0 awesome comments!
সজলের প্রেমে মেহজাবিন
অনেকদিন ধরেই প্রেম করে বেড়াচ্ছেন অভিনেতা সজল ও মেহজাবিন চৌধুরী। লোকচক্ষুর অন্তরালে দেখা-সাক্ষাৎ হচ্ছে তাদের। সময় সুযোগ পেলে একসঙ্গে লং ড্রাইভেও যাচ্ছেন তারা। সব মিলিয়ে ভালোই চলছে তাদের রোমান্টিক সম্পর্ক। কিন্তু হঠাৎ করেই বেঁকে বসেন মেহজাবিন। কী যেন হয়েছে তার। আগের সেই মেহজাবিনকে যেন কোথাও খুঁজে পাচ্ছেন না সজল। বিষয়টা বলি বলি করেও বলা হচ্ছে না তাকে।
কেন এমন হচ্ছে? এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ভুল যখন ভাঙ্গল’। নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন সজল ও মেহজাবিন। এটি রচনা ও পরিচালনা করেছেন তিনা খান। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে নাটকটির গল্প এগিয়েছে। নাটকটিতে সমাজের জন্য একটি মেসেজও রয়েছে। আশা করি দর্শকরা নাটকটি দেখে আনন্দের পাশাপাশি মেসেজটিও গ্রহণ করতে পারবেন।’ মেহজাবিন বলেন, আমি সবসময় ভালো গল্পের কাজের জন্য অপেক্ষায় থাকি। নাটকটির গল্প ভালো লাগাতেই এতে অভিনয় করছি। সজল ভাইয়ার সঙ্গে আমার জুটি দর্শকরা বেশ পছন্দও করেন। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’ এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
কেন এমন হচ্ছে? এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ভুল যখন ভাঙ্গল’। নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন সজল ও মেহজাবিন। এটি রচনা ও পরিচালনা করেছেন তিনা খান। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে নাটকটির গল্প এগিয়েছে। নাটকটিতে সমাজের জন্য একটি মেসেজও রয়েছে। আশা করি দর্শকরা নাটকটি দেখে আনন্দের পাশাপাশি মেসেজটিও গ্রহণ করতে পারবেন।’ মেহজাবিন বলেন, আমি সবসময় ভালো গল্পের কাজের জন্য অপেক্ষায় থাকি। নাটকটির গল্প ভালো লাগাতেই এতে অভিনয় করছি। সজল ভাইয়ার সঙ্গে আমার জুটি দর্শকরা বেশ পছন্দও করেন। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’ এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
Published in
Banglatainment

আপনি কি হ্যারি পটারের খুব বড় ভক্ত? হতে পারে, কিন্তু…
নারীরা সেনাবাহিনীতে নিয়োগ পেতে হলে তাকে অবশ্যই কুমারীত্বের পরীক্ষায় উত্তীর্ণ…
শৌচালয় নয়, আপনার হাতের মোবাইলই সবচেয়ে বেশি নোংরাময় একটি বস্তু।…
অনেক রাতে ঘুমানোটা শহরের মানুষের জন্য অনেকটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।…
ঔষধি গুণের জন্য কদর বাড়ছে গাঁজার তেলের। বৈধকরণের পর ব্রিটেনে… 