নগ্ন রেস্তোরাঁয় খেতে ২৩ হাজার আবেদন!

Rate this item
(1 Vote)
এবার গরমে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে থাকছে চমক! গরমে যাতে ভোজনরসিক লন্ডনবাসী তৃপ্তি করে খেতে পারেন, তাই খুব শিগগিরই সেখানে খুলতে চলছে নগ্ন রেস্তোরাঁ।

সেন্ট্রাল লন্ডনের সেই রেস্তোরাঁ খোলা থাকবে গরমের তিন মাসের জন্য। কিন্তু, ইতিমধ্যেই সেই রেস্তরাঁয় ‘নগ্ন’ হয়ে ডিনার করার জন্য নাম লিখিয়ে ফেলেছেন কমপক্ষে ২৩ হাজার জন। রেস্তোরাঁর নাম বুনইয়াদি। জুন মাস থেকে খুলবে রেস্তোরাঁটি।

খোলা থাকবে তিন মাস। রেস্তোরাঁয় জামাকাপড় পরে ও নগ্ন হয়ে দু'ভাবেই ডিনার করার সুযোগ মিলবে।

যাঁরা নগ্ন হয়ে ডিনার করতে চান, তাঁরা খাওয়ার আগে চেঞ্জিংরুমে গিয়ে নির্দিষ্ট লকারে রেখে আসবেন তাঁদের পোশাক। এমনকি, খাবার পরিবেশন করবে যেসব ওয়েটার এবং ওয়েট্রেসরা তাঁরাও থাকবেন প্রায় নগ্ন। তবে, ওই রেস্তোরাঁয় কোনও ছবি তোলা যাবে না।
0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top