স্কার্টের নিচে লুকিয়ে টিভি চুরি!
দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকার এক স্টোরে এক অদ্ভূত ধরনের চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক নারী তার স্কার্টের নিচে লুকিয়ে ও দু' পায়ের মধ্যে রেখে স্টোরটি থেকে একটি ফ্ল্যাট স্ক্রিন প্লাজমা টিভি সেট চুরি করে নিয়ে গেছে! আর টিভি সেটটি চুরি করতে ওই নারীর মাত্র ১৩ সেকেন্ড লেগেছে! এমনকি চুরির এ ঘটনা স্টোরটির কেউ টেরই পাননি। পরে অবশ্য সার্ভেইল্যান্স ভিডিও ফুটেজ দেখে টিভি সেট চুরি যাওয়ার ঘটনা বুঝতে পারেন তারা। অভিনব এ চুরির ঘটনায় স্টোরটির স্টাফ ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা বিস্ময় প্রকাশ করেছেন। হাফিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে চুরির এ ঘটনা জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র
কোস্টারিকার গুয়াপাইলস শহরের একটি স্টোর থেকে টিভি সেট চুরির ওই ঘটনা ঘটে প্রায় দুই মাস আগে। তবে এত সময় পেরিয়ে গেলেও এখনো ওই নারী চোর সম্পর্কে কোনো তথ্য পায়নি তদন্তকারীরা। এ বিষয়ে তারা এখনো পুরো অন্ধকারের মধ্যে রয়েছে। যেহেতু এখনো এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তাই পুলিশ অনেকটা বাধ্য হয়েই ঘটনাটি সম্প্রতি প্রকাশ করেছে যাতে করে ওই নারী সম্পর্কে কারো কাছ খেকে কোনো তথ্য পাওয়া যায়। এবিসি শিকাগো তাদের এক প্রতিবেদনে একথা জানায়।
চোর সম্পর্কে কোনো তথ্য না পেলেও স্থানীয় পুলিশ অবশ্য কিভাবে চুরিটি ঘটেছে সে বিষয়ে তাদের তত্ত্ব উপস্থাপন করেছে। গুয়াপাইলস পুলিশ বিভাগের একজন মুথপাত্র বলেন, 'আমাদের ধারণা ওই নারীর এই ধরনের চুরির ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কারণ টিভি সেটটি চুরি করতে তার মাত্র ১৩ সেকেন্ড সময় লেগেছে।'
সার্ভেইল্যান্স ভিডিওতে ওই নারী চোরকে তার দু' পায়ের মধ্যে টিভি সেটটি রেখে স্টোর থেকে হেঁটে বেরিয়ে যেতে দেখা যায়। ভিডিওটি দেখে এখনো বিস্মিত হন স্টোরটির জাসিন্ট রামিরেজ কালাস নামে একজন সহকারী। কালাস বলেন, 'ওই নারী এত তাড়াতাড়ি এটি করে যে কেউই তা টের পায়নি বা প্রতিক্রিয়া দেখাতে পারেনি। তার দুই পায়ের মাঝখান থেকে টিভিটি পরে যায়নি ফুটেজটি দেথে আমার খুব বিস্ময় লেগেছে।' ওই নারীর হয়তো এ ধরনের চুরির ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে বা খুব মোটা উরু রয়েছে বলেও জানান কালাস। ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এদিকে, ওই নারী চোর সম্পর্কে কোনো তথ্য কারো কাছে থাকলে বা কেউ পেলে গুয়াপাইলস পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে।