চলচ্চিত্রে মেহজাবিনের জুটি নিরব

Rate this item
(1 Vote)
কথা ছিল সালাহউদ্দিন লাভলুর ‘ওয়ারিশ’ ছবিতে আরেফিন শুভর বিপরীতে জুটি হয়ে চলচ্চিত্রে অভিষেক হবে লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী মেহজাবিনের। কিন্তু কয়েক বছর অপেক্ষার পর স্বপন আহমেদের চলচ্চিত্র ‘পরবাসিনী’তে মডেল ও চিত্রনায়ক নিরবের জুটি হয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে মেহজাবিনের।


সিলেটের শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় সম্প্রতি ছবিটিতে তাঁরা জুটি হয়ে অভিনয়ের জন্য শুটিং শুরু করেছেন। নিরব বলেন, ‘আমি এ পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। কিন্তু পরবাসিনী ছবির পুরো গল্পটাই বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর। এ ধরনের ছবিতে আগে কাজ করিনি। অ্যালিয়েনরা আমার পিছু নিয়েছে, ভাবতেই যেন কেমন লাগছে। একেবারে অন্য রকম অভিজ্ঞতা। পরবাসিনী ছবির জন্য আমার গেটআপও অনেক পরিবর্তন করেছি। ছবিটির জন্য পাহাড়, বন, জঙ্গল, খাল আর নদীতে শুটিং করছি।’
ছবিতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে মেহজাবিন বলেন, ছবিতে আমাকে অন্য গ্রহের এক প্রাণীর চরিত্রে দেখা যাবে। তাঁর দুটি রূপ একটি অ্যালিয়েন এবং অন্যটি একেবারেই স্বাভাবিক একজন মেয়ে।


ছবির গল্প সম্পর্কে মেহজাবিন বলেন, ‘পরবাসিনী কিন্তু আর ৮-১০টা বাংলা ছবির মতো নয়। পরবাসিনী ছবির গল্প বৈজ্ঞানিক কল্প-কাহিনিনির্ভর। থাকবে প্রেম-ভালোবাসার ব্যাপারটিও। এতটুক নিশ্চিত করে বলতে পারি যে ছবিটি বড়দের পাশাপাশি শিশুদেরও ভালো লাগবে।’


ছবিটির পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘আমাদের দেশে কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর চলচ্চিত্র এখনো তৈরি করা হয়নি। পরবাসিনীই হবে প্রথম বাংলাদেশি কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর চলচ্চিত্র। তাই এক বছর ধরে ছবিটি নিয়ে নানা ধরনের গবেষণা করতে হয়েছে।


‘পরবাসিনী’ ছবিটি নির্মিত হচ্ছে নতুন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির ব্যানারে।
0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top