যৌনরোগ ধরতে সক্ষম কনডম

Rate this item
(1 Vote)

যৌনবাহিত কোনো ধরনের ইনফেকশন [এসটিআই]'র সংস্পর্শে এলে রং বদলে যেতে সক্ষম এক ধরনের কনডম আবিষ্কারের দাবি করেছেন তিন ব্রিটিশ কিশোর। তারা বিচিত্র এই কনডমের নাম দিয়েছেন এসটি আই । ওই তিন কিশোর হলেন ড্যানিয়েল আলি (১৪), মুয়াজ নওয়াজ (১৩) এবং চিরাগ শাহ (১৪)।

ব্রিটেনের ওই তিন কিশোর জানান, তাদের তৈরি কনডমের চোখেই ধরা পড়বে মানুষের গোপন অসুখ। ফলে কনডমটির ব্যবহারকারীরা যৌনবাহিত রোগ সম্পর্কে সতর্ক হতে পারবেন। প্রয়োজনে ডাক্তারের সঙ্গেও কথা বলতে পারবেন।

অভিনব এই কনডম আবিষ্কারের জন্য টিন-টেক নামে একটি অ্যাওয়ার্ডও মিলেছেে ওই তিন কিশোরের কপালে। শুধু তাই নয়, ব্রিটেনের রাণী এলিজাবেথের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেসেও সম্প্রতি তারা আমন্ত্রিত হয়েছেন। সেখানে তাদের আবিষ্কারের জন্যই সম্মানিত করা হয়।

0 awesome comments!
Scroll to Top