0 awesome comments!
সিংহকে চুমু, অতঃপর... (ভিডিও)
ছোট্ট একটি মেয়ে। মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন চিড়িয়াখানায়। সেখানে মেয়েটা একটি সিংহের তাঁবুর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল। মোটা কাঁচের দরজা দিয়ে বানানো সেই তাঁবুর বাইরে থেকে ছোট্ট মেয়েটা সিংহের দিকে উড়িয়ে দিয়েছিল মিষ্টি চুমু। কাঁচের বাইরে চুমু পেয়ে সে কী গর্জন সিংহটার। বাচ্চা মেয়েটা ভয় পেয়ে আঁতকে উঠেছিল সিংহের গর্জনে। এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছে।
মিষ্টি চুমুর জবাবে সিংহটার হিংস্র আচরণেরও নানা ব্যাখা উঠে এসেছে। অনেকে বলছেন, পশুটা চুমুর মানে বোঝে না। কেউ কেউ আবার বলছেন, এটা পাশবিকতা ছাড়া কিছু নয়। তবে অনেকে এমনও বলছেন, মেয়েটার ভালবাসা পেয়ে হয়তো সিংহটার নিজের কারও কথা মনে পড়ে যাচ্ছিল। অনেক দূরে এক জঙ্গলে হয়তো সিংহটার ছোট্ট মেয়েটা পড়ে আছে। আর সে বন্দি এক চিড়িয়াখানায় কাঁচের খাঁচায়। তাই হয়তো চুমুর জবাবে ওর হিংস্র আচরণ।
ভিডিও দেখতে ক্লিক করুন
মিষ্টি চুমুর জবাবে সিংহটার হিংস্র আচরণেরও নানা ব্যাখা উঠে এসেছে। অনেকে বলছেন, পশুটা চুমুর মানে বোঝে না। কেউ কেউ আবার বলছেন, এটা পাশবিকতা ছাড়া কিছু নয়। তবে অনেকে এমনও বলছেন, মেয়েটার ভালবাসা পেয়ে হয়তো সিংহটার নিজের কারও কথা মনে পড়ে যাচ্ছিল। অনেক দূরে এক জঙ্গলে হয়তো সিংহটার ছোট্ট মেয়েটা পড়ে আছে। আর সে বন্দি এক চিড়িয়াখানায় কাঁচের খাঁচায়। তাই হয়তো চুমুর জবাবে ওর হিংস্র আচরণ।
ভিডিও দেখতে ক্লিক করুন
Published in
Khobor Tobor

বেদে পরিবারের মেয়ে শান্তনা। বয়স ২২। নাটোর জেলার সিংড়া উপজেলার…
যারা পর্ন ছবি করে তারাও সমাজ বা পরিবারের বাইরে নয়।…
বাঘ-সিংহের পাল্লায় পড়লে তা একরকম। কিন্তু, গন্ডারের পাল্লায় পড়লে, কী…
খুব খিদে পেয়েছিল ওর। হাতের সামনে ফোনটা পেয়েই সোজা পিত্জা…
যুক্তরাজ্যের বাসিন্দা সাইমন ওয়াটসন দাবি করেছেন, গত দেড় দশকে তিনি… 