0 awesome comments!
ইরাকি সুন্দরীকে অপহরণের হুমকি আইএসের
মিস ইরাককে অপহরণরে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ১৯৭২ সালের পর এবছরই প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ইরাকের সুন্দরী প্রতিযোগিতাভ সেই প্রতিযোগিতায় দেশের সুন্দরীতম নারীর মুকুট পরেছিলেন শায়মা আবদেল রহমান। ২০ বছর বয়সী সেই শায়মাকেই অপহরণের হুমকি দিল আইএস। সুন্দরীর মুকুট মাথায় পরার পর শায়মার কাছে প্রায় প্রতিদিন নানা হুমকির ফোন আসছে। কিন্তু সবচেয়ে ভয়ানক হুমকির ফোনটা এসেছে আইএস জঙ্গি হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছ থেকে।
হুমকির সুরে ফোনে শায়মাকে বলা হল, আইএসের দলে নাম না লেখালে, যে কোন দিন তাকে বাড়ি থেকে তুলে পণবন্দি করে রাখা হবে। শায়মা অবশ্য বলছেন, এসব হুমকিতে তিনি ভয় পান না, সঙ্গে বলেছেন, ''আমি কোন অন্যায় কাজ করিনি, তাই ভয় পাওয়ার প্রশ্নই নেই। সময় এসেছে এটা প্রমাণ করার ইরাকি সমাজে নারীদের এক নিজস্ব অস্তিত্ব আছে।'
Published in
Khobor Tobor

ফ্রান্সে ইসলামি দার্শনিক তারিক রামাদানের একটি অনুষ্ঠানে প্রবেশ করে চারজন…
অনেকেই বলেন, 'চুরিবিদ্যা মহাবিদ্যা'। আর সেই সাথে যদি থাকে পরনে…
প্রতিটি রাশি অনুযায়ী রয়েছে আলাদা রঙের গুরুত্ব। আমরা অনেকেই হয়তো…
মানুষ শখ করে তখন বিভিন্ন রকম পশু ও পাখিকে পোষ…
বিপদেও কাজে এলো স্মার্টফোন। শুক্রবার প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার সময়… 