এবার গোয়েন্দার ভূমিকায় মাছি!

Rate this item
(1 Vote)

গোয়েন্দার কাজে কুকুর ব্যবহারের কথা শুনে থাকবেন হয়তো কিন্তু কখনো শুনেছেন কি মাছির ব্যবহার। না শুনায় স্বাভাবিক। কারণ গোয়েন্দার কাজে এ ধরনের পতঙ্গের ব্যবহারের কোন নজির নেই। আসলে মার্কিন সেনার গবেষকেরা মাছির মতো দেখতে একটি রোবট তৈরি করছেন। তাদের মতে এই ধরণের ক্ষুদ্র রোবট শত্রু পক্ষের অন্দরে গোয়েন্দাগিরি চালাবে।

মার্কিন সেনার অনুসন্ধান গবেষণাগারে ডক্টর রোন পোল্কাবিচ ও তার দল মাত্র তিন থেকে পাঁচ সেন্টিমিটার উচ্চতার দুটি ছোট বোরট বানিয়েছেন। এই ছোট রোবট ২টি লেড ডিরকোনিয়ম টাইটেনেট দিয়ে তৈরি।

পোল্কাবিচ জানিয়েছেন, তারা এই রোবট ২টি ওড়াতে সক্ষম হয়েছেন। সে কারণেই তারা নিশ্চিত এই আকারের রোবট উড়তে পারবে।

0 awesome comments!
Scroll to Top