0 awesome comments!
দোকান পরিচালনার দ্বায়িত্বে বিড়াল 'বোবো'
ঘটনাটি ৯ বছর আগের। আজ থেকে ৯ বছর আগে নিউ ইয়র্কের দোকানের এক কর্মী একটি ছোট্ট একটি বেড়াল এনেছিলেন। শখ করে আর ভালবাসা থেকেই বিড়ালটি এনেছিলেন তিনি। আদর করে বিড়ালটির নাম রেখেছিলেন বোবো। তারপর থেকে সেই দোকানই ঠিকানা বেড়ালটির। আর দশটা সাধারণ বিড়ালের চেয়ে একটু আলাদা এই বিড়াল বোবো। নিজের কাজ দিয়ে বোবো ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে।
বোবো যে বসে বসে শুধু অন্ন ধ্বংস করে এমন ভেবে থাকলে আপনি সম্পূর্ন ভউল চিন্তা করছেন। রীতিমত দোকানের সব কাজে সাহায্যও করে সে। দোকানের কর্মীদের তুলনায় বিড়ালটির সঙ্গে দোকানের সম্পর্ক সবচেয়ে বেশী দিনের।
এই নয় বছরের মধ্যে একদিনের জন্যও দোকানে অনুপস্থিত থাকেনি সে। সবার ছুটি আছে, কিন্তু তার নেই। প্রতিদিন সে দোকানে উপস্থিত হয়েছে। তাই বর্তমান দোকান পরিচালকও বলছেন, বোবোই নাকি দোকানের কেনাকাটর বিষয়ে সবথেকে অভিজ্ঞ। দোকানের কোথায় কে ঘুরছে, কি কিনছে, কিম্বা হাত সাফাই করে কেউ কিছু সরিয়ে নিল কিনা, সবই দেখছে সে। বিড়ালের নজর এড়িয়ে নাকি কেউ বেরিয়ে যেতে পারে না দোকান থেকে। দোকানে ঢোকার মুখেই মাথ উঁচু করে বসে। আর সারাদিন ধরে দোকান চালায় বোবো
বোবো যে বসে বসে শুধু অন্ন ধ্বংস করে এমন ভেবে থাকলে আপনি সম্পূর্ন ভউল চিন্তা করছেন। রীতিমত দোকানের সব কাজে সাহায্যও করে সে। দোকানের কর্মীদের তুলনায় বিড়ালটির সঙ্গে দোকানের সম্পর্ক সবচেয়ে বেশী দিনের।
এই নয় বছরের মধ্যে একদিনের জন্যও দোকানে অনুপস্থিত থাকেনি সে। সবার ছুটি আছে, কিন্তু তার নেই। প্রতিদিন সে দোকানে উপস্থিত হয়েছে। তাই বর্তমান দোকান পরিচালকও বলছেন, বোবোই নাকি দোকানের কেনাকাটর বিষয়ে সবথেকে অভিজ্ঞ। দোকানের কোথায় কে ঘুরছে, কি কিনছে, কিম্বা হাত সাফাই করে কেউ কিছু সরিয়ে নিল কিনা, সবই দেখছে সে। বিড়ালের নজর এড়িয়ে নাকি কেউ বেরিয়ে যেতে পারে না দোকান থেকে। দোকানে ঢোকার মুখেই মাথ উঁচু করে বসে। আর সারাদিন ধরে দোকান চালায় বোবো
Published in
Khobor Tobor

অনেকেই বলেন, 'চুরিবিদ্যা মহাবিদ্যা'। আর সেই সাথে যদি থাকে পরনে…
পাঁচ বছরের শিশু কন্যাকে ব্রিজ থেকে ছুড়ে ফেললেন এক পাষণ্ড…
সম্প্রতি মা হতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেন এক অবিবাহিত…
শৌচালয় নয়, আপনার হাতের মোবাইলই সবচেয়ে বেশি নোংরাময় একটি বস্তু।…
টিউবওয়েল দিয়ে অনবরত ঝরছে পানি। আর তা টানা ৩৪ বছর… 