর্থাগম, কর্মে পদোন্নতির ও প্রসারতা লাভাদি সুফলের পুর্ণযোগ লক্ষিত হয়। অলসতা, শৈথিল্য প্রভৃতি ত্যাগ করে পুর্ণোদ্যমে কর্মে ব্রতী হলে, সুফলের আশা করাই যায়। বর্তমান বছরটি এ রাশির জাতকের জন্য ধনসঞ্চয়ের বছর বলে গণ্য হয়। কিঞ্চিৎ ব্যয়ের যোগ আছে। আর্থিক অবস্থা শুভ হলেও শরীর নিয়ে ক্লেশ ভোগের আশঙ্কা আছে। রক্ত আমাশা, অজীর্ণ বাত, আঘাত প্রাপ্তির যোগ রয়েছে প্রবল। এ বছর আগুন থেকে খুব সাবধান থাকতে হবে। তা ছাড়া হৃদরোগে ভোগার সম্ভবনাও দেখা যাচ্ছে। তবে এর কোনওটাই খুব বড় আকার ধারন করবে না। স্ত্রীর সঙ্গে সু-সম্পর্ক বজায় থাকবে। তবে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে। বছরের প্রথম তিন মাস সন্তানদের স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে। শরীরের সঙ্গে সঙ্গে লেখাপড়া নিয়েও কিঞ্চিৎ চিন্তা বাসা বাঁধতে পারে, তবে পুরোটাই অল্প সময়ের জন্য। এ বছর পিতা, মাতা, ভাই-বোনদের শরীর ভাল থাকলেও মতের অমিল হতে পারে। বাড়িতে বিবাহ যোগ্য কেউ থাকলে তার এ বছর বিবাহ হওয়ার যোগ আছে। শত্রুর সংখ্যা বন্ধুর তুলনায় কম হবে আশা করা যাচ্ছে। বেশি সংখ্যক বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার যোগ দেখা যাচ্ছে। শত্রুরা অনিষ্টের চেষ্টায় সফলতা পাবে না। এ বছর প্রেমের যোগ দারুণ ভাবে দেখা যাচ্ছে। ধর্মে অনীহা কাটিয়ে উঠতে পারলে, উন্নতি আরও উচ্চ শিখরে যাবে। ইষ্টমন্ত্র জপ নিয়মিত করা আবশ্যক।
অর্থ – অর্থ ব্যপারে এই বছর খুব একটা সমস্যায় পড়তে হবে না। ব্যবসার দিকে অর্থ নিয়ে একটু টানাটানি হতে পারে, কিন্তু নিজের বুদ্ধিমত্তায় সেটা মিটিয়ে নিতে সক্ষম হবেন। পাওনা অর্থ আদায়ে একটু দেরি হবার যোগ। বুদ্ধির ভুলে অর্থ নষ্ট।
পরিবার – পরিবারের সকল সদস্যদের সঙ্গে সারা বছরই আনন্দে দিন কাটবে। স্বামী-স্ত্রীর ভিতর ঝগড়া ও ভালবাসা মিলিয়ে থাকবে। সন্তান ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে।
সম্পর্ক – সম্পর্ক নিয়ে কোনও প্রকার চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। নতুন কোনও সম্পর্ক খুব ভাল করে চিন্তা ভাবনা করে ঠিক করুন।
জীবিকা – জীবিকার জন্য বাহিরে যেতে হতে পারে। চাকুরির স্থানে কোনও অশান্তি থেকে একটু দূরে থাকুন। ব্যবসার জন্য সময় মধ্যম প্রকার। বাড়তি কোনও ব্যবসা চিন্তা করে ঠিক করুন।
ধনু
এ বছর রাশির উপরে শনি থাকার জন্য ধনভাব একটু খারাপ। অর্থ উপার্জন কম হবে, আবার সঞ্চয়ও হবে কম। যে কোনও ব্যবসা বা নতুন চাকরি যাই হোক না কেন, সব দিক থেকেই ধনু রাশির এ বছর উন্নতি কম হওয়ার যোগ দেখা যাচ্ছে। তা ছাড়া যিনি যে কর্মে নিযুক্ত আছেন, তিনি সেই কর্মে নিযুক্ত থকলেও উন্নতি লাভে বিলম্ব হবে। এমনকি অনেক দিনের আটকে থাকা টাকারও প্রাপ্তিতে বাধা আসবে। বছরের মাঝখানের দিকে কোনও যানবাহন কেনার যোগ দেখা যাচ্ছে। সব কিছুর মাঝখানে আবেগ ধরে রাখতে হবে, খুব আবেগী হয়ে পড়লে নিজের ক্ষতির সম্ভাবনা আছে। বছরের বেশির ভাগটা ভাল কাটলেও শেষের দিকে শরীর নিয়ে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। ভ্রমণের যোগ প্রবল, তবে কোনও কারণে এতে বাধা আসতে পারে। বিদ্যালাভে সেরকম কোনও বাধা নেই। বিজ্ঞান, গণিত ইত্যাদির চর্চায় ভাল অগ্রসর হওয়ার যোগ। লেখাপড়ার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা এ বছর করা যেতে পারে। সন্তানদের কাছ থেকে আশানুরূপ ফল পাওয়ার আশা রাখতে পারেন। অপ্রিয় সত্য কথার জন্য বিপদের আশঙ্কা আছে, তাই সংযমী ভাব বজায় রাখুন। যে কোনও ঝগড়া, তর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। এই বছর পিতার কোনও উপদেশ খুব উপকারে লাগতে পারে। বন্ধুদের যোগ ভাল থাকলেও, এরই মধ্যে দু’একজন গুপ্ত শত্রুও থাকবে। তাই সঠিক বিচার করেই বন্ধু নির্বাচন করতে হবে। সেবামূলক কাজে দান ধ্যান করা খুব শুভ হবে।
অর্থ– ফাটকা কোনও আয় হতে পারে, কিন্তু লটারি পাওয়ার কোনও যোগ দেখা যচ্ছে না। আর্থিক ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেলেও টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর্থিক ব্যাপারে কোনও অপবাদ আসতে পারে।
পরিবার – পরিবারে বিবাদ লেগেই থাকবে। স্বামী-স্ত্রী মনোমালিন্যের পরিমাণ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনও প্রকার মতের অমিল হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে।
সম্পর্ক – বাহিরের কোনও মহিলা বা পুরুষের সঙ্গে নতুন ভাবে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ভাল কোনও সম্পর্ক শত্রুতার কারণে নষ্ট হতে পারে। প্রেমের দিকে কোনও বিবাদ বৃদ্ধি পেলেও মিটে যাবে।
জীবিকা – কর্মস্থানে কোনও শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, খুব সতর্ক থাকতে হবে। ব্যবসার দিকে একটু চিন্তা বাড়বে। আয় করতে একটু কষ্ট করতে হবে। চাকরির স্থানে চাপ বাড়তে পারে।
মকর
রাশির উপরে কেতু ও রাহুর দৃষ্টি থাকার জন্য খরচ বেশি হবে ও সারা বছর নানা সমস্যায় জর্জরিত থাকলেও আর্থিক ব্যাপারে বিশেষ শুভফল লাভ হবে। আয় ও ব্যয়ের পরিমান সমান থাকবে বলা চলে। তবে ভাল উপার্জনের সঙ্গে সঙ্গে সঞ্চয়ও হবে খুব ভাল। কর্মহীনের কর্মপ্রাপ্তি, কর্মরত ব্যক্তিদের পদোন্নতি ও উন্নতিমূলক কর্মে স্থানান্তর গমন যোগ প্রবল। জ্যোতিষী, সোনা-রুপোর ব্যবসায়ী, আমদানী-রপ্তানী, গভেষক ও রসায়নবিদগণের সামনে সুবর্ন সুযোগ আসতে পারে, এবং এসব বিষয়ে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে। শারীরিক অবস্থা শুভ নয়, সারা বছরই কিছু না কিছু ছোটখাটো রোগ ভোগ করতে হতেই পারে। চলাফেরায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, রক্তপাতের যোগ বিদ্যমান। সম্ভবতঃ শারীরিক চাপের সঙ্গে সঙ্গে মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে, এবং এর ফলস্বরূপ বিদ্যাচর্চায় পুনঃ পুনঃ ব্যাঘাত আসতে পারে। কিন্তু পড়াশোনায় চেষ্টার ত্রুটি করলে চলবে না। তুচ্ছ কারনে পারিবারিক অশান্তি দেখা দেবে। দাম্পত্য কলহ মাঝে মাঝেই হবে, কিন্তু প্রচুর ধৈর্য সহকারে বছরটি অতিক্রম করতে না পারলে পত্নীর সঙ্গে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। সন্তানের কোনও কৃতিত্বে বংশের গৌরব বৃদ্ধি হতে পারে। মা-বাবা, ভাই-বোন বা পরিবারের যে কোনও সদস্যদের সঙ্গে খুব বুঝে চলতে হবে। মাতা অপেক্ষা পিতার স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধুর সাহায্য বিশেষ উপকার সাধিত হবে। শত্রু পক্ষ খুব একটা অনিষ্ট ঘটাতে পারবেনা। তবে একটা বিষয় মনে রাখতে হবে বছরের প্রথম দিকে বন্ধু প্রভাবে খরচ বৃদ্ধি বা কিছু ক্ষতি হতে পারে। ধর্ম কাজে মনোনিবেশ করতে পারলে এসকল বিপত্তি থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে।
জীবিকা – পুরোপুরি মনোযোগ জীবিকার ওপর রাখতে হবে, কারন ব্যবসায় একটু চিন্তা বৃদ্ধি হতে পারে। আয় খুব ভাল হতে পারে । চাকুরির স্থানে কোনও ভাল যোগাযোগ আসতে পারে।
অর্থ – এ বছর প্রচুর অর্থ ব্যয়ের সম্ভবনা। ব্যবসার দিকে অর্থ নিয়ে চিন্তা থাকবে। বাড়তি কোনও ব্যবসা না করাই ভাল। পাওনা অর্থ আসতে পারে।
পরিবার – এই বছর পরিবারে দিকে কোনও চিন্তা বাড়বে না। সকলের সঙ্গে যোগাযোগ ভাল থাকবে। পরিবারের সকলের মন জয় করতে সক্ষম হবেন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি।
সম্পর্ক – নতুন কোনও সম্পর্ক খুব ভাল হবে, ভাল যোগাযোগ আসবে। প্রেমের দিকে চিন্তা থাকবে না। বিবাহ ব্যপারে কোনও যোগাযোগ আসতে পারে। পুরোনো কোনও সম্পর্ক ঠিক থাকবে।
কুম্ভ
এই বছর সকল কাজে একটা বাধা থাকবে। ব্যয় হবে বেশি, সঞ্চয় হবে অল্প। এ বছর কর্মে সুযোগ আসবে প্রচুর তবে বুদ্ধিমত্তার সঙ্গে সেই সুযোগগুলি কাজে লাগাতে পারলে উন্নতির আশা করা যায়। যার কর্ম যত বেশি প্রসারিত হবে তাকে তত বেশি বাধা-বিঘ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু অধৈর্য হলে চলবে না। এ বছরটা ঝঞ্ঝাটপূর্ণ, সতর্ক পদক্ষেপ প্রয়োজন। একটু ভুল পদক্ষেপ সম্মানহানি ঘটাতে পারে। এ বছর দৈহিক ক্লেশ ভোগ, মানসিক স্বাচ্ছন্দ্যের অভাব, পত্নীর স্বাস্থ্যহানি প্রভৃতির ফলে বিব্রত হয়ে পড়া সম্ভব। এর মধ্যেও নতুন গৃহ নির্মাণ বা উত্তরাধিকার সূত্রে স্থাবর-অস্থাবর সম্পদ লাভ সম্ভব হবে বলে মনে হয়। ছাত্রছাত্রীদের পক্ষে পরীক্ষায় বিশেষ শুভফল লাভের আশা সমধিক পরিমাণে বিদ্যমান। সন্তানদের প্রতিযোগিতামূলক কাজের জন্য অতিশয় আনন্দলাভ ও গৌরব বৃদ্ধি হতে পারে। এ বছর মা-বাবার সঙ্গে তীর্থস্থানে ভ্রমণ যোগ প্রবল। পিতা-মাতার শরীর ভাল থাকবে আশা করা যায়। অবিবাহিতদের বিবাহের যোগ দেখা যাচ্ছে। ভ্রাতা ও ভগ্নীর সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে। বন্ধুভাব ভাল থাকলেও, বেশি নতুন বন্ধু না করাই ভাল। কারণ এ বছর বন্ধুদের মধ্যে অনেকেই প্রয়োজনের সময়ে দূরে সরে যাবে। ধর্মভাব ভালই থাকবে। দক্ষিণাকালীর পুজো করলে উপকৃত হবেন।
অর্থ – অর্থের ব্যাপারে এই রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম দিকে চাপ বাড়তে পারে। বছরের মধ্য ভাগে কোনও সুবিধা পেতে পারেন। এই বছর অর্থ নিয়ে বাড়িতে চিন্তা বাড়তে পারে। কিন্তু সকল বাধা অতিক্রম করতে সক্ষম হবেন।
পরিবার– বাড়িতে কোনও বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। পরিবারে সকলের সঙ্গে মাঝে মধ্যে বিবাদ হতে পারে। পারিবারিক অশান্তি নিয়ে কারও সঙ্গে আলোচনা না করাই শ্রেয়।
সম্পর্ক– প্রেমের দিকে কোনও বিবাদ বাড়তে পারে। নতুন সম্পর্ক ভাল হবে না, পুরনো সম্পর্ক একটু মানসিক চাপ বাড়াতে পারে। অপর কোনও ব্যক্তির জন্য অশান্তি বৃদ্ধি।
জীবিকা– এই বছর জীবিকার দিকে একটু চিন্তা বাড়তে পারে। জীবিকার কোনও পরিবর্তন হতে পারে। ব্যবসার দিকে কোনও চাপ বাড়বে।
মীন
এ বছরটি সার্বিক বিচারে শুভাশুভ মিশ্রিত হলেও আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। এ বছর ধনোপার্জন ভালই হবে। অর্থ জমানোর ব্যাপারে নিজেকে সতর্ক থাকতে হবে। শিক্ষক, চিকিৎসক, রসায়ন বিদ্যার গবেষক ও জ্যোতির্বিদদের পক্ষে বছরটি বিশেষ শুভ। ব্যবসায়ীদের একটু সমস্যার সম্মুখীন হতে হবে। এ বছর প্রেমে পা বাড়ানোর আগে খুব ভাবনা চিন্তা করা দরকার, প্রত্যাখ্যাত হওয়ার যোগ আছে। কিন্তু চেষ্টা না ছাড়লে সফল হওয়ার আশা করা যায়। এ বছর বিদ্যালাভে কোনও বাধার যোগ দেখা যাচ্ছে না। সংসারের কিছু বিষয় আপনাকে বিব্রত করতে পারে। সব কিছুর মধ্যেও স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকার আশা করা যায়। তবে অন্যান্য আত্মীয় পরিজনদের সঙ্গে সু-সম্পর্ক নাও থাকতে পারে। বিদ্যালাভে শুভাশুভ ফল লাভের যোগ দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য লাভ। শত্রু বেশি নেই বললেই চলে। তবে গুপ্ত শত্রু থাকা অসম্ভব নয়। নতুন কোনও কিছু করার আশা এ বছর না করাই ভাল। সাধুসঙ্গে আধ্যত্মিক উন্নতির যোগ আছে।
অর্থ– আর্থিক ব্যাপারে এই বছর খুব ভাল যোগাযোগ আসতে পারে। ব্যবসার দিকে বিশেষ উন্নতি হতে পারে। সারা বছর আর্থিক ব্যাপারে কোনও অসুবিধা হবে না।
পরিবার– বছরের মধ্য ভাগে বিবাহ জীবন খুব ভাল কাটবে এবং পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কোনও ছোট বিবাদ অনেক দূর যেতে পারে।
সম্পর্ক– এই বছর কোনও নতুন সম্পর্ক হওয়ায় অশান্তি বৃদ্ধি পেতে পারে। পুরনো সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে। নতুন প্রেমের দিকে একটু চিন্তা ভাবনা করে এগনো দরকার।
জীবিকা– এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।
এই বছর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য বছরটি খুব ভাল যাবে । বছরের মধ্যভাগে ভাল যোগাযোগ আসতে পারে । বছরের খুব দরকারি কাজ এখনি শুরু করে ফেলুন । কর্ম স্থানে কোনও নতুন যোগাযোগের সম্ভাবনা। শত্রুর জন্য ভয় ভাব বাড়তে পারে । সমস্যার সামাধানের জন্য গুরুজনের সাহায়্য পাবেন। এই মাসে সুরক্ষা ব্যবস্থার জন্য আলোচনা । মধ্য ভাগে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি । সন্তানের কোনও দরকারি কাজের ব্যবস্থা । ব্যবসায়ের ক্ষেত্রে শুভ।সঞ্চয় কম হবে । এই বছর নতুন কোনও কাজের ব্যপারে মনে একটু ভয় ভাব আসতে পারে । উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনাতে লাভ বৃদ্ধি । অর্থ ব্যবস্থা ভাল হবে না । স্ত্রীর কারণে কোনও বিবাদ আসতে পারে। এই বছর কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে । গাড়িচালক দের জন্য ভাল সময় । ব্যবসায়ে আয় বৃদ্ধির যোগ । বেকারদের কাজের সুযোগ আসতে পারে ।সম্পত্তি নিয়ে বিশেষ আলোচনা । এই বছর অতিরিক্ত ব্যয়ের কারণে মাথাগরম । কোন কারণে রক্তপাতের যোগ আছে। একটু সাবধান থাকুন । প্রিয় ব্যাক্তির সঙ্গে থাকার জন্য মনে আনন্দ । কোন কারণে মন খারাপ হতে পারে । কোনও কাজে বাধা আসতে পারে । প্রেমের ক্ষেত্রে চাপ বৃদ্ধি । আইনি ব্যবস্থা ভালফল হবে। একটু সাবধানে চলাফেরা করা দরকার । পুজা পাঠের জন্য মনের শান্তি ।এই মাসে কোনও বীরত্ব প্রকাশ করতে গিয়ে বিপদ আসতে পারে । ব্যবসায়ে খুব ভাল সাফল্যের যোগ । তবে কোনও কারণে অর্থ ক্ষতি হতে পারে । শত্রুর বিষয় একটু সাবধান থাকুন । এই সময় কোমরের যন্ত্রণা বৃদ্ধি । ব্যবসার দিকে বিনিয়োগ বাড়াতে পারে ।
অর্থ – অর্থের ব্যাপারে এই বছরে খুব ভাল যোগাযোগ আসতে পারে । ব্যবসায়ের ক্ষেত্রে খুব ভাল উন্নতির যোগ । বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সারা বছর অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনও অসুবিধা হবে না ।
পরিবার – মেষ রাশির সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য বিবাহিত জীবন খুব ভাল কাটবে । এবং পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে । মধ্যভাগে সামান্য বিবাদ অনেক বড় আকার নেবে ।
সম্পর্ক – এই বছর কোনও নতুন সম্পর্ক শুরু হতে পারে ।পুরন সম্পর্ক নিয়ে কোনও চিন্তা থাকবে না । নতুন প্রেমের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে।
জীবিকা – এই বছর জীবিকার ব্যপারে খুব একটা চিন্তা বাড়বে না । ব্যবসায়ের দিকে নতুন যোগাযোগের সম্ভাবনা । চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ। তবে ব্যবসায়ের জন্য দূরে যেতে হতে পারে ।
বৃষ
বছরের প্রথম দিকে বিবাহিত জীবন একটু বাধার সম্মুখীন হবে ।ব্যবহারে ত্রুটি থাকার জন্য প্রেমে অশান্তি ।এই সময় সামাজিক কোনও কাজের জন্য সম্মান বাড়বে । শিল্পীদের জন্য শুভ সময়। ব্যবসার জন্য সময় ভাল । সংসারে কোন বিবাদ অনেক দূর গড়াবে। এ সময় উদ্দেশ্য পুরণের ভাল সময় । অযথা কোনও ঝামেলায় জড়িয়ে না পড়াই ভাল । অপরের কোনও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে । সামান্য সমস্যায় বাড়িতে অশান্তি। এই সময় ভাল কথা বলবার জন্য বন্ধু মহলে সুনাম । সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি । সমাজে কোন উপকার করবার জন্য সম্মান পেতে পারেন । পিতার সঙ্গে সম্পত্তি নিয়ে কোন আলোচনা।এই বছর কিছু দান করবার জন্য মনে আনন্দ বাড়তে পারে । উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে । । গুরুজনের শরীর নিয়ে চিন্তা । স্ত্রীর সাহায্যে বিপদ থেকে উদ্ধার । এই সময় ব্যবসার দিকে একটু নজর দিন । বন্ধুর পাশে বিপদে দাঁড়াতে পারবেন । পড়াশুনার জন্য বিদেশে ভ্রমণ হতে পারে । কর্মে শুভ পরিবর্তন , সন্তানের পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি । বছরের প্রথমে কোনও খারাপ কিছু ঘটার সম্ভাবনা । উদাসীন থাকার জন্য ভাল কাজ হাত ছাড়া হতে পারে । আত্মীয়ের সঙ্গে কোন সম্পত্তি নিয়ে আলোচনা । বাড়িতে কোনও আইনি বিষয় নিয়ে আলোচনা ।প্রতিবেশীদের কাছে খুব সুনাম পাবেন। এই সময় বন্ধু বিচ্ছেদের জন্য মানসিক কষ্ট । কর্মে উন্নতি খুব ভাল থাকবে । কাঠের ব্যবসার দিকে খুব ভাল ফলের আশা করা যায় ।এই সময় মালিকের আনুগত্য থাকার জন্য সুনাম লাভ করতে পারবেন । চাকরির জায়গায় কিছু পরিবর্তন আসতে পারে। প্রেমের জন্য কিছু খরচ বাড়বে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে।এ বছর ব্যবসার দিকে খুব ভাল লাভ দেখতে পাবেন । প্রেমের ব্যপারে শুভ সময় । বাড়িতে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা। বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে ।
অর্থ – এই রাশির জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত ব্যাপারে প্রথম দিকে চাপ বাড়তে পারে,মধ্যভাগে কোনও সুবিধা পেতে পারেন । এই বছর অর্থ নিয়ে বাড়িতে চিন্তা বাড়তে পারে।
পরিবার – বাড়িতে কোনও বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। সপ্তম স্থনে শনি থাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্তি বাড়তে পারে । পরিবারে সকলের সঙ্গে মাঝে মধ্যে বিবাদ আসতে পারে ।
সম্পর্ক – প্রেমের ক্ষেত্রে বিবাদ বাড়ার সম্ভাবনা।নতুন সম্পর্ক ভাল হবে না। পুরনো সম্পর্কের জন্য একটু মানসিক চাপ বাড়াতে পারে । অপর কোনও ব্যাক্তির জন্য অশান্তি বৃদ্ধি ।
জীবিকা – এই বছর জীবিকার দিকে একটু চিন্তা আসতে পারে । জীবিকার পরিবর্তন হতে পারে । ব্যবসার দিকে চাপ বাড়বে
মিথুন
বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য ব্যবসায় ভাল উন্নতি হতে পারে । চাকরির ক্ষেত্রে ভাল সময় ও উন্নতির যোগ । । বিবাহ জীবনে সুখের খবর আসছে । তবে সপ্তম স্থানে শনি থাকার জন্য স্বামী স্ত্রী বিবাদ বাধতে পারে । নতুন প্রেমে আনন্দ বৃদ্ধি । গঠনমূলক কাজের চিন্তা । বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে – এই সময় কোনও মহিলার প্রতি দুর্বলতার জন্য বিপদ । বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে । চাকরির জায়গায় সুনাম বাড়তে পারে । সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদ । মধুর কথাবার্তার জন্য বন্ধু মহলে সুনাম । সংসারের অশান্তির জন্য মন খারাপ । মাসের মধ্য ভাগে একটু সাবধানে চলুন ।কর্ম স্থানে সমস্যা মিটে যেতে পারে । অর্থ ভাগ্য মধ্যম ।ব্যবসায় লাভের মাত্রা বাড়তে পারে ।ফাটকা ব্যবসার জন্য ভাল সময় । সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে । । কর্ম সূত্রে বিদেশ ভ্রমণ । প্রিয় জনের সঙ্গে মিলনে মাসে খরচ বাড়বে।বছরের এই সময় নতুন কোন কাজ আরম্ভ হতে পারে ।বাতজ ব্যথায় চলাফেরাতে অসুবিধা । । চাকরির স্থানে সুনাম অর্জন । বাড়িতে কোনও জিনিষের ক্ষতি ,একটু সময়ের অপেক্ষা করুন, শুভ ফল পাবেন । বাড়িতে বহু লোকের সমাগম । সাবধানে চলাফেরা করুন । বুদ্ধির জোরে কর্মে অগ্রগতি। বাবা – মায়ের সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনায় সুফল মিলতে পারে ।এই সময় মনের ভুলে কোনও ক্ষতি হতে পারে ।প্রেমের ব্যপারে শুভ সংকেত । সময়ে নজর না দেবার জন্য ভাল কাজ হাতছাড়া । বাঁকা পথে আয় না করা ভাল হবে । বিবাহের জন্য চিন্তা।এই সময় আপনার কোনও কাজ আপনার মনকে আঘাত দিতে পারে ।বন্ধু দের সঙ্গে বেশী তর্ক না করা ভাল হবে । নিজের সুপ্ত অহংকার থেকে বেরিয়ে আসুন । শত্রুর জন্য আইনি ব্যবস্থা।বছরের এই সময় লেখক দের জন্য ভাল সময় । বাড়িতে আনন্দ উপভোগ । গবেষণাতে সাফল্য মিলতে পারে । অধিক উদারতার জন্য কর্মে ব্যাঘাত। শত্রুর উৎপাত বৃদ্ধি। শেষের দিকে মানসিক উদ্বেগের জন্য কাজের ক্ষতি । সন্তানের জন্য কোনও শুভ সংবাদ আসতে পারে । প্রেমের আঘাত খুব বড় হতে পারে । শরীরের সমস্যার জন্য মানসিক চাপ । স্ত্রীর জন্য মানসিক সুখ বৃদ্ধি ।
অর্থ – অর্থের ব্যপারে খুব ভাল সময় আসছে । ব্যবসায়ের দিকে অর্থ নিয়ে চিন্তা থাকবে না । বাড়তি কোনও ব্যবসার থেকে অর্থ আসতে পারে । পাওনা অর্থ আদায় হতে পারে ।
পরিবার – এই বছর পরিবারের জন্য কোনও চিন্তা বাড়বে না । সকলের সঙ্গে যোগাযোগ ভাল থাকবে । সপ্তম স্থানে শনি থাকার জন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে ।
সম্পর্ক – নতুন কোনও সম্পর্ক খুব ভাল হবে। ভাল যোগাযোগ আসবে । প্রেমের দিকে চিন্তা থাকবে না । বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে । পুরানো কোনও সম্পর্ক ঠিক থাকবে ।
জীবিকা – জীবিকার ব্যপারে কোনও চিন্তা থাকবে না কারণ নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য । আয় খুব ভাল হতে পারে । চাকরির স্থানে কোনও ভাল যোগাযোগ আসতে পারে ।
কর্কট
রাশির উপর রাহু থাকার জন্য বছরের প্রথমের দিকে ফটকা কোনও ব্যবসায় উন্নতির যোগ । এই সময় বিবাহের ব্যাপারে কোনও আলোচনা বন্ধ না করাই ভাল , প্রেমের জন্য কোন হতাশা। লেখাপড়ার ক্ষেত্রে বাধা। পিতার সঙ্গে কোনও মতের অমিলের জন্য রাগ ।সন্তান নিয়ে কোনও চিন্তার কারণ হতে পারে ।এই সময় অর্থের ব্যাপারে খুব ভাল সুবিধা পাবেন না। বাড়িতে নতুন কোনও কাজের জন্য মনে আনন্দ বাড়তে পারে । অতিরিক্ত রাগের জন্য কোনও বিপদ ,পুলিশের কোনও চাপ আসতে পারে ।এই সময় অপরের কাছ করুণার পাত্র হতে হবে ।রাশিতে রাহু থাকার জন্য মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ হবার সম্ভাবনা। সংসারের ব্যাপারে খরচের চাপ বৃদ্ধি।এই সময় একটু বিবাদের মনোভাব বেশী থাকবে ।রাস্তা ঘাটে বিপদ থেকে সাবধান । কোনও প্রিয় বস্তু নষ্ট হবার জন্য মন কষ্ট বাড়তে পারে । বছরের এই সময় অর্থ ব্যাপারে চাপ, তাই সঞ্চয়ে বাধা ।এই সময় জমি কেনা বেচার জন্য খুব ভাল হবে না ।ব্যবসার দিকে কোনও বাধা আসতে পারে । বাড়ির কোনও সমস্যার জন্য মনের ওপর চাপ বৃদ্ধি।প্রেমের ব্যপারে কোনও সিদ্ধান্ত নেবার আগে একটু চিন্তা করুন ।এই বছরে সমাজের কাজের জন্য সম্মান বাড়তে পারে । অপরের কাজের জন্য সাহায়্য করতে পারবেন। শত্রুর কারণে কোনও ভয় বৃদ্ধি । অর্থের ব্যাপারে কোনও সাহায়্য পেতে পারেন। এই সময় অর্থের ব্যাপারে চাপ বাড়তে পারে । । কোনও কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে কোনও নতুন পরিকল্পনা । ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি । শেষের দিকে কোনও ভাল কাজের জন্য মনে শান্তি পাবেন। বেকারদের কোনও কাজের সুযোগ হাত ছাড়া হতে পারে ।সম্পত্তি নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে ।এই বছর ব্যবসায়ের ক্ষেত্র ভাল। এই সময় অতিরিক্ত লোভের কারণে কোনও বিপদ আসতে পারে । বিবাহিত জীবনে কোনও অশান্তির পরিবেশ আসতে পারে । গুরুজনের সাহায়্যে বিপদ থেকে উদ্ধার।
অর্থ – ফাটকা কোনও আয় আসতে পারে । অর্থের ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে । পাওনা আদায়ের ক্ষেত্রে অশান্তি বৃদ্ধি । অর্থের ব্যাপারে কোনও অপবাদ আসতে পারে।
পরিবার – পরিবারে বিবাদ লেগেই থাকবে । স্বামী স্ত্রী মনোমালিন্য বৃদ্ধি। গুরুজনের সঙ্গে কোনও প্রকার মতের অমিল হতে পারে । মানসিক চাপ বাড়তে পারে।
সম্পর্ক – বাইরের কোনও মহিলা বা পুরুষের সঙ্গে নতুন ভাবে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ।ভাল কোনও সম্পর্ক শত্রুতার কারণে নষ্ট হতে পারে । প্রেমের ক্ষেত্রে বিবাদ বৃদ্ধি।
জীবিকা – কর্মস্থানে কোনও শত্রু দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা । ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়বে । আয় করতে একটু কষ্ট করতে হবে।চাকরির স্থানে চাপ বাড়তে পারে ।
সিংহ
বছরের প্রথম দিকে সংসারের চিন্তায় মানসিক চাপ বাড়তে পারে।স্বামী স্ত্রীর অশান্তি বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ।বুদ্ধির ভুলে ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে । এ সময় পুরানো বন্ধুর সাথে মিলনে আনন্দ ।খুব শক্ত ভাবে শত্রুর সাথে মোকাবিলা করুন ।কোনও সম্পত্তি লাভের সুযোগ হাত ছাড়া হতে পারে।এ সময় শরীর খারাপের জন্য কাজের গাফিলতি।রাজনৈতিক চাপ বাড়তে পারে । তবে কোনও ভাল কাজের জন্য গৌরব বাড়তে পারে । সারা শরীরে এ সময় যন্ত্রাণা বোধ । প্রেমে আকস্মিক বাধা আসতে পারে । পশু থেকে দূরে থাকুন ।বছরের এই সময় থেকে মনে বিষণ্ণ ভাবের জন্য কর্মে না যাবার ইচ্ছা । ভোগ বিলাস বাড়তে পারে । বিবাহ জীবন সুখের ভিতর দিয়ে যাবে না । বেদ পূরাণ চর্চা ও সাধু সেবায় আনন্দ। যারা পড়াশোনা নিয়ে থাকেন, তাদের জন্য সু সময় ।অর্থ নিয়ে চিন্তা হতে পারে । বাড়িতে কোনও সু খবর আসতে পারে ।মাসের কোনও সময় গুরুজনের শরীর নিয়ে চিন্তা খরচ বাড়তে পারে।এই সময় বাড়িতে কিছু শুভ পরিবর্তন আসতে পারে। ,প্রেমের জন্য নতুন কোনও চিন্তা ভাবনা । ব্যবসায়ের স্থানে গুপ্ত শত্রুতার জন্য কিছু ক্ষতি হতে পারে । এই সময় অপরের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে ।কোনও ভুল কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে । রাজনীতির লোকেদের সুনাম বাড়তে পারে ।প্রেমে বিরহ আসতে পারে ।মাসের এই সময় প্রভাবশালী ব্যক্তির দ্বারা কর্মে উন্নতি লাভ। বছরের এই সময় ভ্রমণে অশান্তি বাধতে পারে । ভাল কাজ করেও ভাল ফল পাবেন না । কোনও মহিলাকে নিয়ে বিবাদ হতে পারে । প্রিয় জনের থেকে আঘাত আসতে পারে। বছরের এই সময় ব্যবসায়ের দিকে ভাল ফল পাবেন । প্রতিবেশীদের কাছে কিছু বদনাম ছড়াতে পারে ।কর্ম স্থানে নতুন কিছু প্রাপ্তি হতে পারে । এ সময় পড়াশোনাতে মনোযোগ বাড়বে।বছরের শেষের দিকে পুজা পাঠে মন খুব ভাল থাকবে । বাড়িতে কোনও সু খবর আসতে পারে । কর্ম স্থানে অশান্তি হতে পারে । বাড়িতে নতুন অতিথির আগমন।
অর্থ – অর্থের ব্যাপারে এই বছর চাপ বাড়তে পারে । ব্যবসায়েয়ের ক্ষেত্রে অর্থ নিয়ে একটূ টানাটানি হতে পারে । পাওনা অর্থ আদায়ে একটু দেরী হবার যোগ । বুদ্ধির ভুলে অর্থ নষ্ট।
পরিবার – ভাই ভাইয়ে বিবাদ মিটে যেতে পারে কারণ তিন নম্বর ঘরে বৃহস্পতি আছে । স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া ও ভালবাসা মিলিয়ে থাকবে । সন্তানের ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে।
সম্পর্ক – সম্পর্ক নিয়ে কোনও প্রকার চিন্তা বাড়তে পারে । প্রেমের জন্য বাড়িতে বিবাদ । । নতুন কোনও সম্পর্ক খুব ভাল করে চিন্তা ভাবনা করে ঠিক করুন।
জীবিকা – জীবিকার জন্য বাহিরে যেতে হতে পারে । চাকুরির স্থানে যদি কোনও অশান্তি থাকে, তা থেকে একটু দূরে থাকুন । ব্যবসার জন্য সময় মধ্যম প্রকার ।বাড়তি কোনও ব্যবসা চিন্তা করে ঠিক করুন ।
কন্যা
কন্যা রাশির দ্বিতীয়ে বৃহস্পতি থাকার জন্য বছরের শুরুতে অর্থ যোগান খুব খারাপ যাবে না । নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে । চাকরির দিকে কোনও ভাল সুযোগ । ব্যবসায়ের দিকে মূলধনের খুব ভাল ব্যবস্থা হতে পারে । বেকার দের জন্য কোনও কাজের সুযোগ আসতে পারে।পিতামাতার সঙ্গে কোন কারণে বিবাদ । রক্ত চাপ বাড়তে পারে ।এ সমায় পুরানো কোনও ক্ষোভ থেকে বিবাদ হতে পারে । শরীরে কোনও রোগ বাড়তে পারে । সামাজিক কোনও কাজের জন্য এ মাসে সম্মান বাড়তে পারে । বিদেশে কোনও বন্ধুর খবর নিয়ে আনন্দ বৃদ্ধি ।অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি ভাব । সন্তানের কোনও কাজের জন্য হতবুদ্ধি হতে পারেন । কৃষি কার্য সঙ্গে যারা যুক্ত তাদের উন্নতির যোগ।এই সময় একটু খারাপ যাবে ।শুরু থেকে একটু অশুভ লক্ষণ দেখতে পাবেন ।একটু সম্মান নষ্ট হতে পারে । ব্যবসায়ের দিকে কোনও লাভের খবর আসতে পারে । অপরকে ঘিরে প্রেমে বিবাদ । কোনও প্রিয় জনের কাছ থেকে অপমানিত হতে হবে ।অপরের ধন প্রাপ্তি হতে পারে।শত্রুর সঙ্গে কোনও আপসের কথা হতে পারে । বিবাহের ব্যাপারে আলোচনা।এই সময় কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ । অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে । চাকরির স্থানে কোনও বাধা মানসিক চাপ বাড়াতে পারে । মহৎ ব্যাক্তির দ্বারা উন্নতি আসতে পারে। । একটু ভাল মন্দ মিশিয়ে কাটবে বছরটা । শেষের দিকে দরকারি কাজে না যাওয়া ভাল হবে । কোনও কারণে মনে ভয় ভাব আসতে পারে । অর্থের ব্যাপারে কোনও বিবাদ থেকে মুক্তি। এই সময় কোনও ভাল সংবাদ আসতে পারে । ব্যবসার দিকে উন্নতির যোগ । কোনও জিনিষ হারিয়ে যেতে পারে । বন্ধু মহলে সুনাম বাড়তে পারে ।এ মাসে চিকিৎসার খরচ বাড়তে পারে । এ সময় মনে উদাসীন ভাব আসতে পারে । শরীরে কোনও রোগ বৃদ্ধি পাবার জন্য খরচ । কাজের দিকে সাফল্য আসতে পারে ।পড়াশোনার জন্য নতুন কোনও ব্যবস্থা হতে পারে । আত্মীয় নিয়ে কোনও খারাপ খবর আসতে পারে । রাজনীতির লোকেদের সুনাম বাড়তে পারে । এই সময় বাড়ির লোকের সঙ্গে কোন আলোচনা আপনাকে বাড়তি লাভ দিতে পারে। এই সময় কাজের চাপের জন্য শরীরের কোনও ক্ষতি হতে পারে । বিবাহিত জীবনে সুখের অনুভাব । ব্যবসার জন্য ভাল খবর । ভ্রমণ যোগ আসবে শেষের দিকে ।
অর্থ- অর্থ ভাগ্য খুব ভাল হবে এই বছর । ব্যবসায়ের দিকে অর্থ আসতে পারে । পাওনা টাকা আদায়ের ভাল সময় । নতুন কোনও ব্যবসায়ের দিকে এগোতে পারেন । সঞ্চয় খুব ভাল হতে পারে
পরিবার – বছরের প্রথম দিকে পরিবারে কোনও ছোট বিবাদ বড় রূপ নিতে পারে ।গুরুজনের সাথে আলোচনা করে সব কাজ করুন । ভাই ভাইয়ে কোনও বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে ।
সম্পর্ক – পুরানো কোনও সম্পর্কে কোনও প্রকার চিড় ধরতে পারে । প্রেমের দিকে বছরের মধ্যভাগে ভাল সময় । স্বামী স্ত্রী সম্পর্ক ভাল মন্দ মিশিয়ে চলবে।
জীবিকা – বছরের প্রথম দিকে জীবিকার জন্য দূরে যেতে হতে পারে । ব্যবসায়ের ও চাকরির ক্ষেত্র ভাল যাবে । বাড়তি কিছু আয় আসতে পারে । জীবিকা ভাল থাকবে এই বছর ।
তুলা
বছরের প্রথম দিকে রাশি উপর বৃহস্পতি থাকার জন্য সব দিক দিয়ে শুভ সময় বলা যেতে পারে। কিন্তু মানসিক দিকে কোনও কারণে একটা ভয় ভাব থাকতে পারে । ব্যবসার দিকে আয় ভাল হবে। অর্থ ভাগ্য ভাল থাকবে। ব্যবসার দিকে ভাল যোগাযোগ আসতে পারে। বিবাহের খুব ভাল যোগাযোগ আসতে পারে।বিবাহের জন্য ভাল সময়।বছরের এ সময় সাধু সঙ্গ থাকার জন্য মনের দিক দিয়ে আনন্দ পাবেন।ব্যবসায়ের দিকে অশান্তি কাটতে পারে। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধি । বাড়িতে বিবাদের সম্ভাবনা । এ সময় আপনার সরলতার কারনে বন্ধুরা সুযোগ নিতে পারে । নিজের কারণে অনেক ব্যয় বাড়তে পারে । সন্তানের জন্য মনে আনন্দ বৃদ্ধি ।খেলাধুলাতে ভাল সাফল্য মিলতে পারে।অহেতুক বিবাদের জন্য কাজের ক্ষতি । সংসারে অপরের জন্য বিবাদ হতে পারে । সমাজের কোনও কাজে সম্মান বাড়বে এ সময় । ব্যবসায়ের ক্ষেত্রে ভাল খবর হতে পারে । এ মাসটি ভাল মন্দ মিশিয়ে যেতে পারে । মায়ের জন্য কষ্ট বৃদ্ধি পেতে পারে । তবে কোনও কাজে এ সময় একটু বাধা আসতে পারে। লটারি থেকে কিছু পেতে পারেন ।এ মাসে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ।পেটের কোনও অংশে যন্ত্রণা বৃদ্ধি । আয়ের দিকে একটু বাধা থাকলেও আয় হবে । বিবাহের জন্য কোন আলোচনা । সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ।এই সময় ঈশ্বর ভক্তি বৃদ্ধি পাবে । আয়ের দিকে সাফল্য লাভ হতে পারে । কোনও ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে।এ মাসে চাকরির স্থানে কোনও ভুলের মাসুল গুনতে হতে পারে ।গান বাজনা নিয়ে যারা থাকেন তাদের জন্য ভাল খবর আসছে । শেষের দিকে বাড়তি খরচের জন্য মাথা গরম । প্রেমের জন্য কষ্ট বাড়তে পারে , বছরের এই সময় কোন ভাল স্বপ্ন পুরণ হতে পারে । মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি ।ভ্রমণে খরচ বাড়তে পারে । ব্যবসায়ে লাভ বৃদ্ধি । অর্থের ব্যবস্থা ভাল হতে পারে। এ সময় কোনও কারণে পেটের সমস্যা বৃদ্ধি । কাজের প্রতি কিছুটা অনীহা আসতে পারে , ব্যবসার কারণে শত্রু বৃদ্ধি হলেও আয় ভাল হবে।
অর্থ – অর্থ ভাগ্য ভাল থাকবে এই বছর, রাশির উপরে বৃহস্পতি থাকার জন্য । ব্যবসায়ের দিক থেকে খুব ভাল অর্থ আসতে পারে । চাকরির দিকে উন্নতির যোগ । বাড়তি কোনও ব্যবসায় থেকে আয় বাড়তে পারে ।
পরিবার – বাড়িতে সকলের সঙ্গে ভাল ব্যবহার থাকতে পারে । গুরুজনের প্রতি ভক্তি বাড়তে পারে ।পরিবারে যদি কোনও বিবাদ থেকে তাহা মিটে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে ।
সম্পর্ক – প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভাল থাকবে । বাড়িতে স্বামী স্ত্রী সম্পর্ক উন্নতি হতে পারে। বন্ধুদের সঙ্গে ব্যবহার ভাল হতে পারে । নতুন সম্পর্ক শুরু হবার খুব ভাল সময় ।
জীবিকা – জীবিকার দিকে খুব ভাল উন্নতি দেখা যাচ্ছে । চাকরির জন্য ভাল যোগাযোগ আসতে পারে । ব্যবসায়তে আরও ভাল ফল পাবেন । নতুন কোনও ব্যবসা শুরু হবার খুব ভাল সময় । বৃশ্চিক
এই রাশি সাড়ে সাতির কবল থেকে একটু মুক্তি পেয়েছে। তাই আগের বছরের তুলনায় এই বছর একটু ভাল যাবে । ব্যবসা দিকে নতুন যোগাযোগ আসতে পারে । অর্থ চাপ আগের থেকে একটু কম হতে পারে । দ্বিতীয়ে শনি থাকার জন্য খুব কষ্ট করে টাকা রাখতে হবে। তবে এই দুই বা তিন বছর থেকে কষ্ট কম হতে পারে । প্রেমের ব্যাপারে একটু বাধা আসতে পারে । পেটের কোনও সমস্যার বৃদ্ধি । শরীরে কোনও জটিল সমস্যা বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি । কর্ম স্থানে কোনও কর্মীর সঙ্গে বিবাদ।বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সন্তান নিয়ে চিন্তা বাড়বে।এমাসে ব্যবসায়ের ব্যাপারে ভাল ফল লাভ । কোনও ব্যাপারে অপরের কাছে সাহায়্য নিতে হবে এ সময় । মানসিক কষ্ট বাড়তে পারে। পিতার সঙ্গে কোনও বিবাদ ।ভাল কোনও কাজে এমাসে ব্যর্থতা আসতে পারে । চাকুরীর স্থানে উন্নতির যোগ আসতে চলছে । বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার না হলে বিবাদ বাড়তে পারে । কিছু হারিয়ে যেতে পারে । বছরের এ সময় থেকে কিছু শুভ ইঙ্গিত পাবেন । শরীরে কষ্ট পেতে পারেন । চাকরির স্থানে একটু সঙ্কট বাড়তে পারে । অর্থ ব্যাপারে চাপ বৃদ্ধি । ব্যবসার দিকে একটু বাড়তি লাভ আসতে পারে এ মাসে । পেটের সমস্যার জন্য শরীরের ক্ষতি । এ সময় কোনও বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে । নেশার দিক থেকে সাবধান রাজনীতির লোকেদের জন্য এ সময় খুব ভাল ।আদালতের কোনও কাজে ভাল সাফল্য আসতে পারে । বিবাহিত জীবনে সুখের সময় । এবছর ব্যবসায়ের দিকে নতুন কিছু আসতে পারে । এমাসে প্রেমের ব্যাপারে বিরহ আসতে পারে । সম্পত্তি নিয়ে কোনও প্রতিবেশীর সঙ্গে বিবাদ । আগুন থেকে সাবধান থাকুন । বছরের মধ্য ভাগে শত্রুর কারণে কোনও ভয় মনে কাজ করতে পারে ।কোনও নতুন কাজের সন্ধান । সংসারের জন্য কোনও মঙ্গলজনক কাজ। সন্তানের জন্য ব্যকুলতা বাড়তে পারে । এ বছর একটু বিবাদ বাড়তে পারে । কোনও পাওনা আদায় হতে পারে । পড়াশোনার জন্য ভাল সময় । কাজের চাপ বাড়তে পারে ।
অর্থ – এই বছর অর্থ ভাগ্য একটু আগের থেকে ভাল হতে পারে । আগের ঋণ একটু করে শোধ হতে পারে । ব্যবসায়ের থেকে অর্থ আসতে পারে । চাকুরির দিকে মধ্যম ভাব।
পরিবার – স্বামী স্ত্রীর বিবাদ মিটে যাবার সম্ভাবনা । ভাই ভাইয়ে বিবাদ বাধতে পারে । পিতার অর্থ নিয়ে কোনও বিবাদ । পরিবারে সকলের সঙ্গে অশান্তি থেকে মুক্তি লাভ
সম্পর্ক – পুরাতন কোনও সম্পর্ক আবার ঠিক হতে পারে । প্রেমের কোনও নতুন ইঙ্গিত । বাড়িতে ভালো সম্পর্ক হবার জন্য মানসিক আনন্দ । বাইরের কোনও সম্পর্ক ঠিক থাকবে না।
জীবিকা – এই বছর জীবিকা একটু ভাল হতে পারে , ব্যবসার দিকে কোনও ভাল সুযোগ আসতে পারে । চাকুরির স্থানে উন্নতির যোগ । নতুন কোনও জীবিকার ব্যবস্থা ।
ধনু
বছরের শুরুতে অর্থের ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে, কারণ রাশির উপরে শনিদেবের অবস্থান থাকায় সাড়ে সাতি চলার জন্য এই বছর একটু সাবধানে সবার সঙ্গে কথাবার্তা বলতে হবে। কোনও কারণে অপমানের যোগ আছে । চাকরির স্থানে কোনও বিবাদ বাধতে পারে । এবছর সদগুরু প্রাপ্তি হতে পারে । অধিক কিছু লাভ হবে না ।কোনও মহিলার প্রতি অনুরাগ । অর্থের ব্যাপারে বাধা আসতে পারে ।বছরের মধ্যভাগে ব্যবসায়ে বিবাদের জন্য মন খারাপ হতে পারে । বাড়ির কোনও কাজে প্রচুর অর্থ ব্যয় । শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে । শত্রুর জন্য ভয় বাড়তে পারে ।বছরের এ সময় অপরের প্রতি বিরোধী ভাব থাকতে পারে । সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি । পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা । ধর্মের ব্যাপারে কোনও দান করতে পারেন ।এ সময় অযথা কোনও অপমান জুটতে পারে । ব্যবসায়ের দিকে কর্মচারী নিয়ে বিবাদ । প্রেমের জন্য ব্যকুলতা বাড়বে । গঠন মূলক কাজে উন্নতি বৃদ্ধি । অতিথির ব্যাপারে চাপ এ বছর বাড়বে। এ বছর ভূমি ক্রয়ের জন্য কোনও সমস্যা বাড়তে পারে । তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। কাজের সফলতা আসতে দেরি হতে পারে । ব্যবসায়ের দিকে কিছু পরিবর্তনের ফলে খরচ বৃদ্ধি ।এ বছর কোনও প্রতিযোগিতাতে জয় লাভ হবে না । কাজের দিকে উচ্চ পদস্থ ব্যাক্তির সাহায্য লাভ । শরীরে কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে । বাড়তি আয় এ বছর কম হবে না ।এ সময় ব্যবসার দিকে মন্দাভাব আসতে পারে । শত্রুর সঙ্গে আপসের আলোচনা । লিভারের সমস্যা বাড়তে পারে । প্রেমের দিকে আশা পূরণ হতে পারে । এবছর সামাজিক সম্মান লাভ । মনে বিষণ্ণ ভাব বাড়তে পারে । আপনার কোনও ব্যবহার কর্মস্থানে বিবাদ ডেকে আনতে পারে । চাকরির স্থানে কোনও ভুল হবার যোগ । ভোগ বিলাসের জন্য খরচ বৃদ্ধি পাবে এ বছর ।বছরের শেষের দিকে পেটের সমস্যার জন্য খাদ্য গ্রহণে অনীহা । সংসারে অশান্তির জন্য কাজের ক্ষতি হতে পারে । পিতার সঙ্গে ব্যবসার ব্যপারে কোনও আলচনা । সন্তান নিয়ে কোনও চিন্তা বাড়বে।
অর্থ – অর্থের ব্যাপারে কোনও চিন্তার কারণ বাড়তে পারে । এই বছর একটু অভাবে দিন কাটতে পারে । ব্যবসায়ের দিকে কোনও কারণে মন্দাভাব বাড়তে পারে । চাকুরির দিকে একটু চিন্তা বাড়বে ।
পরিবার –পরিবারে বিবাদ বাড়তে পারে ।পাশের বাড়ির মানুষদের সঙ্গে একটু বুঝে চলুন । ভাই ভাইয়ে একটু মিল রাখার চেষ্টা করুন । স্ত্রীকে একটু সময় দিন । মাথা একটু ঠিক রাখার চেষ্টা করুন।
সম্পর্ক – সব সম্পর্কে একটু করে চিড় ধরতে পারে । বাহিরে কোনও সম্পর্কের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করুন । বাড়িতে কারওর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য একটু বুঝে কথা বলুন।
জীবিকা – জীবিকার ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে । চাকরির স্থানে খুব বুঝে চলবেন । একটু কোনও ছোট কারণে বিবাদ বড় হতে পারে । ব্যবসায়ের দিকে কোনও বিবাদ বাড়তে পারে।
মকর
মকর রাশির উপরে রাহু বা কেতুদৃষ্ট থাকার জন্য খুব খরচ বাড়তে পারে । ব্যবসার দিকে ফাটকা আয় বাড়তে পারে ।চাকরিতে উন্নতির যোগ হাত ছাড়া হতে পারে । এমাসে স্ত্রীর দূরে থাকার বিরহ যন্ত্রণা ভোগ । সারাবছর কোনও সময় একটা আঘাত প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। গোপন শত্রু ভয় থাকবে । সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না ।বছরের মধ্যভাগে ফটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে । ব্যবসায়ে অশান্তি বাড়তে পারে,।পুরনো কোনও অশান্তি মিটে যেতে পারে । লোককে সাহায্য করতে গিয়ে বিপদ আসতে পারে। এমাসে কোনও কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে । বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে । তবে ব্যবসার দিকে আবার লাভের সম্ভাবনা । বাড়িতে অতিথি আসতে পারে এই সময়।এমাসে কোনও ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে । কাজের চাপ প্রচুর বাড়বে । অপ্রিয় সত্য কথা বলবার জন্য অশান্তি । জ্বর জাতীয় রোগ বাড়তে পারে । আয় বৃদ্ধি । খারাপ কিছু কাজ করবার জন্য এমাসে পাড়ার লোকের কাছে বদনাম বাড়তে পারে। এমাসে কোনও প্রকার ঝুঁকি নেবেন না বিপদ আসতে পারে । প্রেমের ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি ।সারা মাস খুব ভাল ব্যবহারের দ্বারা কেটে যাবে । অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা আসতে পারে । বাড়িতে অতিথির আগমন । একটু অর্থ অভাব দেখা দিতে পারে এমাসে । এ মাসে চতুর্যান চালকদের একটু বিপদের ঝুঁকি আছে । বুদ্ধি ভুলের জন্য কোনও খারাপ কিছু ঘটতে পারে । প্রেমের ব্যাপারে অপবাদ । কর্ম স্থানে সুনাম বাড়বে । গান - বাজনা নিয়ে যারা থাকেন তাদের অনুরাগ বাড়বে । অপরের কাছে কোনও প্রকার নিন্দার পাত্র হতে হবে । পিতার কারনে মনো কষ্ট এমাসে বাড়বে । বিবাহিত জীবন ভাল ।সারামাস মন কষ্টের ভিতর দিয়ে যাবে । নতুন কোনও কর্মে সাফল্য লাভ আসতে পারে । ব্যবসায়ে আয় বাড়বে । বিবাহের ব্যাপারে আলোচনা । জীব জন্তু থেকে সাবধান।এমাসে রাজনৈতিক নেতাদের কোনও প্রকার যোগাযোগ আসতে পারে । বাড়িতে কোনও শুভ কাজ হবার আলোচনা । শত্রুর দ্বারা খারাপ কিছু ঘটতে পারে । পিতার সম্পতি নিয়ে বিবাদ বাড়বে।
অর্থ – অর্থের ব্যাপারে খরচ বাড়তে পারে, তাই সঞ্চয় একটু কম হতে পারে । ব্যবসায়ের দিকে পাওনা অর্থ আদায়ের ব্যাপারে চাপ বাড়তে পারে । চাকরির স্থানে কোনও অর্থ আটকে যেতে পারে ।
পরিবার – পরিবারে সকলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে । পিতার সঙ্গে কোনও ছোট কারণে এই বছর বিবাদ বাড়তে পারে । ভাই ভাইয়ে একটু সমস্যা বাড়তে পারে ।
সম্পর্ক – গোপন কোনও শত্রুর কারণে সম্পর্ক নষ্ট হতে পারে । বাড়িতে সকলের সাথে একটু বুঝে চলতে হবে কারণ রাশির উপরে রাহু থাকার জন্য । বাহিরের কোনও সম্পর্কের ব্যাপারে চাপ বাড়তে পারে ।
জীবিকা – জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে । ব্যবসায়ের দিকে চাপ বৃদ্ধি চাকরির স্থানে কোনও বিবাদ বাড়তে পারে । ঋণ গ্রহণ করতে হতে পারে ।শেয়ারে একটু বাধা আসতে পারে ।
কুম্ভ
কুম্ভ রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এই রাশির দিক দিয়ে তাই উন্নতি খুব ভাল হবে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে খুব ভালো খবর পাবেন । চাকরির কোনও উন্নতির সুযোগ আসতে পারে । সব দিকে আপনার এই বছর আপনার খুব ভাল যাবে ।বাড়তি কোনও ব্যবসায়ের দিকে এই বছর যোগাযোগ করতে পারেন । নতুন কোনও চাহিদা বাড়বে ব্যবসায় । রাস্তা ঘাটে কোন বিপদ থেকে সাবধান থাকুন । গুরুজনের সাথে মনোমালিন্য কেটে যাবে। বাড়িতে পুজা নিয়ে আলোচনা । দৈহিক রোগের কারণে কর্ম স্থানে কাজের ব্যাঘাত। অর্থ সমস্যা মেটাতে ঋণ হতে পারে । স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ।ভাই বোনের খারাপ সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতি । বাড়িতে এমাসে অশান্তির বাড়তে পারে । তবে অর্থ ভাগ্য মোটের উপর ভালো যাবে।যারা সম্পদ কেনা বেচা করেন, তারা ভালো ফল পেতে পারেন ।বন্ধুর সাহায্য পাবেন । এবছর প্রেমের জীবন খুব ভালো । বছরের শেষের দিকে কোনও ছোট কারণে বিবাদ বাড়বে বাড়িতে । ব্যবসার দিক দিয়ে নতুন বিনিয়োগ করতে পারেন ।সংসারের জন্য খুব সুখের সময়। বিদেশে যারা পড়াশোনা করেন ,তারা ভালো ফল পাবার আশা করতে পারেন। অযথা কারওর সঙ্গে অশান্তি করবেন না,সে অশান্তি পুলিস পর্যন্ত যেতে পারে ।অপ্রিয় সত্য কথায় নিজের লোকের সঙ্গে বিবাদ । স্নায়ু পীড়াকে ছেড়ে দেবেন না খারাপ হবে। পুরানো কোনও রোগের জন্য প্রচুর কষ্ট পেতে হবে । এবছর অযথা অর্থ নষ্ট হতে পারে ।সন্তানের ভুল ব্যবহারের কারণে অশান্তি আসতে পারে । অবিশ্বাসের পাত্র হতে পারেন ।বছরের শেষের দিকে ব্যবসায়েশুভ । অর্থ ভাগ্য ভালো হলেও সঞ্চয় কম হবে । ভালো খদ্য ও বস্ত্রের জন্য খরচ বৃদ্ধি ।অপরের সাথে অশান্তির জন্য ভাল জিনিষ হাত ছাড়া হতে পারে।
অর্থ– এই বছর অর্থের ব্যাপারে খুব ভাল সুযোগ সুবিধা পেতে পারেন । ব্যবসায়ের দিকে খুব ভাল অর্থ আসবে , চাকরির স্থানে কোনও বাধা থেকে মুক্তি লাভ । উন্নতির জন্য ভাল বছর ।
পরিবার – এই বছর পরিবারের দিকে খুব ভাল যোগাযোগ থাকতে পারে । ভাই ভাইয়ে কোনও বিবাদ মিটে যাবার সম্ভাবনা । স্ত্রী ও সন্তানের সঙ্গে খুব ভাল সম্পর্ক হতে পারে ।
সম্পর্ক – সকলের সাথে সম্পর্ক ভাল থাকতে পারে এই বছর । প্রেমের ব্যপারে কোনও ভাল সময় আসবে । পুরানো কোনও সম্পর্ক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে
জীবিকা – ব্যবসার দিকে খুব ভাল আয় আসতে পারে । চাকরির স্থানে উন্নতির যোগ । আগের বছরের তুলনায় এই বছর আয় বাড়তে পারে । সব মিলিয়ে এই বছর জীবিকা ভাল যাবে ।
মীন
এই বছর অর্থের ব্যাপারে চাপ বাড়তে পারে । ব্যবসায়ের দিকে খুব একটা ভাল ফল পাবেন না। প্রেমে মনোমালিন্য বাড়তে পারে । এবছর বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে ।অযথা কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন । স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলতে হবে এই বছর।বাড়িতে কোনও শোকের খবর আসতে পারে । প্রিয় ব্যাক্তির কাছ থেকে বড় আঘাত আসতে পারে । চাকরির জায়গায় কোনও অশুভ খবর আসতে পরে । হিংস্র পশু থেকে সাবধান । পিতা ও মাতার জন্য বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন । নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন। ব্যবসায়ের কোনও ক্ষতি হতে পারে । স্ত্রীর কারণে খরচ বৃদ্ধি হতে পারে। বছরের মধ্যভাগে লাভের আশায় নতুন কর্মে উদ্যোগ । দাম্পত্য জীবনে অপর কাউকে নিয়ে অশান্তি ।ফটকা প্রাপ্তি হতে পারে । পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বল।রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে । পুরানো কর্ম ভাল না লাগার জন্য কর্ম পরিবর্তন । ব্যবসার ভাল লাভের আশা করা যায় । সংসারে অশান্তি বাড়তে পারে ।ভ্রমণে যাওয়া হবে কিন্তু খরচ প্রচণ্ড বাড়বে । সংসারে বিবাদ মিটে যেতে পারে । বন্ধুদের সঙ্গ লাভে আনন্দ বাড়বে । আপনার সাফল্যে অপরের হিংসা । কর্মে শুভ ফল পাবেন – ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে ।পড়াশোনাতে মন বসবেনা , ।কর্ম স্থানে কোনও পাওনা আদায় হতে পারে । জ্ঞাতি শত্রুর জন্য সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে । চিত্তচাঞ্চল্য থাকার জন্য ভাল কাজ হাত ছাড়া হতে পারে ।প্রিয় বন্ধুর জন্য নতুন প্রেমের সন্ধান । কোনও ভাল কাজে গিয়ে আশা ভঙ্গ হতে পারে । কর্মে শ্রমের মুল্য পাবেন না । কোনও লোককে উপযাচক হয়ে জ্ঞ্যান দেবেননা এমাসে । সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ হতে পারে। । কর্ম স্থান নিয়ে একটু মনে ভয় অর্থের ব্যাপারে চাপ ।সকাল থেকে মনে একটা ভয় ভাব কাজ করবে । যেকোন কারণে আজ অর্থ আসতে পারে । প্রিয় জনের কষ্ট শুনে মানসিক যন্ত্রণা । ব্যবসাতে নতুন চিন্তা ভাবনা । কোনও কিছু পাবার আশায় উদ্বেগ বাড়তে পারে । প্রেমের চাপের জন্য কষ্ট বাড়তে পারে। নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান । ভাল কথা বলাতে শ্রোতাদের মন জয় ।
অর্থ – অর্থ অতিরিক্ত খরচের জন্য চাপ বাড়তে পারে এই বছর । ব্যবসায়ের দিকে একটু চিন্তা বাড়বে । ঋণ নিতে হতে পারে ব্যবসার জন্য । পাওনা টাকা আদায়ে দেরী হতে পারে ।
পরিবার – পরিবারে সকলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু চিন্তা বাড়বে । পিতার সঙ্গে কোনও সম্পত্তির ব্যপারে বিবাদ বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদ লেগে থাকবে।
সম্পর্ক – এই বছর সম্পর্কের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে । বাইরের কোনও সম্পর্ক নিয়ে বিবাদ বৃদ্ধি । স্ত্রীর সঙ্গে কোনও অপর ব্যাক্তির জন্য বিবাদ । পরিবারে সম্পর্ক ঠিক থাকবে না।
জীবিকা – ব্যবসায়ের দিকে চিন্তার কারণ বাড়তে পারে । চাকরির স্থানে কোনও ছোট অশান্তি বড় হতে পারে । খরচ বেশি হবার জন্য সঞ্চয় কম হতে পারে । ব্যবসায়ের দিকে টাকার চিন্তা বৃদ্ধি পাবে ।
মেষ
শুভ নববর্ষ ২০১৭! মেষ চির নতুনত্বের সন্ধানী। ২০১৭ সালে মেষ হিসেবে আপনি প্রচুর নতুনত্বের খোঁজ পাবেন। পেশাগত জীবনের একঘেয়েমি কেটে যাবে। নতুন ভ্রমণেরও সুযোগ আসবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। সব কাজে আপনার স্বাস্থ্য আপনাকে সমর্থন জোগাবে। বর্ষশেষে নিজেকে আপনি অভিনন্দিত করতে পারবেন।
বৃষ
আপনার রাশির ভর ১। ২০১৭-এর প্রতিটি সংখ্যা যোগ করলে যোগফল আসবে ১০। নিউমারলজিতে ০-এর কোনো মান নেই। কাজেই যোগফলটা ১ ধরতে হবে। তাহলে দেখা যায়, আগামী সালের মান ও বৃষ রাশির মান একই। এটি একটি শুভ লক্ষণ। ভাবনা নেই, ২০১৭ আপনাকে টেনে ওপরের দিকে নিয়ে যাবে।
মিথুন
শুভ নববর্ষ! ২০১৭ আপনার জন্য বয়ে আনতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। বাঙালি পরিবর্তন শব্দটি শুনলে চমকে ওঠে। আসলে, পরিবর্তন অর্থে উন্নয়ন বোঝায়। তাহলে প্রিয় মিথুন, এখন থেকে জীবনের সর্বক্ষেত্রে শুভ পরিবর্তনের অপেক্ষায় থাকুন। খুব শুভ হোক আপনার ২০১৭।
কর্কট
শুভ হোক এবং শুভ হবে আপনার ২০১৭। অতীতের স্মৃতি মনে রাখুন, ক্ষতি নেই। তবে অতীতকে বর্তমানের মধ্যে টেনে আনবেন না। নতুন বিশ্বাস নিয়ে পথ চলুন, সাফল্য পাবেন। আপনার চারপাশে যাঁরা আছেন তাঁদের জন্য শুভ কামনা করুন।
সিংহ
২০১৭-তে এসে সিংহ টপ টেনের মর্যাদা পাবেন। এই কথা থেকেই আপনার ২০১৭ সাল যে খুবই ভালো যাবে...তা বুঝে নিন। আপনার প্রতি আমার বার্তা যতই সংক্ষিপ্ত হোক না কেন, এর অর্থ কিন্তু ব্যাপক। আপনার অনুসারীরাও আপনার প্রাপ্ত সাফল্যের ভাগ পাবে। এসব শুনে খোশমেজাজে বর্ষ শুরু করুন।
কন্যা
জোরে বলছি, কান পেতে শুনুন: শুভ নববর্ষ ২০১৭! আসলেও এই বর্ষটা আপনাকে জীবনের নানা ক্ষেত্রে উন্নতির দিকে নিয়ে যাবে। তবে সাবধানে থাকবেন, শত্রু সৃষ্টি করবেন না। শুভানুধ্যায়ী বন্ধুর সংখ্যা বাড়ানোর দিকে মন দিন। ২০১৭-তে এসে আপনি নতুন আর্থিক সাফল্যের মুখ দেখবেন। সামনে চলুন। পথের বাধা অতিক্রম করুন। আপনার অগ্রযাত্রায় আমাদের শুভ কামনা রইল।
তুলা
তুলা রাশির নারী কিংবা পুরুষ হিসেবে আপনি নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসেন। ২০১৭ আপনাকে অনেক চ্যালেঞ্জ এনে দেবে। সেই সঙ্গে এনে দেবে অনেক সাফল্যের আনন্দ। মনে রাখবেন, বিনা কষ্টে পাওয়া সাফল্যের তেমন মূল্য থাকে না। কষ্টে অর্জিত সাফল্যই প্রকৃত সাফল্য। পেছনের দিকে তাকিয়ে দেখুন, আপনার কষ্ট সব সময়ই আপনার জীবনে শুভ ফল এনে দিয়েছে। সামনে অগ্রসর হোন, আমরা আছি আপনার সঙ্গে।
বৃশ্চিক
ইংরেজিতে মোমেন্টাম বলে একটা কথা আছে, যার অর্থ ভরবেগ। ২০১৬-তে আপনার জীবন যে প্রবল গতি পেয়েছিল...সেই গতি নিয়েই আপনি ২০১৭ সালে নতুন নতুন সাফল্য লাভ করবেন। মনের ভেতর উৎসাহের সমাবেশ ঘটান। আনন্দ নিয়ে কাজ করুন। সুফল পেয়ে আরও আনন্দ লাভ করুন।
ধনু
রাশিশাস্ত্র যথার্থই বলে, ধনু বারবার ডুবে যান, বারবার ভেসে ওঠেন। ২০১৭ সালে এসে ধনু ডুববেন কম, ভাসবেন বেশি। ধনু মেধাবী, কাজেই তিনি আমার কথা সম্পূর্ণটা বুঝতে পারবেন। জীবনের সব ক্ষেত্রে ধনু সার্থক হয়ে উঠবেন ২০১৭ সালে। ধনুর সঙ্গীরা যে রাশিরই নারী ও পুরুষ হন না কেন, একই রকম সাফল্য পাবেন। শুভ হোক ধনুর।
মকর
প্রিয় মকর, আপনার উদ্দেশে চিৎকার করে একটা হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। কান খাড়া করে শুনবেন, কেননা ২০১৭ আপনার জন্য বিশাল সাফল্য নিয়ে বসে আছে। আগাম এই বার্তা সত্যি হয়ে উঠবে ২০১৭-এর প্রথম থেকে শেষ অবধি। এই বর্ষে আপনার স্বাস্থ্য ও আর্থিক অবস্থা চমৎকার থাকবে।
কুম্ভ
২০১৭ আপনার জন্য অনেক সাফল্য নিয়ে অপেক্ষা করে আছে। ব্যর্থতা কিছু কিছু তো থাকবেই, কিন্তু সেটাই শেষ কথা নয়। সব ব্যর্থতা মুছে যাবে আলোর বন্যায়। তাহলে দেখতে থাকুন ২০১৭ আপনার জন্য কী কী আনন্দবার্তা বয়ে আনে। আশা রাখি, আপনার আনন্দের কিছু ভাগ আমরাও পাব। জয় হোক!
মীন
রহস্যময়তা মীনের একটি প্রধান বৈশিষ্ট্য। ২০১৭ সালে মীনের এই রহস্যময়তার ব্যাপ্তি ও গভীরতা বহুগুণ বেড়ে যাবে। অপরপক্ষে, মীনের ধৈর্য ও কষ্টসহিষ্ণুতা মীনকে এনে দেবে এক একটা বিশাল সাফল্য। রহস্যময় অবস্থানে থেকেই তিনি তাঁর সাফল্য দিয়ে সবাইকে চমকে দেবেন। প্রিয় মীন, আপনার ব্যক্তিগত ২০১৭ আপনাকে দিতে যাচ্ছে এক নতুন পরিচয়। হাসিখুশি থাকুন, সামনে চলুন।
কৃতজ্ঞতা : কাওসার আহমেদ চৌধুরী
মেষ
মঙ্গল গ্রহ শুধু আস্থা, স্বতঃস্ফূর্ত আচরণের জন্য প্রতীক হিসেবে কাজ করে না, বরং তা যোদ্ধা হিসেবেও কাজ করে। এটি এমন একটি যোদ্ধা, যারা সততা এবং ধারাবাহিকভাবে কাজ করে। সে কোন কিছু প্রকৃতির উপর ছেড়ে দেয় কিন্তু কোন বিষয় অমীমাংসিত রাখা তার পছন্দ নয়। তবে নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাদার জীবনকে কখনওই গুলিয়ে ফেলবেন না। আপনাকে হয়ত অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। বিবাহের যোগও আছে এই বছরে। নতুন ব্যবসা করতেই পারেন। সেক্ষেত্রে লাভ হবে আপনার। তবে এই বছরে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনের কথা অবশ্যই শুনুন। কারণ এই বছর আপনার জন্য খুবই লাভবান হতে চলেছে। স্যাফরন হল আপনার লাকি রঙ এবং ৮ হল লাকি সংখ্যা।
বৃষ
শুক্রগ্রহের দ্বারা প্রভাবিত হলেন বৃষরাশি অন্তর্ভুক্ত জাতক-জাতিকারা। বৃষরাশির অধিকাংশ জাতক জাতিকারা জড়বাদী হয় এবং সবকিছুতেই পরিবেশনা করার জন্য প্রস্তুত। যাইহোক, তাঁরা খুব সংবেদনশীল এবং প্রায়ই তাঁদের আবেগের নিকট পরাজিত হয়। অধ্যবসায় তাঁদের আদর্শ যার দ্বারা তাঁরা তাঁদের লক্ষ্যের পেছনে ছুটতে থাকে। বছরের প্রথমার্ধ খুবই ভালো কাটবে আপনার। ভালবাসার দ্বারা প্রভাবিত থাকবেন আপনি। প্রথমার্ধে বিদেশ যাত্রার যোগ আছে। এছাড়া ব্যবসায়ীদের জন্য খুবই লাভবান এই বছর। ছেলে-মেয়রে দ্বারা মুখ উজ্জ্বল হবে আপনাদের। তবে দ্বিতীয়ার্ধে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। অবসাদে ভুগতে হতে পারে আপনাকে। তাই একটু প্রথমার্ধে খরচের প্রতি সজাগ থাকুন। তাহলেই দ্বিতীয়ার্ধে খুব বেশি সমস্যা হবে না। তবে এই বছরে একটু ব্যলেন্স করে চলতে হবে আপনাকে। আপনার লাকি রঙ সিলভার এবং লাকি সংখ্যা ৮।
মিথুন
মিথুন রাশির জাতক-জাতিকারা সবসময় নতুন জিনিস শিখতে চায়, তাই তাঁদের সাধারণ জ্ঞান খুবই ভাল যদিও তা ভাসা-ভাসা। তাঁরা নতুন কিছু আবিস্কার করতে ভালবাসে এবং তাঁরা যদি গুরুত্বপূর্ণ কিছু পায় তবে তাতে গভীর মনোনিবেশ করে। সব সময় একটি হ্যাঁবাচক মনোভাব থাকে মিথুনরাশি অন্তর্ভুক্ত মানুষেরা। বছরের প্রথমার্ধ পরিপূর্ণ থাকবে বিভিন্ন কাজের মাধ্যমে। যার ফলে সেখার জায়গা থাকবে প্রবল। প্রচুর প্রতিযোগীতার সম্মুখীন হতে পারেন আপনি। তাই যদি কোনও আইনি সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে আপনার। তাই আগে থেকেই এই ব্যাপারে যথেষ্ট সজাগ থাকুন। মাথা ঠান্ডা রেখে সমস্ত সিদ্ধান্ত নিন। এছাড়া নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন। বছরের দ্বিতীয়ার্ধে নতুন প্রেম আসতে পারে আপনার জীবনে। এছাড়া যদি ব্যবসা শুরু করতে চান তাহলে দ্বিতীয়ার্ধ হল ব্যবসার জন্য একদম সঠিক সময়। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে হলেও বছরের শেষে গিয়ে সবই ঠিক হয়ে যাবে। নীল আপনার জন্য খুবই উপকারি এবং ৯ হল আপনার লাকি সংখ্যা।
কর্কট
এই রাশি চাঁদের সাথে সংযুক্ত। এই রাশির জাতক-জাতিকারা অনেক সংবেদনশীল, তাঁদের কাছে তাঁদের পরিবারই প্রধান। কর্কটরাশির মানুষদের যুদ্ধ করতে ও জয়ী হতে হয় না, অধিকাংশ সময় তাঁরা দিবাসপ্ন দেখে, সংবেদনশীল, কল্পনাপ্রবণ, তাই তাঁরা কোন কর্মপ্রচেষ্টার নেতা হতে পারে না। তবে খুব একটা মিশুকে হন না এই রাশির মানুষেরা। পরিচিত মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও অপরিচিতদের সঙ্গে একেবারেই মিশতে পারেন না কর্কটরাশির মানুষেরা। বছরের প্রথমার্ধ খুবই ভালো কাটবে। তবে যাঁরা ব্যবসা করছেন তাঁদের ক্ষেত্রে এই বছর খুবই লাভবান। যদি কেউ নিজের ব্যবসায় উন্নতি করতে চান তাহলে সাফল্য আসবেই আসবে। লেখক, মার্কেটিং, মিডিয়া এবং ট্রাভেলের সঙ্গে যুক্ত মানুষদের জন্য এই বছর খুবই কার্যকরি হবে। বিয়ের যোগও আসতে পারে এই বছরেই। কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট সাফল্যতা পাবেন আপনি। তবে শান্তভাবে সমস্ত পদক্ষেপ নিতে হবে। তবে বছরের প্রথমার্ধে যদি কোনও টাকার সমস্যা তৈরি হয়ে থাকে, তাহলে দ্বিতীয়ার্ধে গিয়ে তা ঠিক হয়ে যাবে। এছাড়া বিদেশ যাত্রার যোগও আছে বছরের মাঝে। বিষয় সম্পত্তি নিয়ে কোন জটিল সমস্যা থাকলে তা মিটে যাবে এই বছরেই। নিজের রাগকে দূরে রেখে শান্ত ভাবে প্রতিটা পদক্ষেপ নিলে সাফল্য আপনার সাথী হয়ে উঠবে। মেরুন আপনার লাকি রঙ এবং ৯ হল লাকি সংখ্যা।
সিংহ
সূর্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকেন এই রাশির অন্তর্ভুক্ত মানুষেরা। সিংহ রাশির জাতক-জাতিকারা উদার এবং তাঁরা আকাশ ছুঁতে চায়। তাঁরা সবসময় পরিকল্পনা প্রণয়ন করেন যা খুবই ভালো, কিন্তু কখনও কখনও অসাধ্য। তাঁরা অর্থ ভালোবাসে কেননা তা তাঁদেরকে স্বাধীনতা দেয়। বছরের প্রথমার্ধে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সিংহরাশির জাতক-জাতিকারা। বছরের দ্বিতীয়ার্ধে কিছু আইন সংক্রান্ত কাজের মধ্যে ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু খুব তাড়াতাড়ি তার থেকে রক্ষাও পেয়ে যাবেন। সিংহরাশির জাতকেরা খুব তাড়াতাড়ি প্রেমে পড়তে পারেন। এছাড়া নতুন বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনাও আছে এই বছরেই। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে আপনার। কিন্তু কোনও শর্টকাট নিলেই হয়ে গেল। টাকা নিয়ে কোনও চিন্তা করবেন না। আপনার ভালবাসার মানুষের প্রতি বিশ্বস্ত থাকবেন। কোনও খাবার খাওয়ার সময় সজাগ থাকবেন। কারণ পেটের সমস্যায় ভুগতে পারেন আপনি। লেমন হল আপনার লাকি রঙ এবং ১ হল লাকি সংখ্যা।
কন্যা
এই রাশির জাতক-জাতিকারা বুধগ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। কুটিল, বুদ্ধিমান এবং বাস্তববাদী জাতক-জাতিকাদের মধ্যে জানার আগ্রহ থাকে লক্ষ্য করার মতই। এছাড়া অবহেলা এবং বিশৃঙ্খলাকে যথেষ্ট ঘৃণা করে এঁরা। তাঁরা স্বার্থপর হলেও প্রথমে তাঁদের বিনয়ী বলে মনে হয়। তাঁরা সাধারণত স্বল্পভাষী হয়ে থাকেন। বছরের প্রথমভাগ বিবাহিত পুরুষদের ক্ষেত্রে খুবই লাভবাণ হবে। কোনও নতুন ব্যবসা যদি শুরু করতে চান তাহলে এই বছর তাঁদের জন্য খুবই উল্লেখযোগ্য। তবে যাঁরা এখনও একাকী আছেন তাঁদের জন্য প্রেম কিছু বারে বারেই আসতে পারে। কন্যারাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে পার্পেল রঙ এবং ৭ সংখ্যাটি ক্ষুবই লাকি।
তুলা
এই রাশির জাতক-জাতিকারা সাধারণত শুক্রগ্রহের দ্বারা প্রভাবিত হন। সততা ও দায়িত্বশীলতা তাঁদের বৈশিষ্ট্য। তাঁরা সাধারনত, সহানুভূতিশীল, বিশ্বপ্রেমিক ও বন্ধুভাবাপন্ন। প্রেম কিন্তু বারে বারে হাতছানি দিয়ে ডাকতে পারে আপনাকে। তাই যাঁরা কোনও সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন তাঁরা খুব সাবধানে থাকবেন। এই বছরে একটু শান্ত হয়ে কাজ করবেন আপনি। কোনও খারাপ সঙ্গে না পড়ে খুব সাবধানে থাকুন। যেকোনও শর্টকাট নেওয়ার আগে সমস্ত বিচার বিবেচনা করে তারপরেই নিন। সব থেকে বড় ব্যপার শর্টকাট না নেওয়াই খুব ভালো। এই বছরে আপনার সবথেকে লাকি রঙ নীল এবং লাকি সংখ্যা হল ২।
বৃশ্চিক
মঙ্গল গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন বৃশ্চিকরাশির জাতক-জাতিকারা। এঁরা সাধারণত বিপরীত চরিত্রের হয়ে থাকেন। তবে ২০১৬ সাল এই বৃশ্চিকরাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে একটি মিশ্র সাল হবে। কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন খুব একটা ভালো কাটবে না। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আপনার। কাজের সূত্রে নিজের মাতৃভূমি ছেড়ে অনেক দূরে যাত্রা করতে হতে পারে আপনাকে। কথার জন্য আপনার শত্রু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার কাছের মানুষকে কখনওই ছেড়ে যাবেন না। কারণ সেই খারাপ সময় একমাত্র আপনাকে সাহায্য করতে পারে আপনার এই কাছের মানুষই। বছরের দ্বিতীয়ার্ধ খুবই ভালো কাতবে পাওনার। কেরিয়ার এবং ব্যক্তগত জীবনের ক্ষেত্রে প্রচুর ভালো খবর পাবেন আপনি। প্রথমার্ধে যদি টাকার কোনও সমস্যা হয়ে থাকে তাহলে দ্বিতীয়ার্ধে এই টাকার সমস্যা সম্পূর্ণভাবে কেটে যাবে। বিদেশ যাত্রার সুযোগ থাকবে আপনার। ছেলে-মেয়ের জন্য মুখ উজ্জ্বল হতে পারে আপনার। তাই প্রথমার্ধে ভেঙে না পড়ে শান্ত হয়ে সমস্ত সিদ্ধান্ত নিন। বেগুনি হল আপনার লাকি রঙ এবং ৬ সংখ্যাটি আপনার জন্য খুবই লাকি।
ধনু
ধনুরাশির জাতক-জাতিকারা সাধারণত বৃহস্পতির প্রভাবে প্রভাবিত থাকেন। একটি মিশ্রিত বছর হল এই ২০১৬। বৃহস্পতির প্রভাবের জন্য অত্যন্ত উচ্চাকাঙ্খী হয়ে থাকেন ধনুরাশির অন্তর্ভুক্ত জাতক জাতিকারা। এই বছরে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট সাফল্য অর্জন করবেন আপনি। বিশেষত বছরের শেষ দিকে আপনার সঙ্গী হয়ে উঠবে সাফল্য। এই সালে আপনার কোনও কাছের বন্ধুর থেকে সাহায্য নিতে পারেন আপনি। যার পরামর্শ মেনেই বিনিয়োগ করবেন। বিনিয়োগের জন্য খুবই আদর্শ এই সাল। আপনার কাছের ক্ষেত্রেও কোনও সিনিয়ারের সাহায্যের ফলে নতুন করে কাজে উৎসাহ পাবেন আপনি। আপনার সুখের বেশ কয়েকটি শত্রুও তৈরি হতে পারে আপনার। যাঁরা এখনও পর্যন্ত একাকী আছেন তাঁদের ক্ষেত্রে একটি সুখবর। প্রেম আপনার জীবনে পা রাখতে পারে ২০১৬ সালের গরমের দিনগুলিতে। আর যাঁরা এখন প্রেম করছেন তাঁরা চুটিয়ে প্রেম করে যান। মাঝে মধ্যে ঝগড়া হলেও খুব একটা অসুবিধা হবে না। এই বছরটি প্রেম এবং কেরিয়ারের মেল বন্ধনে খুবই ভালো যাবে আপনার। তবে এই বছরের সেপ্টেম্বর মাস আপনার জীবনে অনেকগুলি পরিবর্তন নিয়ে আসবে। যদি আপনি মনে করেন নিজের চারকি নিয়ে খুব একটা সুখী নন, তাহলে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসই হল একদম আদর্শ। তবে এই বছরের অক্টোবর মাসে নিজের চাকরি জীবনে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলবেন আপনি। আপনার সেই ভুল শুধরে দেবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে কর্মিক্ষেত্রে যতই সমস্যার সম্মুখীন হোন না কেন কখনওই মেজাজ হারাবেন না। বিরক্তি যেন ছুঁতেই না পারে আপনাকে। তারপর বছরের শেষে গিয়ে আবার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই বছরের নানান উত্থান পতন আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। পান্না আপনার জন্য খুবই কার্যকরি এবং আপনার লাকি সংখ্যাটি হল ৩।
মকর
এই রাশির অনর্ভুক্ত জাতক জাতিকারা সাধারণত নিঃসঙ্গ হয়ে থাকেন। জীবনের প্রতি একটি বাস্তবাদী হয়ে থাকেন তাঁরা। এছাড়া নিজেদের সুবিধার জন্যই সমস্তকিছুকে কাজে লাগাতে ভালবাসেন তাঁরা। খুবই সহজ, শান্ত এবং উদাসীন স্বভাবের হয়ে থাকেন তাঁরা। মকররাশি ভুক্ত মানুষেরা খুবই কৃপণ হন। তাই টাকার অভাব খুব একটা না থাকলেও বেশিরভাগ সময় না খেয়ে টাকা জমিয়ে রাখতেই বেশি পছন্দ করেন তাঁরা। যার জন্য এঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। অনেক সময় তাঁরা গভীর প্রেমে পড়লেও দুর্ভাগ্যের কারণে সেই প্রেম সাফল্যতা পায় না। হতাশা এবং মতানৈক্য তাঁর প্রেমের সম্পর্কের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায়। যদি আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে কিছু টাকা জমিয়ে রাখেন তাহলে সেগুলি খরচ করার আদর্শ সময় হল ২০১৬ সাল। আপনার লাকি রঙ হল ক্রিমসন এবং লাকি সংখ্যা হল ৬।
কুম্ভ
কুম্ভরাশির জাতক-জাতিকারা শনি এববং ইউরেনাস গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। তাঁরা অত্যন্ত গুরুগম্ভীর এবং মিশুকে হয়ে থাকেন। কোনও মত নেওয়ার পরেই মত পরিবর্তন করতে এঁরা সিদ্ধহস্ত হন। তাঁরা মনে মনে অনেক কিছু চিন্তাভাবনা করলেও তা বাস্তবায়িত করার ক্ষেত্রে তাঁরা অপারগ হন। কারণ মত পরিবর্তন করার জন্য কখনও এই কাজ ভালো লাগলেও কিছু দিন বাজে তাঁদের অন্য কাজ সব থেকে বেশি ভালো লাগে। তাঁরা খুব একটা কঠিন কাজ করতে পছন্দ করেন না। অন্যের সাহায্য নিয়ে কোনও কাজ করতে তাঁরা সব থেকে বেশি ভালোবাসেন। কুম্ভরাশির জাতক-জাতিকাদের একটি না বাচক মানসিকতা থাকে। তাই বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলা খুবই দরকার। সাফল্য আপনার সব সময়ের সাথী হলেও সেক্ষত্রে কিছু বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। সোনালি হল ২০১৬ সালে আপনার লাকি রঙ এবং আপনার লাকি সংখ্যাটি হল ৪।
মীন
মীনরাশির অন্তর্ভুক্ত জাতক-জাতিকারা জুপিটার এবং নেপচুন গ্রহের দ্বারা প্রভাবিত। উদার, বন্ধুভাবাপন্ন এবং অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকেন এঁরা। এঁদের সবজান্তাভাব অন্য মানুষকে বিরক্ত করে তোলে। এছাড়া কর্মচঞ্চল স্বভাবের জন্য অনেকেই এঁদের নার্ভাস বা অমনোযোগী বলে ভুল বুঝে থাকেন। বছরের প্রথমভাগ খুবই আধ্যাত্মিক চিন্তা ভাবনার দ্বারা আপনি প্রভাবিত হবেন। যার ফলে একটি পজিটিভ এনার্জি পাবেন আপনি। যদি প্রেম করে থাকেন তাহলে চুটিয়ে প্রেম করতে থাকুন। কারণ বছরের প্রথমার্ধের খারাপ সময় কাটানোর সময় কেবলমাত্র আপনার কাছের মানুষটিই একমাত্র আপনার পাশে থাকবেন। বছরের দ্বিতীয়ার্ধ প্রচুর কাজের দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে। তাই আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া দ্বিতীয়ার্ধেই সাফল্য আপনার সাথী হয়ে থাকবে। আপনার ছেলেমেয়ের দ্বারা মুখ উজ্জ্বল হবে আপনার। এছাড়া সন্তানও লাভ করতে পারবেন আপনি। এছাড়া অভিনেতা, খেলোয়াড় এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার ব্যবসায় লগ্নি করতে চান তাহলে বছরই আপনার জন্য খুবই উপকারি হবে। তাই খুব শান্তভাবে বিচার বিবেচনা করার পরেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনার লাকি রঙ লাল এবং লাকি সংখ্যা হল ৫।
Bangla Horoscope
৮ জুলাই থেকে ১৪ জুলাই ২০১৮
মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল।
আমার মেষ রাশির পিতা যৌবনে ছিলেন নামজাদা ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়। বাড়িতে কুকুর পোষা হতো—কালু মিয়া ও টমি বেগম। টমি বাচ্চা দিলে বাবা তাঁর প্রিয় ক্রিকেট খেলোয়াড়দের নামে ওদের নাম রাখতেন। একদিকে কড়া মানুষ হলেও অন্যদিকে তাঁর রসবোধ ছিল চমৎকার। আসলে মেষ জাতক কম–বেশি এ রকমই। একদিকে কঠোর, অন্যদিকে কোমল। প্রিয় মেষ, চলতি সপ্তাহে অতিরিক্ত কঠোর হতে যাবেন না।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে।
কণ্ঠস্বর হচ্ছে বৃষর অন্যতম প্রধান একটা অস্ত্র। কণ্ঠস্বর দিয়ে বৃষ চলতি সপ্তাহে নানা ধরনের সাফল্য কুড়িয়ে নেবেন। খুশি থাকুন।
মিথুন Gemini ২২ মে—২১ জুন।
চলতি সপ্তাহে মিথুনের জন্য আমি চমৎকার পরিবর্তনের ভবিষ্যদ্বাণী করতে পারি। গত সপ্তাহে যেমনই থাকুন, এ সপ্তাহটা মিথুনের খুব, খুব ভালোভাবে কাটবে। আর বলি: ভালো আছি ভালো থেকো, মোবাইলের বুকে মেসেজ লিখো।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই।
চলতি সপ্তাহটা সাধারণভাবে কর্কট জাতকের জন্য শুভ। একটু-আধটু ম্লান ছায়া থাকতে পারে, তবে ও কিছু নয়। আগে বাড়ুন, কর্কট।
সিংহ Lion ২৩ জুলাই-২৩ আগস্ট
সিংহের স্থিতিশীল অবস্থান চলতি সপ্তাহে চালু থাকবে। তার গৌরবযাত্রা অব্যাহত থাকবে। সিংহ, শক্ত হাতে নিজের আবেগের নিয়ন্ত্রণভার গ্রহণ করুন। আপনি আবেগকে পরিচালিত করুন, আবেগ যেন আপনাকে ওঠবস করাতে না পারে। জয় হোক।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।
কিছু কিছু নারী কন্যাকে পাওয়া যায়—যাদের নাম দেওয়া যেতে পারে অপরাজিতা ফুলের সঙ্গে মিলিয়ে। আসলেও কন্যা রাশির অনেক নারী তাঁদের ব্যক্তিত্বে এবং স্বভাবে অপরাজিত থেকে যান। এর ফল অবশ্যই শুভ। চলতি সপ্তাহে এর একটা প্রমাণ পাওয়া যাবে।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর।
আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের মধ্য দিয়ে মানুষের অসীম ক্ষমতার কথাই বলেছেন। প্রিয় তুলা, চলতি সপ্তাহে আপনাকে সর্বশক্তি দিয়ে নিজের কাজ করে যেতে হবে। আপনি সফল হবেন।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর।
আমি এক বৃশ্চিক নারী পুষ্টিবিজ্ঞানীকে জানি, যিনি তাঁর পেশায় এবং পাশাপাশি লেখালেখিতে অসাধারণ সাফল্য দেখিয়ে চলেছেন। যথাসময়ে পাঠকেরা এই পুষ্টিবিজ্ঞানীর অন্য পরিচয়টি জানতে পারবেন। চলতি সপ্তাহে বৃশ্চিক তাঁর সব ধরনের কাজেই সৃজনশীলতার চিহ্ন রেখে চলবেন।…শাস্ত্র উদ্ধৃত করতে গেলে বলতে হয়, বৃশ্চিক একটি মহান রাশি।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর।
কিছুদিন থেকে একটি রবীন্দ্রসংগীত আমার মাথার ভেতর গুনগুন করে বেজে চলেছে: দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি।… প্রিয় ধনু, চলতি সপ্তাহে মাঝে মাঝেই আপনার মনটা পেছন দিকে চলে যাবে। এতে আপনার ভালোই লাগবে। তবে সুখের স্মৃতিও শেষ পর্যন্ত খানিকটা বেদনা আনে—এ কথাটা মনে রাখতে হবে।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
ক্ষেত্রবিশেষে রুপা সোনার চেয়েও দামি হয়ে উঠতে পারে। চলতি সপ্তাহে মকর নারী-পুরুষ সাফল্যে অন্যান্য রাশির নারী-পুরুষকে ছাড়িয়ে যেতে পারেন। এতে অবাক হওয়ার কিছু দেখি না।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি।
চলতি সপ্তাহে আলস্য এসে কুম্ভকে একটু গ্রাস করতে পারে। এতে ক্ষতি কী? আলস্য ব্যাপারটা যে একেবারেই খারাপ, তা তো নয়। অতএব কুম্ভ, চলতি সপ্তাহে কিছুটা আলস্য এনজয় করুন এবং ভালো থাকুন।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ।
মীন নারী-পুরুষ চলতি সপ্তাহে সময়কে পেছনে ফেলে এগিয়ে যাতে পারবেন বলেই মোর মনে লয়। প্রিয় মীন, আমার কথাটা শুনে মুহূর্তে খুশি হয়ে উঠুন।
কৃতজ্ঞতা : কাওসার আহমেদ চৌধুরী
মেষ
মেষ রাশির শুভ সংখ্যা ৩ ও ৯। শুভ রং : লাল, বেগুনি। শুভ রত্ন : প্রবাল, শুভ ধাতু : তাম্র।
শুভ নববর্ষ ২০১৫! ভুলে যান গত বছরের সব তিক্ততা, সব ব্যর্থতা। এখন শুধু বর্তমানটাকে নিয়ে ভাবুন। আগেই কল্পনা করে নিন, বছরটা আপনার খুব ভালো কাটবে। একটা মনোভাব তৈরি করে সে অনুযায়ী এগোলে ফলটা ভালো হয়, সে জন্য এই কথাগুলো বললাম। বছরের শুরুতে আপনি আছেন পরিবর্তনের মুখে। শুভ পরিবর্তন। যাঁরা নতুন কোনো পেশায় যেতে চান, তাঁদের জন্য এটা একটা ভালো সময়। শিক্ষার্থীরা শিক্ষার লাইন বদলাতে পারেন। চাকরিজীবীরা নতুন চাকরিতে যেতে পারেন। ব্যবসায়ীদের মধ্যেও অনেকে নতুন ব্যবসার দিকে হাত বাড়াবেন। এর সবকিছুই যে বিনা ঝামেলায় হয়ে যাবে, তা আমি বলছি না। কিছু কিছু লোকের কিছু কিছু কাজ ধীরেও হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বছরটা নতুন দিন যোগ করবে। অর্থাৎ, আরও সুন্দর হয়ে উঠবে সম্পর্কগুলো। আপনি এতকাল যা যা করতে চেয়েছেন, তার অনেকটাই এ বছর আপনি করতে পারবেন।
বৃষ
বৃষ রাশির শুভ সংখ্যা ৬। শুভ রং : আকাশী, কমলা, সাদা। শুভ রত্ন : পান্না, শুভ ধাতু : প্লাটিনাম।
বৃষ রাশির জাতক রবীন্দ্রনাথ ঠাকুর খাবার খাওয়ার সময়কে সময়ের অপচয় বলতেন। আমরা কেউই তাঁর এই কথার সঙ্গে বোধ হয় একমত হতে পারব না। তবে কোন চিন্তা থেকে তিনি এটা বলতেন, তা বুঝতে পারি। রবীন্দ্রনাথ ছিলেন সাধারণের ঊর্ধ্বে। কাজেই তাঁর চিন্তাভাবনাও ছিল অসাধারণ। বৃষ জাতক-জাতিকা মুখে যা বলেন, কাজেও তা প্রমাণ করে দেখান। রাশিগতভাবেই তিনি সৌন্দর্যের পূজারি। তাঁর যা কিছু কাজ, সবই ঘিরে থাকে নানা মাত্রার সৌন্দর্যে। ২০১৫ সালে তিনি প্রধানত তাঁর কাজের সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধতায় ভরে রাখবেন। এরই ফলে তিনি পাবেন অঢেল প্রশংসা ও স্বীকৃতি। কাজটা এমনকি ব্যবসাও হতে পারে। শিক্ষার্থীরা নিজেদের গুণ প্রমাণ করবেন এবং সেই গুণ অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন। এভাবে সারা বছর বৃষ অন্যদের প্রভাবিত করবেন। বলা প্রয়োজন, বছরটা বৃষর জন্য আর্থিক সাফল্য বয়ে নিয়ে আসবে। প্রেম-ভালোবাসার ক্ষেত্রে বৃষ এ বছর অনেক কিছুই পাবেন এবং দেবেন। তাঁর দাম্পত্য জীবনও ভালো কাটবে।
মিথুন
মিথুন রাশির শুভ সংখ্যা ৫। শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ রত্ন : পোখরাজ, শুভ ধাতু : রুপা।
২০১৫ সালে এসে, বিশেষ করে সৃজনশীল কাজে মিথুন যথেষ্ট কৃতিত্ব দেখাবেন। দু-একটা নেগেটিভ ঘটনা তাঁর মনকে একটু দমিয়ে দিতে পারে। তবে আমি আগেই বলব, এ রকম ঘটনায় তাঁর দুশ্চিন্তার কোনো কারণ নেই। সাফল্য, ব্যর্থতা সব বছর, সব রাশিতেই থাকতে পারে। তাহলে কোমর বেঁধে কাজে নামুন। কাজকে ভয় পাবেন না। আপনার শেষ সাফল্য আপনাকেই অবাক করে দেবে। অন্যরাও এতে যথেষ্ট অবাক হবেন। এ বছর মিথুনের রোমান্টিক চিন্তাভাবনা তাঁকে এক নতুন আনন্দে ভরে দেবে। সঙ্গীর ওপর আস্থা হারাবেন না। তিনি আপনার পাশেই আছেন। এ বছর পয়সা উপার্জন করার জন্য মিথুনকে কষ্ট করতে হলেও সেই কষ্ট আশানুরূপ ফল এনে দেবে। পেশাগত জীবনে মিথুনের নৌকা দুললেও উল্টে পড়বে না। তাহলে দেখা যাচ্ছে, বছরটা মিথুনের জন্য শুভই রয়েছে।
কর্কট
কর্কট রাশির শুভ সংখ্যা ২। শুভ রং : হালকা সবুজ, সাদা, কমলা। শুভ রত্ন : মুক্তা হলুদ প্রকার, শুভ ধাতু : শঙ্ক।
শুধু ধৈর্যকে অবলম্বন করে কর্কট বছরের সমস্ত সাফল্য তুলে নেবেন। তবে এই সাফল্যের জন্য পুরোটা বছর তাঁকে প্রত্যাশায় থাকতে হবে। সাময়িক ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না। এ বছর তিনি কিছু লোকের ভুল বোঝার শিকার হতে পারেন। এই সব ভুল বোঝা তাঁকে আটকে রাখতে পারবে না। অগ্রগতির ক্ষেত্রে এটাই একটা বিরাট ব্যাপার। কেননা, অনেক মানুষ আছেন, একটু ভুল বোঝাতেই যাঁরা ভেঙে চুরমার হয়ে যান। আমার সতর্কবাণী শুনে কর্কট যদি গোড়াতেই সাবধািন হন, তাহলে অনেক বিপর্যয় এড়িয়ে যাওয়া তাঁদের জন্য সহজতর হবে। প্রেম-ভালোবাসায় এ বছর কর্কট জাতক-জাতিকা যেন বেশি দলদারি মনোভাব না দেখান। তাঁদের মনে রাখতে হবে, চাপ দিয়ে ভালোবাসা ধরে রাখা যায় না। ভালোবাসা বেড়ে ওঠে আস্থা ও বিশ্বাসের মধ্যে। কর্কটকে এ বছর নিজের শক্তির ওপর একটু বেশিই নির্ভর করতে হবে।
সিংহ
সিংহ রাশির শুভ সংখ্যা ১। শুভ রং : হলুদ, সোনালি, লাল। শুভ রত্ন : চুনি্ন ও প্রবাল, শুভ ধাতু : তাম্র।
বনের রাজা সিংহ। এই সিংহ, আমি ঠিক জানি না, রাশিরও রাজা হতে পারে। অনেক রাশিশাস্ত্রেই এ রকম কথা বলা আছে। যদি তা নাও হয়, তবু বলছি, ২০১৫ খ্রিষ্টাব্দ সিংহের জন্য একটা উল্লেখযোগ্য বছরই হবে। এ বছর জীবনের নানা ক্ষেত্রে সিংহের অগ্রগতি হবে চমকপ্রদ। দু-চারটে ব্যর্থতা যে আসবে না, তা নয়। তবে সেগুলো তেমন গুরুতর নয়। সিংহের বিজয় আসবে তাঁর কাজ এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে। যে ধৈর্য আগে তাঁর মধ্যে দেখা যায়নি, এখন তা দেখা যাবে। তবু সতর্কবাণী করা যায়, সিংহ যেন কোনো অবস্থায়ই অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে না ওঠেন। সিংহ জাতক-জাতিকা যদি সব রকম পরিস্থিতি শক্ত মনে গ্রহণ করেন, তাহলেই যথেষ্ট। অন্যের ওপর সিংহের প্রভাব এ বছর আরও বাড়বে। সিংহকে বলি, জীবনযাত্রায় সহজ হোন। জীবন আপনাকে সহজেই অনেক সাফল্য দেবে। আপনার গুণের মাধ্যমেই আপনি সব সাফল্য পাবেন।
কন্যা
কন্যা রাশির শুভ সংখ্যা ৫। শুভ রং : ফিরোজা, চকলেট, সবুজ। শুভ রত্ন : পান্না, পিত মুক্তা, শুভ ধাতু : রুপা।
২০১৫-তে এসে আমরা এই রাশিফলগুলো সবাইকেই নিবেদন করছি। তবে কন্যা জাতক-জাতিকা আমাদের মনোযোগ পাবেন একটু বেশি। এর মানে কোনো পক্ষপাতিত্ব নয়, সবই যুক্তি ও বিচারের ফল। এ বছর কন্যা হিসেবে আপনি অসাধারণ পারফরম্যান্স দেখাবেন। এই পারফরম্যান্স ঘরে-বাইরে প্রায় সমান। সাফল্যের ঘরে কী কী থাকবে, তা আপনি নিজেই নিরূপণ করে নিন। সোজা কথায়, এ বছর আপনি যে কাজেই হাত দেবেন, সেই কাজই সোনালি আলোয় ঝলমল করে উঠবে। তার পরও বলি, পৃথিবীতে শতভাগ বলে কিছু নেই। অল্পবিস্তর হতাশা, ব্যর্থতা থাকবেই। সেটাকে বিশেষ গুরুত্ব দেওয়া যাবে না। আপনার রাশিফল আমরা অনাবশ্যক দীর্ঘ করতে চাই না। শুধু বলতে চাই, আপনার সাফল্যের আনন্দ আমাদের সবাইকে ছুঁয়ে যাবে। রোমান্সের ক্ষেত্রে এ বছর আপনাকে একটু টেনশনের মুখোমুখি পড়তে হবে। এই টেনশন হচ্ছে যেকোনো রোমান্সেরই উল্টো পিঠ। তাহলে আর তোয়াক্কা কিসের!
তুলা
তুলা রাশির শুভ সংখ্যা ৬। শুভ রং : ফিরোজা, আকাশি, সাদা। শুভ রত্ন : হীরা, পান্না, শুভ ধাতু : প্লাটিনাম।
২০১৫-তে এসে আপনার সাফল্যের কারণ অনেকের কাছে ঈর্ষাজনক হয়ে উঠতে পারে। কিন্তু তাতে কী? কেবল ঈর্ষা দিয়ে কাউকে ব্যর্থ করে ফেলা যায় না। খাটো করা যায় না। আপনার সঙ্গে যিনি লড়বেন, তাঁকে অনেক প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এ বছর আপনি সুসম্পর্ক বজায়ের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। আপনার পেশাগত সাফল্যও হবে চেয়ে দেখার মতো। আপনার জীবনের ভারসাম্য অন্য অনেককে অনুপ্রাণিত করবে। তবে এ বছর আপনাকে অর্থ ব্যয়ের দিক থেকে অনেকখানি সতর্ক হয়ে চলতে হবে। সঞ্চয়ে মনোযোগী হতে হবে। ব্যক্তিকে আর্থিক সাহায্য না করে দলকে বা সম্প্রদায়কে ওই সাহায্য করাই বুদ্ধিমানের কাজ হবে। এ বছর আপনার কাজের সুফল অন্যরা ভোগ করবে, এখানেই আপনার সার্থকতা। এবং এটা ভেবে আপনি নিজেও সন্তুষ্ট হতে পারবেন। ২০১৫-তে আপনার এক বা একাধিক ভ্রমণ হবে। এই ভ্রমণ থেকে আপনি অনেক বিনোদনের সুযোগ পাবেন। এ বছর নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকুন, কে কী বলল, সেসব ভেবে লাভ নেই। সবদিক বিবেচনা করলে দেখা যাবে, ২০১৫-তে এসে আপনি সাফল্যে অন্য অনেককে ছাড়িয়ে যাবেন।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির শুভ সংখ্যা ৯। শুভ রং : চকলেট, লাল, গোলাপী, আকাশী। শুভ রত্ন : প্রবাল ও চুনি্ন, শুভ ধাতু : তামা।
বিজয়ীকে বিনয়ী হতে হয়। বিজয়ের মালা গলায় পরার জন্য তাঁর উঁচু মাথাটা একটুখানি হলেও নিচু করে আনতে হয়। তাহলে দেখা যাচ্ছে, ২০১৫ আপনাকে বিজয়ীর আসনে নিয়ে যাবে। এই সাফল্যে আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন না। সাফল্যে-ব্যর্থতায়, সুখ-দুঃখে থাকুন সমান অবিচল। বিবেকের অনুশাসন মেনে চলবেন ঠিকই, তবে অন্যের কথায়ও কান দিন। অন্যদের বক্তব্য শুনে সবশেষে নিজের অভিমত গঠন করুন। এভাবে দেখা যাবে, এ বছর আপনি আপনার পরিকল্পনার সমান উচ্চতায় পৌঁছাতে পেরেছেন। আপনার দর্শন মহৎ, পরিকল্পনাগুলোও বিস্তৃত। এসব পরিকল্পনা বাস্তবায়িত করা কঠিন হলেও আপনার জন্য অসম্ভব কিছু নয়। আপনার দূরকে দেখার দৃষ্টি সব সময় আপনাকে সাহায্য করবে। নীতিগত কারণে কারও সঙ্গে বিরোধ দেখা দিলে সংঘাতে যাবেন না। যা বলার, যা করার, সবই যেন অপ্রকাশ্য থাকে। এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আপনি ক্রমেই সামনে এগিয়ে যাবেন। বছর মধ্যভাগে গড়িয়ে যাওয়ার পর যেসব সাফল্য পাবেন, তা আপনি ধরে রাখতে পারবেন।
ধনু
ধনু রাশির শুভ সংখ্যা ৩। শুভ রং : আকাশী, বেগুনি ও হলুদ। শুভ রত্ন : পোখরাজ ফিরোজা, শুভ ধাতু : স্বর্ণ।
২০১৫-তে এসে আপনি আপনার এক শুভ চক্রে প্রবেশ করলেন। এখন আপনাকে যদিও আপনার সহন ক্ষমতার প্রয়োগ একই রকম রাখতে হবে; তাহলেও আপনি অনেক শক্তিশালী হয়ে উঠবেন। সমস্যার কথা ভাবছেন? সমস্যা কার নেই। যেদিকেই তাকাবেন, সমস্যার মহাসমুদ্র। এই মহাসমুদ্র কীভাবে আমরা পাড়ি দিতে পারি, সেটাই প্রশ্ন। পাড়ি দিতে তো হবেই, এর কোনো বিকল্প নেই। অর্থাৎ, সাফল্যের কথা ছাড়া আপনি আর কোনো কথা বলতে পারবেন না। ধনু এমন এক ভাগ্য নিয়ে জন্মায়, চিরকাল মানুষ তাঁর কাছে কেবল সাফল্যই আশা করে। ধনুর সামান্যতম ব্যর্থতাও যেন কারও কাছে গ্রহণযোগ্য নয়। আর ধনুও দেখুন, বারবার মরে গিয়ে বারবার জেগে ওঠে। আপনি যে ধনু, এই বারবার জীবনের কাছে ফিরে আসাই আপনার বৈশিষ্ট৵। তাহলে ধনু, আপনি আপনার কষ্টের কথা তুলবেন না। আমি শোনাব আপনাকে নতুন জীবনের গান। পেছনের দিকে তাকিয়ে দেখুন, জীবনে আপনি পার হয়ে এসেছেন বড় বড় বাধা। তা যদি পেরে থাকেন, তাহলে এবারেও আপনি সমস্যার সমাধানে সফল হবেন। এখন তো কেবল বছরের শুরু, আগে বছরটাকে সামনে গড়াতে দিন। তারপর বিবেচনা করবেন আমার কথা। এ বছর আপনার মানসিক অবস্থা আগের মতো খারাপ থাকলেও সাফল্য দিয়ে আপনি সব জয় করবেন। ভালোবাসা ছড়াতে না পারেন, অন্তত ঘৃণা ও বিদ্বেষ ছড়াবেন না। আর ক্ষমাকে করুন চিরসঙ্গী। ক্ষমাই আপনাকে দেবে প্রশান্তি।
মকর
মকর রাশির শুভ সংখ্যা ৮। শুভ রং : নীল, সবুজ, বেগুনি। শুভ রত্ন : ইন্দ্রনীলা, ফিরোজা, শুভ ধাতু : লৌহ।
২০১৫ হবে আপনার জন্য পরিবর্তনের বছর। এ বছর আপনার পেশা থেকে শুরু করে সবকিছুতেই শুভ পরিবর্তন দেখা দেবে। কাজেই বছরের শুরুতেই মুখ গোমড়া করে বসে থাকবেন না। আমি অনেক কষ্টের মধ্যে আপনার জন্য এই রাশিফল লিখছি। আমার কথাটাও একবার ভাবুন। মকর কষ্টসহিষ্ণু, মকর সাহসী। ২০১৫-তে মকর তাঁর জয় ছিনিয়ে নেবেন। কেউ তাঁকে বাধা দিতে পারবে না। বছরের মাঝামাঝি মকরের সাফল্যের শীর্ষবিন্দু। কাজেই বছরের শুরুর কষ্ট মনে রাখবেন না। ২০১৫ আপনাকে শেষ পর্যন্ত দেবে অনেক আনন্দ।
কুম্ভ
কুম্ভ রাশির শুভ সংখ্যা ৮। শুভ রং : নীল, বেগুনি, সাদা। শুভ রত্ন : হীরা, নীলা, শুভ ধাতু : সিসা-স্টিল
বছরটা খুব সহজে অতিক্রম করবেন বলে ধরে রাখবেন না। সাফল্য পাবেন, তবে ধীরে ধীরে। দু-একবার হুমড়ি খেয়েও পড়তে পারেন। আবার উঠে চলতে শুরু করবেন। এ বছর আপনার অনেক আর্থিক সাফল্য দেখা দেবে। কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া থেকে সাবধান থাকবেন। কেননা, বিবাদে জড়িয়ে পড়লে আপনার কাজটাই লম্বা হয়ে যাবে। সাফল্য যাবে পিছিয়ে। তবে ২০১৫-তে আপনি এমন দু-একটি সাফল্যের দেখা পাবেন, আগে যা আপনি পাননি।
মীন
মীন রাশির শুভ সংখ্যা ৩ ও ৭। শুভ রং : বেগুনী, হলুদ, ক্রিম, সাদা। শুভ রত্ন : পোখরাজ একুয়ামেরিন, শুভ ধাতু : স্বর্ণ।
অতীতের করা অনেক গুরুত্বপূর্ণ কাজের শুভ ফল আপনি এ বছর পাবেন। এ বছরের কিছু কাজের সুফলও দ্রুত আপনার হাতে এসে যাবে। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন। মনে রাখবেন, মীন হিসেবে আপনার মধ্যে রয়েছে অসাধারণ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট৵ আপনাকে এ বছর নতুন সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনি ব্যর্থতা কীভাবে মোকাবিলা করবেন, তা না ভেবে সাফল্য ব্যবস্থাপনার কথা ভাবুন। কাজ করলে সাফল্য মানুষের আসে। তবে কাজে খুঁত থাকলে সাফল্য আসতে দেরি হয়ে যায়। সারা বছর আপনি সঠিক পথেই চলবেন—রাশির বিচার এ কথাই বলছে। যাঁদের জীবনীগ্রন্থ পড়ার আগ্রহ রয়েছে, তাঁরা মীন রাশিতে জন্ম নেওয়া অনেক বড় বড় মানুষের জীবনী জানার সুযোগ খুঁজে পাবেন। এসব পড়ুন, আপনার আস্থা বাড়বে, অনুপ্রেরণাও পাবেন।