বলুন তো ছবিতে কয়জন মেয়ে আছে?

Rate this item
(3 votes)
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবিটি নিয়ে জোর আলোচনা চলছে। ছবিটি ভাইরাল বললেও যেন কম বলা হয়। ছবিটার উপর সকলে রীতিমতো হামলে পড়েছে। তিজিয়ানা ভারগারি নামের এক স্যুইস ফটোগ্রাফারের তোলা এই ছবি। তিনি গত সপ্তাহে ইনস্টাগ্রামে এটি আপলোড করে প্রশ্ন করেছেন, ''বলুন তো এই ছবিতে আসলে কয়জন মেয়ে রয়েছে?'' এর উত্তরে কেউ বলছেন ৪, কেউ ৩ আবার কেউ বলছেন ২।

ছবিতে একটি আয়না আছে কিন্তু সেটা কোথায় বসানো আছে তাও বোঝা মুশকিল। উত্তরটা হলো '২'। ছবিতে মেয়ের সংখ্যা দুই। বাঁ দিক থেকে দ্বিতীয় মেয়েটি আয়নার দিকে তাকিয়ে আছে। দ্বিতীয় মেয়েটার পাশে আয়নার একটা কালো লাইনও দেখা যাচ্ছে। মানে আয়নাটা আছে দ্বিতীয় মেয়েটার পিছনে।
0 awesome comments!
Scroll to Top