0 awesome comments!
দৌড় প্রতিযোগিতায় বিয়ে!
সমাজ জীবনে পালিয়ে বিয়ে করা, কোর্টম্যারেজ করা কিংবা পারিবারিকভাবে বিয়ে করার কথা আপনারা শুনে থাকবেন। কিন্তু কখনো কি শুনেছেন দৌড় প্রতিযোগিতার মধ্যে বিয়ে করার কথা!
শুনবেন না অবশ্যই, কারণ ইতিপূর্বে এমন ঘটনা ঘটেনি। তবে এবার দৌড় প্রতিযোগিতার মাঝেই দৌড়াতে দৌড়াতেই বিয়ে করে ফেললেন দু’জন লন্ডন জুটি। লন্ডনে বাৎসরিক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সে প্রতিযোগিতায় অংশকারীদের কেউ লৌহ মানবে কেউ পানির বোতলে ভূষিত হোন।প্রত্যেকে যখন কে কার আগে যাবেন এই চেষ্টায় ব্যস্ত। ঠিক তখন দুই প্রতিযোগী দৌড়ের মাঝেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন তারা জীবনভর একে অপরের পাশে চলবেন। আর এ্রর অল্প কিছুদিনের ব্যবধানেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।
Published in
Khobor Tobor