0 awesome comments!
মেসিকে রক্ষায় বডিগার্ডের কাণ্ড! (ভিডিও)
সময়ের সেরা ফুটবলার তিনি। কারো কারো মতে, সর্বকালের সেরাও। স্বাভাবিকভাবে তার ভক্তের সংখ্যা প্রচুর। তাকে একটু ছোঁয়ার জন্য, তার অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যাকুল থাকেন ভক্তরা। বলা হচ্ছে, আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির কথা। এজন্য মেসির সঙ্গে দেখা করার জন্য মাঠের ভিতরে ঢুকে পড়তে দেখা যায় অনেককে। বার্সা তারকা সেই ভক্তদের সঙ্গে হাত মেলানও। ভক্তরাও বেশ খোলা মনে, হাসতে হাসতে মাঠ ছাড়েন।
কিন্তু এবার অন্য ধরনের ঘটনা ঘটতে দেখা গেল। ডাবলিনে একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল। বার্সেলোনার সামনে পড়েছিল ডাবলিন। খেলার শেষে মেসি অ্যান্ড কোং যখন টানেল দিয়ে সাজঘরের ভিতরে প্রবেশ করছেন ঠিক সেই সময়ে গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়েন এক মেসি-ভক্ত। কিন্তু আগে থেকেই প্রস্তুত ছিলেন মেসির বডিগার্ড। সঙ্গে সঙ্গে তিনি নিজের কাজ শুরু করে দেন। মেসির সামনে এসে দাঁড়ানো সেই ভক্তটিকে কুস্তিগীরের মতো তুলে নিয়ে বাইরে নিয়ে যান। এসময় আর্জেন্টাইন তারকাকে মাথা নীচ করে শান্তভাবে সাজঘরে চলে যেতে দেখা যায়।
ভিডিও দেখতে ক্লিক করুন
কিন্তু এবার অন্য ধরনের ঘটনা ঘটতে দেখা গেল। ডাবলিনে একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল। বার্সেলোনার সামনে পড়েছিল ডাবলিন। খেলার শেষে মেসি অ্যান্ড কোং যখন টানেল দিয়ে সাজঘরের ভিতরে প্রবেশ করছেন ঠিক সেই সময়ে গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়েন এক মেসি-ভক্ত। কিন্তু আগে থেকেই প্রস্তুত ছিলেন মেসির বডিগার্ড। সঙ্গে সঙ্গে তিনি নিজের কাজ শুরু করে দেন। মেসির সামনে এসে দাঁড়ানো সেই ভক্তটিকে কুস্তিগীরের মতো তুলে নিয়ে বাইরে নিয়ে যান। এসময় আর্জেন্টাইন তারকাকে মাথা নীচ করে শান্তভাবে সাজঘরে চলে যেতে দেখা যায়।
ভিডিও দেখতে ক্লিক করুন
Published in
Khobor Tobor